নতুন এই সিরিজের নামও ঠিক হয়ে গেছে- হাউজ অব দ্য ড্রাগন৷ মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এইচবিও এমি অ্যাওয়ার্ড জয়ী তুমুল জনপ্রিয় এ সিরিজের প্রিকুয়েল তৈরির তথ্য নিশ্চিত করেছে৷
বিজ্ঞাপন
জর্জ আর আর মার্টিনের ফ্যান্টাসি গল্প গেম অব থ্রোনসে যে সময়ের কথা বলা হয়েছে, নতুন প্রিকুয়েলে দেখানো হবে তারও প্রায় ৩০০ বছর আগের ঘটনা৷
হাউজ অব দ্য ড্রাগন সিরিজটি মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড' অবলম্বনে তৈরি হবে৷ এতে দেখানো হবে হাউজ টারগারিয়ানের বিভিন্ন কাহিনী৷
গেম অব থ্রোনসে এমিলিয়া ক্লার্কের অভিনয় করা ডেনিয়েরিস টারগারিয়ান চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয় টারগারিয়ান বংশের কথা৷ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ডেনিয়েরিস ড্রাগনকে পোষ মানাতে পারতেন, এজন্য তার উপাধি দেয়া হয় মাদার অব ড্রাগনস৷
এইচবিওর মূল মালিকানা প্রতিষ্ঠান ওয়ার্নার মিডিয়া লস এন্জেলেসে এক অনুষ্ঠানে মঙ্গলবার নতুন সিরিজের ঘোষণা দেয়৷ তবে নতুন সিরিজে কারা কারা অভিনয় করবেন, কবে নাগাদ সেটি মুক্তি পাবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি৷
চক্রান্ত, যৌনতা আর ড্রাগনের ‘গেম অব থ্রোনস’
স্টার্ক বনাম ল্যানিস্টার, বারাথিওন বনাম টারগারিয়ান৷ এই নামগুলো কখনোই শুনেননি বলে মনে হচ্ছে? বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই টিভি সিরিজের শেষ সিজন শুরু হয়েছে৷ এক নজরে স্পয়লারে ভরা হাই-স্পিড এই রিভিউটি দেখে নিতে পারেন৷
ছবি: Helen Sloan/HBO
উত্তরের যোদ্ধা
পঞ্চম সিজনের শেষের দিকে নাইট ওয়াচের লর্ড কমান্ডার জন স্নো নিজের দলের লোকদের হাতেই নিহত হন৷ পরে অবশ্য তাঁকে আবার বাঁচিয়ে তোলা হয়৷ ওয়েস্টেরস-এর সেভেন কিংডমকে অতিপ্রাকৃতিক প্রাণীদের আক্রমণ থেকে বাঁচাতে সুউচ্চ দেয়ালে পাহারা দেয় নাইট ওয়াচের যোদ্ধারা৷ সিজন সাত-এ এসে জানা যায়, জন স্নো আসলে জন্ম নিয়েছিলেন এইগন টারগারিয়ান নামে৷
ছবি: picture-alliance/dpa/HBO Enterprises
অদম্য রাজকন্যা
সানসা স্টার্ককে জন স্নো’র সৎ বোন মনে করা হতো৷ অল্প বয়সেই নানা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে৷ বাগদত্তার হাতে বাবার হত্যা দেখতে বাধ্য করা হয় তাঁকে৷ এরপর বিয়ে ভেঙে যাওয়ার পর ল্যানিস্টার রাজপরিবারেরই আরেক সদস্যকে বিয়ে করতে বাধ্য করা হয় সানসাকে৷ ওয়েস্টেরসের রাজকন্যা হওয়া মুখের কথা নয়৷
ছবি: Helen Sloan/HBO
রাগী মেয়ে
আরিয়া স্টার্ক সানসার ছোট বোন৷ বাবার মৃত্যুর পর ছেলের ছদ্মবেশে রাজসভা থেকে পালায় আরিয়া৷ এরপর থেকে ওয়েস্টেরসের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছে আরিয়া একটাই সংকল্প নিয়ে– বাবার মৃত্যুর প্রতিশোধ৷ এর মধ্যে এক ‘মেনি ফেস গড’-এর উপাসকদের সাথে ভিড়ে দৃষ্টিশক্তি হারায় সে৷
ছবি: Macall B. Polay/HBO
দুষ্টু রাণিমা
রাজরাজড়াদের গল্পে একজন দুষ্টু সৎমা না থাকলে কি জমে? এক্ষেত্রে অবশ্য সৎমা না, খলনায়িকার চরিত্র নিয়েছেন রাণিমাতা সারসেই ল্যানিস্টার৷ চক্রান্তের শিরোমণি সারসেই ধীরে ধীরে পুরো ল্যানিস্টার পরিবার ও আয়রন থ্রোনের ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়৷ অনাচারের অপরাধে তাঁকে শাস্তি দেয় রাজার প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া ধর্মীয় সংগঠন৷ তবে তার চরম প্রতিশোধও নেন সারসেই৷
ছবি: Helen Sloan/HBO
অবৈধ যৌন সম্পর্ক
সারসেইয়ের অনেক কুৎসিত দিকের মধ্যে একটি হলো আপন ভাই জেমির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া৷ সারসেইয়ের তিন সন্তানের বাবা জেমি৷ তবে রাজ পরিবার বরাবরই তা অস্বীকার করে এসেছে৷ রাজসেনার কমান্ডার জেমি বরাবরই চক্রান্ত থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন৷ ‘গেম অব থ্রোনস’-এ তার চরিত্র খলনায়কের হলেও অন্যদের চেয়ে তিনি একটু আলাদাই৷
ছবি: Helen Sloan/HBO
ঘরের শত্রু বিভীষণ
টিরিয়ান ল্যানিস্টার সারসেই ও জেমির ছোট ভাই৷ ওয়াইনে আসক্ত এই বামন চরিত্রকে অনেকেই সিরিজের সিক্রেট হিরো হিসেবে দেখতে ভালোবাসেন৷ শারীরিক দুর্বলতাকে টাইরিওন তাঁর অসাধারণ বুদ্ধিবৃত্তি দিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করেন৷ বিভিন্ন পরিস্থিতিতে তাঁর করা মন্তব্য ‘গেম অব থ্রোনস’ ভক্তরা প্রায়ই উদ্ধৃত করেন৷
ছবি: picture-alliance/AP/HBO/H. Sloan
মাদার অব ড্রাগন
‘গেম অব থ্রোনস’ না দেখলেও সুন্দরী ড্যানেরিস টারগারিয়ানকে তো চেনারই কথা৷ ওয়েস্টেরসের ইতিহাসে কয়েক শতকের মধ্যে তিনিই প্রথম তিনটি ড্রাগনের ডিম থেকে বাচ্চা ফোটাতে সমর্থ হন৷ আয়রন থ্রোন বা লৌহ সিংহাসনে নিজের পরিবারের দাবি প্রতিষ্টায় তাঁর মূল অস্ত্র এই তিন ড্রাগন৷ সিজন সেভেনের শেষে জন স্নো’র সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন ড্যানিয়ারিস৷ কিন্তু তাঁদের কেউই জানেন না, জন আসলে ড্যানিয়ারিসের ভাগ্নে৷