1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোপনীয়তা রক্ষা

২৩ ফেব্রুয়ারি ২০১২

ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় একটি নতুন প্রস্তাব এনেছে হোয়াইট হাউস৷ খুব সহজেই যাতে একজন ব্যবহারকারী নিজের গোপনীয়তা রক্ষা করতে পারেন, সেজন্য এক ‘ওয়ান ক্লিক’ সমাধান চালু করার চেষ্টা চলছে৷

অনলাইনে ব্যক্তিগত নিরাপত্তা বা তথ্য সুরক্ষার বিষয়টি নিয়ে প্রতিনিয়তই আলোচনা হচ্ছে৷ সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা যেসব বিষয় ইন্টারনেটে খোঁজ করে কিংবা যেসব বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে, সেগুলো অনেক সার্চ ইঞ্জিন গোপনে সংরক্ষণ করে৷ এরপর ভোক্তার এসব পছন্দ-অপছন্দের বিষয় মাথায় রেখে সাজানো হয় অনলাইন বিজ্ঞাপন৷ দেখা গেল, আপনি গুগলে গাড়ি কেনার জন্য কিছু বিষয় খুঁজলেন৷ এরপর দেখবেন, আপনি অন্য কোন ওয়েবসাইটে ভিজিট করলে, সেখানে যেসব বিজ্ঞাপনের ব্যানার ঝুলছে, সেগুলোতে গাড়ির বিজ্ঞাপন৷ অনেক সময় আপনার মেলবক্সেও হাজির হয় গাড়ির বিভিন্ন বিজ্ঞাপন৷

অনেক হয়ত এসব বিষয়কে কাকতালীয় মনে করেন৷ কিন্তু পেছনে আসলে পুরোটাই ইন্টারনেট প্রযুক্তির খেলা৷ আপনি যখন কোন বিষয় কোন সার্চ ইঞ্জিনে খুঁজছেন, তখন সেই সার্চ ইঞ্জিন আপনার পছন্দের বিষয়গুলোকে জমা করছে৷ এরপর সেই অনুযায়ী, বিজ্ঞাপন প্রদর্শন হচ্ছে অন্যান্য ওয়েবসাইটে৷

অনেকেই মনে করেন, সার্চ ইঞ্জিন গুগল কিংবা ফেসবুকের মত সাইটগুলো এভাবেই ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়গুলো জমা করছে৷ এটা আসলে ভোক্তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সামিল, বিশেষ করে যখন ব্যবহারকারীর অগোচরেই এমনটা করা হয়৷

হোয়াইট হাউসের পরিকল্পনা হচ্ছে, ইন্টারনেট ব্রাউজারে একটি অপশন যোগ করা, যেখানে একজন ইন্টারনেট ব্যবহারকারী এক ক্লিকেই জানাতে পারবেন, যে তার পছন্দ-অপছন্দের বিষয়াদি সার্চ ইঞ্জিন বা অন্য কোন সাইট জমা রাখতে পারবে কিনা৷ তিনি যদি তা না চান, তবে সেই তথ্য কোনভাবেই আর ব্যবহার করা যাবে না৷ গুগল, ইয়াহু, মাইক্রোসফট এবং এওএল'এর মত সাইটগুলো হোয়াইট হাউসের এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছে৷

শুধু তথ্য জমা রাখার ব্যাপারই নয়, ইন্টারনেটভিত্তিক ভোক্তারা যাতে কোন ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে প্রকাশের পর সেটি সংশোধন করতে পারেন, সেই বিষয়টিও নিশ্চিত করতে চায় হোয়াইট হাউস৷ তাছাড়া ভোক্তা কোন প্রেক্ষাপটে কি ধরনের তথ্য প্রকাশ করছেন এবং সেই তথ্য যেন শুধু ভোক্তার পছন্দের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, সেটিও নিশ্চিত করবে হোয়াইট হাউসের পরিকল্পনা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ