1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ চারে বায়ার্ন ও আটলেটিকো

৯ এপ্রিল ২০১৪

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছাতে বুধবার মাঠে নামছে চার দল৷ নিজেদের মাঠে পাওয়া ১-১ গোলের ড্র নিয়ে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়ানৎস আরেনায় দ্বিতীয় লেগ লেখতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড৷

Champions League Finale 2013 Robben Pokal
ছবি: picture alliance/augenklick

ক্যাম্প ন্যুতে বার্সেলোনা ও আটলেটিকো মাদ্রিদের প্রথম লেগের ম্যাচটিও শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়৷ বুধবার তাদের দেখা হচ্ছে আটলেটিকোর মাঠ ভিনসেন্তে কালদেরনে৷

আগের লেগে সমতা থাকায় বুধবার যারাই জিতবে, তারা পৌঁছে যাবে সেমিতে৷ অবশ্য গোলশূন্য ড্র হলেও বায়ার্ন আর আটলেটিকোর শেষ চার আটকাবে না৷

আর না জিতেও সেমিতে যেতে হলে ম্যান ইউ আর বার্সেলোনাকে অন্তত ২-২ গোলে ড্র করতে হবে, কারণ প্রতিপক্ষের মাঠে বেশি গোল দেয়ার হিসাবে এগিয়ে থাকবে তারাই৷

আর প্রথম লেগের মতো দুটি ম্যাচই যদি ১-১ সমতায় শেষ হয়, তাহলে খেলা গড়াবে টাইব্রেকারে৷

গত মৌসুমের ‘ট্রেবল'জয়ী বায়ার্ন মিউনিখকে নিজেদের মাঠে খেলতে হচ্ছে মাঝমাঠের বড় ভরসা শোয়াইনস্টাইগারকে ছাড়াই৷ ওল্ড ট্র্যাফোর্ডে ড্র ম্যাচে লাল কার্ড দেখে এই ম্যাচে নিষিদ্ধ তিনি৷

তারপরও আক্রমণাত্মক খেলে জয় দিয়েই শেষ চারে পৌঁছানোর আশা করছেন দলটির সেন্ট্রাল ডিফেন্ডার দান্তে৷

‘‘আমাদের জয়ের জন্যই খেলতে হবে৷ গোলশূন্য ড্রয়ের আশায় থাকলে আমরা হেরেও যেতে পারি৷''

অবশ্য আলিয়ানৎস আরেনায় সবশেষ চার ম্যাচে কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে জয় পায়নি জার্মান দলটি৷

২০১২-এর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে বায়ার্নকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি৷ সেই ইতিহাস এবার স্বপ্ন দেখাচ্ছে ইউনাইটেডকে৷ এই ইংলিশ দলের ফরাসি ডিফেন্ডার পাট্রিস এভরা সবাইকে সেই ইতিহাসই মনে করিয়ে দিচ্ছেন৷

আটলেটিকোকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পৌঁছাতে হলে মুছে ফেলতে হবে চার দশকের ব্যর্থতার ইতিহাস৷ সেই ১৯৭৪ সালের পর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের শেষ চারে কখনই পৌঁছাতে পারেনি স্প্যানিশ দলটি৷

নিজেদের মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে চায় আটলেটিকো৷ সমর্থকরাও আশা করছেন, আগের ম্যাচে চোট পাওয়া স্ট্রাইকার ডিয়েগো কস্টা বুধবারই মাঠে ফিরতে পারবেন৷

অন্যদিকে বার্সেলোনা মুখিয়ে আছে টানা সপ্তমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পৌঁছানোর জন্য৷ ইতিহাসও ঝুঁকে আছে তাদের দিকে৷

সব ধরনের টুর্নামেন্টে বার্সেলোনা ও আটলেটিকো মাদ্রিদের এ পর্যন্ত দেখা হয়েছ ১০৫ বার, যার মধ্যে ৬০ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা৷ আটলেটিকো জিতেছে ১৯টি ম্যাচ, বাকি ২৬টি ড্র হয়েছে৷

জেকে/এসবি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ