1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গোল্ডেন বেয়ার’ পেল তুর্কি ছবি ‘বাল’

২১ ফেব্রুয়ারি ২০১০

রাজনৈতিক থ্রিলার ‘দ্য গোস্ট রাইটার’ এর জন্য রোমান পোলানস্কি পেলেন শ্রেষ্ঠ পরিচালকের পদক৷ এদিকে, ৬০তম বার্লিন চলচ্চিত্র উৎসবের বিচারকদের বিবেচনায় শীর্ষ পুরস্কার ‘গোল্ডেন বেয়ার' পেল তুরস্কের পারিবারিক নাটক ‘বাল’৷

বার্লিনালে‘র পুরস্কারের সমাহারছবি: picture alliance / dpa

বার্লিনে পোলানস্কির জয়জয়কার সত্ত্বেও বেআইনি যৌনতার অভিযোগে সুইজারল্যান্ডে নিজের ছোট কুটিরে গৃহবন্দি থাকায় উৎসবে অনুপস্থিত তিনি৷ ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে ১৩ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে যৌনতার অভিযোগে এই দশা তাঁর৷ বিচারে দোষী সাব্যস্ত হলে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হতে পারে পোলানস্কিকে৷ পোলানস্কির পক্ষে ‘সিলভার বেয়ার' পুরস্কারটি গ্রহণ করেছেন ঐ ছবির প্রযোজক অ্যালেন সারডে৷ সারডে বলেন, ‘‘আমি নিশ্চিত যে, রোমান খুবই খুশি হবেন৷'' ‘‘অবশ্য আমি যখন তাঁর জন্য আক্ষেপ করছিলাম যে, তিনি আমাদের সাথে এই উৎসবে থাকছেন না, তখন তিনি বলেছিলেন, আমি যেতে পারলেও ঐ উৎসবে যেতাম না কারণ আমি এরকমই একটি উৎসবে পুরস্কার নিতে গিয়েই কারাগারে নিক্ষিপ্ত হয়েছি,'' জানান সারডে৷

‘দ্য গোস্ট রাইটার’ এর একটি দৃশ্যছবি: Berlinale

বার্লিনে অনুষ্ঠিত ১১ দিনের এ উৎসবই এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ বলিউডের শাহরুখ খান থেকে শুরু করে বিশ্বের নামিদামি তারকারা হাজির হয়েছিলেন এই উৎসবে৷ কলকাতার ম্যাক্স ম্যুলার ভবনের শীর্ষস্থানীয় কর্মকর্তা রাজু রমন এই বছরের ‘গোল্ডেন বেয়ার' পদক জয়ী ছবি ‘বাল' সম্পর্কে বলেন, ‘‘‘বাল' ছবিটা যেটা বার্লিনালে‘তে গোল্ডেন বেয়ার পেয়েছে, সেটার ইংরেজি নাম ‘হানি'৷ অনেকদিন বাদে এমন একটা ছবি দেখলাম৷ আজকাল এমন একটা প্রবণতা হয়ে গেছে যে, হলিউডকে নকল করা ফাস্ট পেস ছবি৷ তার মধ্যে একটা খুব ধীরে সুস্থ পেসের একটা ছবি, একটা কাব্যিক ব্যাপার ছবির মধ্যে দেখতে পারলাম৷ বাবা-ছেলের গল্প৷ ছেলের কিছুটা মুদ্রাদোষ আছে এবং সে তার ট্রমার মধ্য দিয়ে এগুচ্ছে৷ মৌচাকে মধু সংগ্রহ করতে যাবেন বাবা৷ সে গাছ থেকে পড়ে গেছে৷ যেমন সুন্দরভাবে শুরু করল, ঠিক তেমনিভাবেই শেষ করল ছবিটা৷ আমার মনে হয়, বহুদিন বাদে এমন একটা লিরিক্যাল, কাব্যিক ছবি দেখতে পেয়েছি৷ আমি খুবই খুশি হয়েছি যে, এই ছবিটা গোল্ডেন বেয়ার পেয়েছে৷''

‘বাল’ ছবির একটি দৃশ্যে সাত বছরের শিশু তারকাছবি: Internationale Filmfestspiele Berlin
আনুষ্ঠানিক সমাপনীর পথে এ বছরের বৃহত্তম চলচ্চিত্র উৎসবছবি: AP

এই বছর রানার-আপ পদকটি পেয়েছে রোমানিয়ার ‘ইফ আই ওয়ান্ট টু হুইসেল, আই হুইসেল'৷ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে যৌথভাবে ‘সিলভার বেয়ার' পদক পেলেন রুশ নাটক ‘হাউ আই এন্ডেড দিস সামার' এর গ্রিগরি ডব্রিগিন এবং সের্গেই পুসকেপালিস৷ একই নাটকের ক্যামেরাম্যান পাভেল কস্টোমারভ শ্রেষ্ঠ শৈল্পিক অর্জনের জন্য পেয়েছেন ‘সিলভার বেয়ার'৷ অন্যদিকে, যুদ্ধ বিরোধী নাটক ‘ক্যাটারপিলার'-এ অভিনয়ের জন্য জাপানের শিনোবু টেরাজিমা পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার৷ আজ রবিবার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে ৬০তম বার্লিন চলচ্চিত্র উৎসব বার্লিনালে‘র৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ