1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালোটা দেখছেন কর্তারা

ইওশা ভেবার / জেডএইচ১৭ জুলাই ২০১৩

আগামী মাসেই মস্কোতে বসতে যাচ্ছে অ্যাথলেটিক্সের বিশ্বকাপ৷ তাতে জ্যামাইকার ইউসাইন বোল্ট আর মার্কিন টাইসন গে-র মধ্যে ১০০ মিটারের একটা উত্তেজনাকর দৌড়ের অপেক্ষায় ছিল বিশ্ববাসী৷ কিন্তু হায়!

epa03775619 Tyson Gay (C) of the USA and Asafa Powell (R) from Jamaica compete during the mens 100 m race at the Athletissima IAAF Diamond League athletics meeting in the Stade Olympique de la Pontaise in Lausanne, Switzerland, 04 July 2013. EPA/PETER KLAUNZER +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

টাইসন গে নিজেই জানিয়েছেন ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কথা এবং তারপরই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি৷ অথচ চলতি বছরে ১০০ মিটারে সবচেয়ে ভালো টাইমিংটা ছিল তাঁরই৷ মাত্র সপ্তাহ দুয়েক আগে তিনি মস্কোর চ্যাম্পিয়নশিপে সাফল্যের আশার কথা জানিয়েছিলেন৷

কেন তিনি পজিটিভ হলেন? উত্তরটাও টাইসন নিজেই দিয়েছেন৷ ‘‘একজনকে বিশ্বাস করেছিলাম, সে আমাকে ডুবিয়েছে,'' বলেছেন গে৷

আসাফা পাওয়েল (বামে)ছবি: picture alliance / AP Photo

টাইসন গে যেদিন পজিটিভ হওয়ার কথা জানান, তার কয়েক ঘণ্টা পরই আরেকটা খবর আসে জ্যামাইকা থেকে৷ সেটা ১০০ মিটারের সাবেক বিশ্বরেকর্ডধারী আসাফা পাওয়েলের পজিটিভ হওয়ার খবর৷ গতমাসে জ্যামাইকান চ্যাম্পিয়নশিপ চলার সময় ডোপটেস্ট দিয়েছিলেন পাওয়েল৷ আর তাতেই পজিটিভ হয়েছেন তিনি৷

তবে পাওয়েলের এজেন্ট পল ডোয়েল ডোপটেস্টে এই ব্যর্থতার জন্য পাওয়েলের ক্যানাডীয় প্রশিক্ষককে দায়ী করেছেন৷ নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডোয়েল বলেন, ‘‘ট্রেনার ক্রিস্টোফার জুরেব ইনজেকশান আর শক্তিবর্ধক ওষুধ দিয়েছিলেন যে কারণে পাওয়েল টেস্টে পজিটিভ হন৷''

ভাল দেখছেন কর্মকর্তারা

একইদিনে দুই মহা তারকার এমন খবরে সমর্থকরা ছাড়াও হতাশ হয়েছেন বিশ্ব অ্যাথলেটিক্স এর শীর্ষ কর্তাব্যক্তিরাও৷ তবে তারা এর একটা ভালো দিক খুঁজে নিচ্ছেন৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগে বলেছেন, ‘‘আমি একইসাথে অবাক ও হতাশ হয়েছি৷ তবে এই ভেবে সান্ত্বনা পাচ্ছি যে ডোপিং বন্ধে আমাদের নেয়া পদক্ষেপগুলো ভালো কাজ করছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ