1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সারা পেলিন

৩ মার্চ ২০১২

মার্কিন এইচবিও প্রিমিয়াম কেবল টেলিভিশন নেটওয়ার্ক শীঘ্রই সম্প্রচার করবে এই ছবি৷ ছবিটির ভিত্তি ২০০৮ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন’এর নির্বাচনী প্রচার অভিযানকে কেন্দ্র করে দুই মার্কিন সাংবাদিকের লেখা

Former Gov. Sarah Palin speaks at the Glenn Beck "Restoring Honor" rally in front of the Lincoln Memorial in Washington, Saturday, Aug. 28, 2010.(AP Photo/Alex Brandon)
ছবি: AP

জন হাইলেম্যান এবং মার্ক হেল্পেরিন'এর বইটি বেস্টসেলার হয়েছিল৷ টেলিভিশনের জন্য নির্মিত ছবিটিতে নাটকীয়ভাবে দেখানো হয়েছে, ম্যাককেইন কিভাবে সারা পেলিন'কে রানিং মেট, অর্থাৎ তার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচন করলেন৷ সারা পেলিন'কে কিভাবে রিপাবলিকানদের উঠতি রাজনৈতিক তারকা হিসেবে গড়ে তোলা হল৷ অনভিজ্ঞ পেলিন কিভাবে সেই চাপে প্রায় ভেঙে পড়তে চলেছিলেন৷ কিন্তু ম্যাককেইন এবং পেলিন, দু'জনকেই মানুষ হিসেবেই দেখানো হয়েছে৷ ছবিতে তাদের রাজনীতির উপর জোর দেওয়া হয়নি, বলেছেন চিত্রনাট্য রচয়িতা ড্যানি স্ট্রং৷

১০ই মার্চ ছবিটি সম্প্রচারিত হবে৷ পেলিন পক্ষ ইতিমধ্যেই ছবিটিতে সত্যের অপলাপ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে৷ ছবির নির্মাতারা সে'কথা স্বীকার করেন না৷ ছবিটি শুরু হচ্ছে ২০০৭ সালের অগাস্টে, যখন প্রচারণা কৌশলী স্টিভ স্মিট ম্যাককেইনের দলে যোগ দেন৷ স্মিট'এর উদ্যোগেই নাকি মাত্র পাঁচদিনের দেখাশুনার পর সারা পেলিন'কে রানিং মেট হিসেবে মনোনীত করেন জন ম্যাককেইন৷

প্যালিন-ম্যাককেইন জুটিছবি: AP

পেলিন'এর ভূমিকায় অভিনয় করেছেন জুলিয়ান মুর৷ তিনি সারা পেলিন'কে ফুটিয়ে তুলেছেন এক অনুগত রিপাবলিকান হিসেব৷ অপরদিকে পেলিন হঠাৎ পাদপ্রদীপের আলোয় এসে নিজের দুর্বলতাগুলিও প্রকাশ করে ফেলেছেন: যেমন তিনি বিশ্বরাজনীতির বিষয়ে পুরোপুরি ওয়াকিবহাল নন৷ অপরদিকে ছবিতে পেলিন'এর ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ ঘাঁটা হয়নি৷ তাকে একটি ঘনিষ্ঠ, সংঘবদ্ধ পরিবারের সদস্য এবং স্নেহময়ী মা হিসেবেই দেখানো হয়েছে৷

মোট কথা, ছবির সারা পেলিন বিপুল চাপের মুখে প্রায় নার্ভাস ব্রেকডাউনের সম্মুখীন, এমনকি একবার খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছেন বলে দেখানো হয়েছে৷ অপরদিকে যে সারা পেলিন'এর রিপাবলিকান কনভেনশনে প্রদত্ত ক্যারিসম্যাটিক বক্তৃতা প্রেসিডেন্সিয়াল রেস'এর প্রকৃতিই বদলে দিয়েছিল, তিনিও আছেন৷ ছবির শেষ বাণী: পেলিন এবং প্রেসিডেন্ট ওবামা, দুজনেই সেলিব্রিটি রাজনীতিকদের এক নতুন যুগের সূচনা করেছেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ