1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোচারণ নাকি ম্যানগ্রোভ?

২৭ এপ্রিল ২০১৭

পানামার ম্যানগ্রোভ অরণ্যগুলোর বিপদ ঘনিয়েছে পরিবেশের দরুণ নয়৷ এখানকার মানুষজন গরু পোষেন আর গরুর চামড়া ‘ডাই' বা রং করার প্রিয় উপাদান হলো ম্যানগ্রোভ গাছের ছাল৷ তাও ধারাবদলের চেষ্টা চলেছে৷

Mangrovenwald in Australien
ছবি: picture-alliance/dpa/ZMT

পানামার দক্ষিণ উপকূলে চিরিকি প্রদেশ৷ সেখানকার ম্যানগ্রোভ ফরেস্ট বা শ্বাসমূল অরণ্য গ্রামগুলিকে সাগরের বান থেকে রক্ষা করে; ম্যানগ্রোভ শিকড়ের ফাঁকে-ফোকরে বহু প্রাণী বাস করে৷ আর তা থেকে এখানকার বাসিন্দাদেরও কিছুটা রোজগার হয়৷ যেমন রোবের্তো মারিয়ানো ও তাঁর ১২ সদস্যের পরিবারের দিন চলে এই ম্যানগ্রোভ এলাকার খালে-বিলে মাছ ধরে৷

কিন্তু পানামার ম্যানগ্রোভ অরণ্য বিগত কয়েক দশকের মধ্যে অতিরিক্ত কাঠ কাটার ফলে অর্ধেক হয়ে দাঁড়িয়েছে৷ রোবের্তো বলেন, ‘‘ওরা কাছেই একটা মোটরওয়ে তৈরি করেছে৷ তার ফলে অনেক তেল নদীতে এসে পড়েছে৷ ফলে আগে এখানে যত ঝিনুক ছিল, তার অনেকটাই ধ্বংস হয়েছে৷ কাঁকড়া আর চিংড়ির মতো অন্যান্য ছোট ছোট প্রাণীও বিপন্ন৷ আমার ছেলেবেলায় এই এলাকাটা ঝিনুকে ভর্তি ছিল; এখন তার সবই উধাও হয়েছে৷''

অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে চান না তারা৷ ম্যানগ্রোভগুলো যেন অক্ষত থাকে, সেজন্য এখানে অনেকেই সচেষ্ট – যেমন রোবের্তো মারিয়ানোর দশ বছর বয়সের মেয়ে সিলভিয়া৷ সিলভিয়া বলল, ‘‘কাঠ কাটা ও ম্যানগ্রোভ নোংরা করা উচিত নয়৷''

বাঁচানোর চেষ্টা

পানামার জলাভূমি অঞ্চলকে বাঁচানোর একটি প্রকল্পে অংশ নিচ্ছে সিলভিয়া৷ সে আর তার স্কুলের সাথীরা মিলে ‘তরুণ ম্যানগ্রোভরক্ষী'-দের একটি দল গড়ে তুলেছে৷ দিনে দু'বার করে তারা হ্রদ থেকে জল তুলে নিয়ে যায় খাড়া ঢাল বেয়ে৷ এই জল দিয়ে স্কুলের কম্পাউন্ডে ম্যানগ্রোভের চারা বড় করছে তারা৷ এই শিশুরা তাদের অবসরসময়ে একটা নার্সারি গড়ে তুলেছে আর সপ্তাহের পর সপ্তাহ ধরে ম্যানগ্রোভ চারাগুলোর যত্ন নিচ্ছে৷

নীচের জলাভূমিতে পানামার পরিবেশ মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদরা প্রকল্পের আরেকটা গুরুত্বপূর্ণ দিকের উপর নজর রাখছেন৷ জলাভূমি কতটা কার্বন ডাই-অক্সাইড শুষে নেয়, সেটা তারা মেপে দেখছেন৷ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে যে, এ ব্যাপারে ম্যানগ্রোভ অরণ্য খুবই কার্যকরি: ম্যানগ্রোভ অরণ্য সাধারণ গাছগাছালির চেয়ে পাঁচগুণ বেশি কার্বন ডাই-অক্সাইড শুষে নিতে পারে৷

পানামার পরিবেশ মন্ত্রণালয়ের রোসিলেনা লিন্দো বললেন, ‘‘আমরা জানতে চেয়েছিলাম, এখানকার ম্যানগ্রোভগুলো ঠিক কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে পারে আর তা আর কত বেশি হতে পারে৷ তা থেকে আমরা জানতে পারব, জলবায়ু সুরক্ষায় পানামা কতটা অবদান রাখতে পারে৷ সেজন্যই আমরা এই কাজ করছি৷''

‘কাস্কারেরোস'

জাতিসংঘের সহযোগিতায় পানামা সরকার একটি নির্দেশাবলী সৃষ্টি করছে, যার লক্ষ্য হবে, দেশটি যাতে জলবায়ু সংরক্ষণের ক্ষেত্রে তার আন্তর্জাতিক বিধিবদ্ধতা পূরণ করতে পারে, তার ব্যবস্থা করা৷ এক্ষেত্রে মূল বাধা হলো গো-পালন৷ বাসিন্দারা বন কেটে চারণভূমি সৃষ্টি করেন৷ গরুর চামড়া রং করার জন্য এই ‘কাস্কারেরোস' আবার ম্যানগ্রোভ গাছের ছাল ব্যবহার করেন৷

রঞ্জনকার্য সমিতির প্রধান আরিস তেহেইরা বললেন, ‘‘হ্যাঁ, কাস্কারেরোস হিসেবে আমাদের ম্যানগ্রোভ গাছের ছালের প্রয়োজন পড়ে৷ যুগপৎ আমরা ম্যানগ্রোভ অরণ্যের পুনর্বনানীকরণে প্রতিবছর সাহায্য করছি৷ ২০১৪ সালে আমরা লাহাস হ্রদে ৩০,০০০ চারা পুঁতেছি, ২০১৫ সালে পুঁতেছি ন'হাজার চারা আর গতবছর পাঁচ হাজার৷''

কাস্কারেরোদের কয়েকজনকে মৌমাছি পুষতে শেখানো হচ্ছে৷ মধু বেচেও বাড়তি রোজগার হওয়ার আশা আছে, যদিও প্রকল্পের এই অংশ সবে শুরু হয়েছে৷ চামড়া রং করার পরিবর্তে মধু বেচে একই পরিমাণ রোজগার করার আশা কম৷ তেহেইরা বললেন, ‘‘মানুষজন চামড়ার উৎপাদন আর সেই চামড়া ছোপানোর জন্য ম্যানগ্রোভ গাছের ছালের উপর বিশেষভাবে নির্ভর করে৷ এ অঞ্চলের প্রায় ১,০০০ পরিবারের জীবিকা আসে ঐ কাজ থেকে৷ এদেশে চামড়ার চাহিদা অনেক৷''

এলাকায় চামড়ার ব্যবসা বেশ ভালো শিকড় গেড়েছে৷ ম্যানগ্রোভ গাছের ছাল দিয়ে ঐ চামড়া রং করা হয়৷ গাছের ছাল গুঁড়ো করে চৌবাচ্চার জলে মেশানো হয়, যা থেকে কাঁচা চামড়ায় লালচে রং ধরে৷ এই ছোট্ট কারখানাটি থেকে সপ্তাহে হাজার দেড়েক মার্কিন ডলার মুনাফা হয়৷

ক্রিস্টোফার স্প্রিংগেট/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ