1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোলাম আজম, বেঁচে থাকুন...

আশীষ চক্রবর্ত্তী২ অক্টোবর ২০১৪

সুন্দর সকাল৷ ঘুম ভাঙল টেলিফোনে৷ বন্ধু বলছে, ‘কাল রাতেও তোমার সঙ্গে কথা হলো৷ আজ শুনছি, তুমি নাকি মারা গেছো৷ বিশ্বাস হয়নি৷ তাই ফোন করলাম৷' পল ম্যাককার্টনি হাসবেন না কাঁদবেন! মারা গেছেন, সেটা নিজেরই জানা হলোনা!

Bangladesch Ghulam Azam Urteil 15.07.2013
গোলাম আজম (ফাইল ফটো)ছবি: Nashirul Islam/AFP/Getty Images

কিছু গুজব এমনই হয়৷ শুনে নিজের কাছে নিজেকেই কেমন বোকা বোকা লাগে৷ ম্যাককার্টনি অবশ্য নিজেকে সামলে নিয়েছিলেন৷ ব্রিটিশ রকস্টার পুরোদস্তুর গানের মানুষ হলে কী হবে, ‘ফান' ভালোই বোঝেন৷ নিজের মৃত্যু সংবাদ শুনেও দিব্যি হাসিমুখে বলেছিলেন, ‘‘আমার মৃত্যু নিয়ে যে খবর শোনা গেছে তাতে কিঞ্চিত বাড়াবাড়ি আছে৷'' ম্যাককার্টনি এখন ৭২ বছরের তরুণ৷ কনসার্টও করছেন৷ মৃত্যুর খবরে বাড়াবাড়ি কতটুকু, বুঝুন তাহলে!

গুজবের দেশ বাংলাদেশ৷ যে কোনো ঘটনার সঙ্গে লেজ হয়ে আসে গুজব৷ কখনো কখনো লেজই হয়ে যায় বড়৷ বড় হয়ে ছড়াতে থাকে৷ আসলে ছড়ানো হয়৷ ইন্টারনেটের যুগ৷ গুজব ছড়াতে পা দুটো না নাড়ালে, মুখটা না খুললেও চলে৷ ফেসবুক, টুইটার... কত কী আছে! ঘরে বসেই যা ইচ্ছে লিখে দিলেই হলো৷ বিশ্বাস করার কিছু মানুষতো আছেই৷ চিরকাল ছিল৷ চিলে কান নিয়ে গেল শুনে কোনোকালে সত্যি সত্যিই কেউ চিলের পেছনে ছুটেছে কিনা, জানা নেই৷ কিন্তু এ কালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে শুনে শত শত মানুষ গভীর রাতে মিছিলে যোগ দিতে ঘর ছাড়ে – তা তো আমরা জানি!

জামায়াতের সাবেক আমির, যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত গোলাম আজমছবি: Harun Ur Rashid Swapan

বাংলাদেশে কী নিয়ে গুজব হয়নি? গুজবে পেঁয়াজের দাম বেড়েছে৷ পেঁয়াজ,লবনের দাম বাড়বে শুনে বাজারে হুমড়ি খেয়ে কতবার পকেট খালি করলো মানুষ৷ পোলিও টিকা দিলে শিশু মারা যায় – এমন কথা শুনে মা-বাবা সন্তানকে নিয়ে ঘরে বসে আছেন এমনও দেখেছি৷ গুজববাজদের দাপট অবশ্য বিশ্বজুড়ে৷ কারণ, এই ইন্টারনেট৷ নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিক তাই বলেছিলেন, ‘‘প্রিয় ইন্টারনেট, গুজব রটানোয় তোমার জুড়ি নেই৷ সত্য গুজবের চেয়ে অনেক দামি৷ তবে সত্য আসে দেরিতে৷''

বাংলাদেশে জামায়াত আর গুজবের সম্পর্কটা বেশ মাখোমাখো৷ দলটির নাম কোনো-না- কোনোভাবে গুজবের লেজ ধরে আসবেই৷ দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার রায় হলো৷ আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আঁতাত করে যুদ্ধাপরাধী সাঈদীকে ফাঁসি না নিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে এমন কথা সঙ্গে সঙ্গে চাউড়৷ এটা গুজব, নাকি সত্যি – এ নিয়ে বিতর্ক হতে পারে, হচ্ছেও৷ তবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে এ বিষয়ে প্রশ্ন করা মাত্রই বলে দিলেন, ‘‘জামায়াত আমাদের সাথে কী ভাবে কথা বলবে? এটা ওরা (জামায়াত) ছড়াচ্ছে৷''

মজার ব্যাপার হলো, জীবনে প্রকাশ্যে কোনোদিন একটা গান না গেয়েও জামায়াতের সাবেক আমীর, যুদ্ধাপরাধের কারণে সাজাপ্রাপ্ত গোলাম আজম একটা জায়গায় পল ম্যাককার্টনির সঙ্গে মিলে গেছেন৷ বয়স বেশি বলে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে, ৯০ বছর কারাভোগের দণ্ড দিয়েছে আদালত৷ সেদিন হঠাৎ খবর এলো, গোলাম আযম মারা গেছেন৷ এ গুজব অবশ্য সুনীল আকাশে ডানা মেলার সময় পায়নি৷ কয়েকটি সংবাদপত্র চট করে জানিয়ে দেয়, গোলাম আযম বেঁচে আছেন৷ এখন তিনি সিসিইউতে

ব্লগটির লেখক: আশীষ চক্রবর্ত্তীছবি: DW/P. Henriksen

বর্তমান সরকারের জন্য বিরোধী দল, বিশেষ করে সংসদে যেসব বিরোধী দল আছে, তাদের চেয়ে গুজবই বেশি শক্ত প্রতিপক্ষ৷ একটা গেলে আরেকটা আসে৷ গ্রুপ পর্ব, প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল হয়ে ফাইনালে কে যাবে, কে শেষ পর্যন্ত জিতবে, কেউ জানেনা৷

গুজব নিয়ে ভেনাস উইলিয়ামসের একটা উক্তি আছে৷ ভেনাস টেনিস তারকা, দার্শনিক নন৷ তবু তাঁর কথাটা মনে রাখার মতো৷ খুব সরল-সহজ কথা৷ ভেনাস একবার বলেছিলেন, ‘‘কিছু হলে বা না হলেও সবাই যার যার মতো কথা বলতে শুরু করে৷ এভাবেই গুজব ছড়ায়৷''

বেঁচে থাকুন পল ম্যাকার্টনি৷ যুদ্ধপরাধের দায় নিয়ে গোলাম আজমও বেঁচে থাকুন!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ