1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল

১২ ডিসেম্বর ২০১১

তদন্ত প্রতিবেদনে জামায়াতে ইসলামির সাবেক আমির গোলাম আযমকে একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে৷ আর গোলাম আযম বলেছেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যাবেনা৷

জামায়াতে ইসলামির সাবেক আমির গোলাম আযম (ফাইল ফটো)ছবি: Harun Ur Rashid Swapan

অবশেষে গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন ট্রাইবুন্যালে দাখিল করল প্রসিকিউশন৷ প্রসিকিউশনের প্রধান এ্যাডভোকেট গোলাম আরিফ টিপু সোমবার আদালতে মোট ৩০৭ পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন৷ মূল প্রতিবেদন ১০ হাজার পৃষ্ঠার৷ গোলাম আযমের বিরুদ্ধে ৫২টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়ছে ৷ সাক্ষী ৪০ জন৷ আদালত এই তদন্ত প্রতিবেদন ট্রাইবুন্যালের রেজিষ্ট্রারের কাছে জমা দেয়ার নির্দেশ দেন৷ এ্যাডভোকেট গোলাম আরিফ টিপু জানান তারা গোলাম আযমের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারিরও আবেদন করেছেন৷ আদালত শিগগিরই এবিষয়ে শুনানি করবেন৷

প্রসিকিউটর এ্যাডভোকেট রাণা দাসগুপ্ত জানান, একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার মূল পরিকল্পনাকারী গোলাম আযম৷ তিনিই বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী৷ তার পরিকল্পনা এবং নেতৃত্বে রাজকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটি গঠন করা হয়৷ আর তিনি তখন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামির প্রধান হিসেবে পাকিস্তানী বাহিনীকে সহায়তা করেন৷ পাকিস্তান সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন৷ এবং তার দলের কয়েকজন মন্ত্রীত্ব গ্রহণ করেন৷

ট্রাইবুন্যালে তদন্ত প্রতিবেদন দাখিলের পর গোলাম আযম তার মগবাজারের বাসার সামনে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন তার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ করা যাবেনা৷

এদিকে ট্রাইবুন্যালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবী সাক্ষী মহাবুবুল হক হাওলাদারকে জেরা করেছেন৷ আর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরির ৬টি আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে৷ ১৯শে ডিসেম্বর আদেশ দেয়া হবে৷ নিজে আইনজীবী নিয়োগ না দেয়ায় আদলাত সালাউদ্দিন কাদের চৌধুরির জন্য একজন আইনজীবী নিয়োগ দিয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ