1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামিনের আবেদন

১৬ ফেব্রুয়ারি ২০১২

জামায়াতে ইসলামির সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে৷ বৃহস্পতিবার শুনানি শেষ হলে আদেশ দিতে পারে ট্রাইবুনাল৷ আর তাঁর জামিন আবেদনের নিষ্পত্তি হবে আগামী ২৩শে ফেব্রুয়ারি৷

ছবি: Harun Ur Rashid Swapan

বুধবার গোলম আজমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরুর আগেই তাঁর আইনজীবী জামিনের আবেদন জানান৷ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বয়স বিবেচনা করে আদালতের বেধে দেয়া যে কোনো শর্তে গোলাম আযমের জামিন চান ট্রাইবুনালের কাছে৷ কিন্তু প্রসিকিউশনের সদস্যরা এর বিরোধিতা করেন৷

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু বলেন, একাত্তরে গোলাম আযমের মানবতা বিরোধী অপরাধ বিবেচনায় নিলে তাঁকে কোনোভাবেই জামিন দেয়া যায়না৷ ট্রাইবুনাল ২৩শে ফেব্রুয়ারি জামিন আবেদনের নিষ্পত্তি করবেন বলে জানান৷

দুপুরের পর গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়ে বিকেলে মুলতুবি হয়৷ বৃহস্পতিবার সকালে আবার শুনানি শুরু হবে৷ শুনানিতে অংশ নিয়ে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে গোলাম আযম পূর্ব-পাকিস্তান জামায়াতে ইসলামির প্রধান ছিলেন৷ তাঁর পরিকল্পনা ও নির্দেশেই এদেশে মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটে৷ আলবদর, রাজাকার, শান্তি কমিটি সব কিছুই তাঁর পরিকল্পনায় হয়েছে৷ তাঁর বিরুদ্ধে মোট ৬২টি অভিযোগ পর্যায়ক্রমে তুলে ধরে প্রসিকিউশন৷

প্রসিকউশন জানায়, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২২শে নভেম্বর গোলাম আযম বাংলাদেশ থেকে পাকিস্তানে পালিয়ে যান৷ এরপর তিনি বাংলাদেশ বিরোধী প্রচারণা চালান লন্ডনে গিয়ে৷ পাকিস্তান পুনরুদ্ধারের নামে তিনি তহবিল সংগ্রহ করেন৷ জিয়াউর রহমান ক্ষমতায় এলে পাকিস্তানি পাসপোর্টে ১৯৭৮ সালে বাংলাদেশে ফিরে আসেন৷ গোলাম আজম গত ১১ই জানুয়ারি ট্রাইবুনালে হাজির হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠায়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ