1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জরিমানা দিচ্ছে গুগল

১০ আগস্ট ২০১২

অ্যাপলের সাফারি ব্রাউজারের সেটিংস এড়িয়ে গোপনে ব্যবহারকারীর তথ্য সংগ্রহের অভিযোগ থেকে রেহাই পেতে ২২.৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদানে সম্মত হয়েছে গুগল৷ মার্কিন ফেডারেল ট্রেড কমিশন জানিয়েছে এই তথ্য৷

ছবি: picture-alliance/dpa

ইন্টারনেট ব্যবহারকারীদের পছন্দ, অপছন্দের বিষয়াদি জানতে সবসময়ই তৎপর থাকে বিভিন্ন ওয়েবসাইট৷ বিশেষ করে একজন ব্যবহারকারী ইন্টারনেটে কোন বিষয়ে খোঁজ করছেন, তা সুনির্দিষ্টভাবে জানাটা গুগল কিংবা ফেসবুকের জন্য লাভজনক৷ তখন সে অনুযায়ী, বিজ্ঞাপন সাজানো যায় কিংবা বিভিন্ন তথ্য পরিবেশন করা যায়৷ অনেক ওয়েবসাইটই এই কাজটি ইন্টারনেট ব্যবহারকারীদেরকে জানিয়ে করে থাকে৷

কোনো ইন্টারনেট ব্যবহারকারী যদি নিজের ব্যক্তিগত পছন্দ, অপছন্দের বিষয়াদি জানাতে না চান তাহলে ইন্টারনেট ব্রাউজারের সেটিংস পরিবর্তন করে সেটা বন্ধ করে রাখা যায়৷ সেক্ষেত্রে ‘কুকিস' নামক কম্পিউটার কোড ব্যবহার করে ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারবে না৷

জরিমানা প্রদান করায় গুগল অপরাধ স্বীকারের জটিলতা থেকে মুক্তি পাবেছবি: picture-alliance/dpa

কিন্তু গুগল ব্যবহারকারীর ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে অন্যায়ভাবে তাদের ব্যক্তিগত আগ্রহের বিষয়াদি জমা করেছে৷ সুনির্দিষ্টভাবে, অ্যাপল আইফোন এবং আইপ্যাডে ব্যবহৃত সাফারি ব্রাউজারের সিটিংস এড়িয়ে গিয়ে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে ওয়েবসাইটটি৷ মার্কিন ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসি'র তদন্তে এই বিষয়টি ধরা পড়েছে৷ অথচ গত বছরই এফটিসি ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় গুগল এবং ফেসবুকের সঙ্গে সম্মতির ভিত্তিতে একটি নির্দেশনা প্রকাশ করেছিল৷ কিন্তু এখন দেখা যাচ্ছে, গুগল সেটা মেনে চলেনি৷

যাহোক, বিষয়টির মিমাংসায় ২২.৫ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা প্রদানে সম্মত হয়েছে গুগল৷ যদিও এই অর্থ গুগলের জন্য এমন কোনো বড় বিষয় নয়৷ শুধুমাত্র চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গুগলের আয় ১২.২১ বিলিয়ন মার্কিন ডলার৷ অলাভজনক প্রতিষ্ঠান কনজিউমার ওয়াচডগ'এর গোপনীয়তা সুরক্ষা বিষয়ক প্রকল্পের পরিচালক জন সিম্পসন দাবি করেছেন, এফটিসি গুগলকে খুব কম অর্থের বিনিময়ে দায় এড়ানোর সুযোগ করে দিয়েছে৷ অথচ এর চেয়ে বেশি অর্থ সম্ভবত প্রতিষ্ঠানটি তার কর্মীদের দুপুরের খাবারের পেছনে ব্যয় করে৷

বলাবাহুল্য, এই জরিমানা প্রদান করায় গুগল অপরাধ স্বীকারের প্রক্রিয়া থেকে রেহাই পাবে৷ তবে সংস্থাটি সাফারি ব্রাউজারের সেটিংস এড়িয়ে ‘কুকুস' ব্যবহারের চর্চা থেকে বিরত থাকবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (রয়টার্স)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ