একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে গোলাম আযমকে দেওয়া ৯০ বছরের কারাদণ্ডের আদেশে সন্তুষ্ট নয় সাধারণ জনতা৷ ব্লগ, ফেসবুকে এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে৷
বিজ্ঞাপন
জনপ্রিয় কমিউটিনিটি বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগে ব্লগার তুহিন সরকার লিখেছেন, ‘‘এটি হতাশাব্যঞ্জক দ্বিতীয় রায়৷ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চ এ রায় প্রত্যাখান করে৷'' একই বিষয়ে আমার ব্লগে সাইফ সারোয়ারের লেখার শিরোনাম, ‘‘চুদুর বুদুর বিচার মানিনা''৷ এই ব্লগার গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া রায়কে ‘‘প্রহসনের বিচার'' আখ্যা দিয়েছে তার ফাঁসি দাবি করেছেন৷
ফেসবুকে এই বিষয়ে মন্তব্য করেছেন অসংখ্য মানুষ৷ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য গোলাম মওলা রনি লিখেছেন, ‘‘আমরা ৭০-এর দশক থেকেই গোলাম আজমের ফাঁসির দাবি শুনে আসছি আর তখন দেশবাসী সাঈদী বা কাদের মোল্লার নামও জানতো না৷ এই রায়ের পর নিশ্চিন্তে বলা যায় সালাউদ্দিন কাদের চৌধুরীর কি হবে৷ কারণ সাফাই সাক্ষী দিবেন সালমান এফ. রহমান৷''
গোলাম আযমের শাস্তি, প্রাণহানি
যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷ তবে এই রায়ে সন্তুষ্ট নয় সাধারণ জনতা৷ এই নিয়ে সংঘর্ষে কয়েকজন প্রাণ হারিয়েছে৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
আমৃত্যু কারাদণ্ড
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে পাঁচ ধরনের অভিযোগই প্রমাণিত হয়েছে – একথা উল্লেখ করে সোমবার (১৫.০৭.১৩) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, ‘‘তার অপরাধ মৃত্যুদণ্ডের৷ তবে আযমের বয়স এবং অসুস্থতার কথা বিবেচনা করে তাকে আমৃত্যু কারাগারে রাখার জন্য ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে৷’’
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
মুক্তিযুদ্ধ
১৯৭১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ৷ আন্তর্জাতিক মহল মনে করে, সেই যুদ্ধে তিন থেকে পাঁচ লাখ প্রাণহানি হয়৷ তবে বাংলাদেশের দাবি, মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ৩০ লাখ এবং সেসময় পাকিস্তানি সেনাবাহিনী দুই লাখের মতো বাংলাদেশি নারীকে ধর্ষণ করেছিল৷
ছবি: AP
সন্ত্রাসী সংগঠন ‘‘জামায়াতে ইসলামী’’
গোলাম আযমের বিরুদ্ধে সোমবার দেওয়া রায়ে তার দল জামায়াতে ইসলামীকে ‘‘সন্ত্রাসী সংগঠন’’ হিসেবে চিহ্নিত করেছে আদালত৷ রায়ে বলা হয়েছে, ‘‘গোলাম আযম একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে এই সংগঠনের প্রধান ছিলেন৷ তার নির্দেশে এবং পরিকল্পনাতেই একাত্তরে বাংলাদেশে হত্যা, ধর্ষণ এবং লুটতরাজসহ মানবতাবিরোধী অপরাধগুলি সংঘটিত হয়৷’’
ছবি: picture-alliance/dpa
‘‘তার মৃত্যুদণ্ডই প্রাপ্য ছিল’’
এই রায়ের প্রতিক্রিয়ায় অধ্যাপক মুনতাসির মামুন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আদালত বলেছে তার অপরাধ মৃত্যুদণ্ডের৷ তাই তার মৃত্যুদণ্ডই প্রাপ্য ছিল৷’’ অন্যদিকে বীরাঙ্গনা ফেরদৌসি প্রিয়ভাষিনী রায় শুনে পুরোপুরি হতাশ৷ তিনি বলেন, ‘‘মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নেই গোলাম আযমের জন্য৷’’
ছবি: picture-alliance/dpa
নিহত কমপক্ষে তিন
সোমবার (১৫.০৭.১৩) গোলাম আযমের বিরুদ্ধে রায় ঘোষণার দিন স্থানীয় সময় বিকেল ছয়টা পর্যন্ত কমপক্ষে তিন ব্যক্তি নিহত হয়েছে৷ বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের বরাতে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ‘‘কুষ্টিয়ায় রাস্তা ব্লক করার চেষ্টার সময় গণপিটুনিতে প্রাণ হারায় দুই জামায়াতে ইসলামী কর্মী৷ এছাড়া চাপাইনবাবগঞ্জে সরকারি নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় আরেক ব্যক্তি৷’’ (ফাইল ফটো)
ছবি: Reuters
সন্তুষ্ট আওয়ামী লীগ
গোলাম আযমের ৯০ বছর কারাদণ্ড হওয়ায় ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সন্তুষ্টি প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ‘‘সরকার এই রায়ে সন্তুষ্ট৷ আদালত স্বাধীনভাবে রায় দিয়েছে৷’’
ছবি: Harun Ur Rashid Swapan
আপিলের ঘোষণা
তবে গোলাম আযমের আইনজীবীদের একজন তাজুল ইসলাম ডয়চে ভেলেকে বলেছেন, এই রায় ন্যায়ভ্রষ্ট এবং আবেগতাড়িত৷ তাই এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন৷ আদালতের রায়ে একাত্তরে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন বলারও সমালোচনা করেছেন তাজুল ইসলাম৷ তিনি বলেন, ‘‘আদালত তার আওতার বাইরে গিয়ে এই মন্তব্য করেছে৷’’
ছবি: Harun Ur Rashid Swapan
সজাগ গণজাগরণ মঞ্চ
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা শাহবাগ গণজাগরণ মঞ্চ গোলাম আযমের বিপক্ষে দেওয়া আদালতের রায় প্রত্যাখ্যান করেছে৷ তাদের দাবি, গোলাম আযমকে ফাঁসি দিতে হবে৷ এই দাবি নিয়ে সোমবার আবারো শাহবাগে সমাবেত হয়েছেন অনেকে৷
ছবি: picture-alliance/dpa
ফেসবুকে প্রতিবাদের ঝড়
গোলাম আযমের বিরুদ্ধে রায় ঘোষণার পর প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে৷ প্রতিবাদ গোলাম আযমের শাস্তি হওয়ায় নয়, বরং তার ফাঁসির আদেশ না হওয়ায়৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় রায়ের প্রতিক্রিয়ায় আহসান টিটু লিখেছেন, ‘‘এক কথায় খুশি না! ফাঁসি চাই৷’’
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
বিতর্কিত ট্রাইব্যুনাল
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১০ সালে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে৷ তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিরোধী দল বিএনপি মনে করে, সরকার বিরোধী দলকে দুর্বল করতে এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছে৷ আন্তর্জাতিক পর্যায়েও এই ট্রাইব্যুনাল নিয়ে বিতর্ক রয়েছে৷
ছবি: AP
10 ছবি1 | 10
সাংবাদিক গোলাম মোর্তোজা ফেসবুকে লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় জামায়াত নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাকের আঁতাতের ফলাফল এই রায়৷'' লন্ডনে অবস্থানরত ব্লগার নিঝুম মজুমদারও একই দিকে ইঙ্গিত করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘আরেকবার শাহবাগ জাগবে তারপর সেই রেশ ধরে লক্ষ লক্ষ লোক সেখানে যাবে এবং সরকারের জনপ্রিয়তা বাড়বে৷ এই তো প্ল্যান? নাকি মার্কিন অ্যাম্বাসেডরের বাসার মিটিং-এর ফলাফল এটা? নাকি মীর কাশিম টাকার গুদাম খুলে দিয়েছে? কোনটা? যেটাই হোক না কেন, কাজটা ভালো হোলো না৷''
এদিকে, এই রায় প্রত্যাখ্যান করে সবাইকে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ৷ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত এই গোষ্ঠী তাদের ফেসবুক পাতায় লিখেছে, ‘‘সবাই শাহবাগ আসেন৷ ৩০ লক্ষ শহিদের রক্তের ঋণ দরকার হইলে তিন কোটি মানুষ জীবন দিয়ে শুধবো৷'' আল-আমিন কবির এই বিষয়ে লিখেছেন, ‘‘বন্ধুরা ফেইসবুকে পোস্ট দিয়ে শাহবাগে যাওয়ার আহ্বান জানাইতেছে৷ প্রশ্ন হচ্ছে, কেন শাহবাগে যাবো? কাদের কাছে বিচার চাইতে যাবো?''
ডয়চে ভেলের ফেসবুক পাতায় অমিত ইমতিয়াজ এই বিষয়ে লিখেছেন, ‘‘পাঁচটি মামলায় ৯০ বছরের জেল৷ ওনার নয় মাসও জেলে থাকতে হবে না৷ বিএনপি ক্ষমতায় আসলে ৯০ দিনের আগেই ছাড়া পাবে৷ এই রায় মেনে নেওয়া যায় না৷''
তবে আব্দুল্লাহ আল কাফি নামক এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘‘প্রজন্মের পর প্রজন্মকে শেখানো হতো গোলাম আযম একজন রাজাকার৷ আজকের রায়ের মাধ্যমে আদালত নিজে মুখে স্বীকার করেছে, গোলাম আযম ৭১-এ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো অপরাধের সাথে জড়িত নয়৷ রায় যাই হোক না কেনো আদালত নিজে সাক্ষ দিয়েছে গোলাম আযম যুদ্ধাপরাধী/রাজাকার নয়৷''
উল্লেখ্য, ঢাকার বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে বিভিন্ন অপরাধে মোট ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে৷ এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন গোলাম আযমের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক৷