1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গেমার থেকে ব্যাটম্যান

৫ জানুয়ারি ২০১৭

ইংলিশম্যান জুলিয়ান চেকলে থাকেন আয়ারল্যান্ডে৷ পেশায় কস্টিউম ডিজাইনার কিন্তু নেশায় ব্যাটম্যান! মানে তিনি ব্যাটম্যান সেজে বন্ধুবান্ধবদের সঙ্গে ব্যাটম্যান গেম খেলতে ভালোবাসেন – বাস্তবে!

Köln Gamescom VR-Brille
ছবি: picture-alliance/dpa/O. Berg

আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের একটি শিল্পাঞ্চল৷ সেখানে ব্যাটম্যান অপরাধীদের তাড়া করে বেড়াচ্ছেন৷ অথবা অন্যভাবে বলতে গেলে: জুলিয়ান চেকলে তাঁর সঙ্গীসাথীদের সঙ্গে চোর-পুলিশ খেলছেন৷ জুলিয়ান বলেন, ‘‘৪৫ বছর বয়সে এই রাবারের স্যুট পরে দৌড়দৌড়ি করে বেড়াতে একটু বোকা-বোকাই লাগে৷ কিন্তু আমি বলব, এই সাজ পরলে যেন ক্ষমতা বেড়ে যায়৷ কাজেই এর ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে৷ আর স্যুটটাও ভীষণ গরম৷''

জুলিয়ান জাতে ইংরেজ৷ বাস্তব জীবনে কস্টিউম ডিজাইনার৷ কাজেই তিনি জানতেন যে, শুধু একটা কালো ড্রেস আর কেপ পরলেই ব্যাটম্যান হওয়া যায় না৷ আসল হিরোর মতো গ্যাজেটস থাকা চাই৷ বলতে কি, সাকুল্যে ২৩টা গ্যাজেট, যার মধ্যে একটি হলো একটি ম্যাগনেটিক ব্যাট ট্র্যাকার৷ ব্লুটুথ আর একটা পুরনো আইফোন দিয়ে আমাদের ব্যাটম্যান গাড়ি ফলো করতে পারেন৷

কস্টিউম ডিজাইনার যখন ব্যাটম্যান

02:57

This browser does not support the video element.

এছাড়া এই ব্যাটম্যানের উর্দি থেকে গ্যাস স্প্রে করা যায়, যার ফলে শত্রু আর নড়তে-চড়তে পারে না৷ আর আছে একটি আলোর পিস্তল, যার ২,০০০ ওয়াটের আলো শত্রুর চোখ ধাঁধিয়ে দিতে পারে৷ জুলিয়ান জানালেন, ‘‘এই বন্দুকটা বানাতে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে সামনের দিকের এই ফ্ল্যাশবাল্বগুলো দিয়ে ২,০০০ ওয়াটের কারেন্ট পাঠাতে৷ সব কিছু অনেক ছোট করতে হয়েছে; এছাড়া এই বন্দুকে ঢোকার মতো ছোট একটা ছোট প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করতে হয়েছে৷''

সব কিছু শুরু হয়েছিল একটা ভিডিও গেম দিয়ে, যার দেখাদেখি একটা থ্রিডি মডেল বানানো হয়৷ আর্মারের নীচে যে কাপড়ের ড্রেসটি পরতে হয়, সেটাও ডিজাইন করেছেন চেকলে৷ তাঁর বন্ধু ও সহকর্মী কামিল ক্রাভচাক প্রধানত গ্যাজেটগুলোর বন্দোবস্ত করে থাকেন৷ কামিল স্পেশাল এফেক্টস ডিজাইনার৷ মুখোশ আর বডি-আর্মারের অধিকাংশ জুলিয়ান চেকলে-র ডিজাইন অনুযায়ী থ্রিডি-প্রিন্টারে তৈরি হয়েছে৷ তবে বেশ কিছু অংশ তিনি নিজের হাতে তৈরি করেছেন৷ যেমন ফাইবারগ্লাস দিয়ে বেল্টের বাকল্ বা রাবারের মাউথগার্ড৷ ঘণ্টার পর ঘণ্টা ধরে সেই কাজে সময় কাটিয়েছেন জুলিয়ান৷ অপরাধীদের ধরতে হলে স্মোক বম্ব খুব কাজে লাগে৷ এমন ২৩টি গ্যাজেটের দরুণ গিনেস বুক অফ রেকর্ডস-এর গেমার সংস্করণে স্থান পেয়েছেন জুলিয়ান৷

আক্সেল প্রিমাভেসি/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ