1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

গোপন তথ্য ফাঁসের মামলায় ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড

৩০ জানুয়ারি ২০২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের ভাইস প্রেসিডেন্টকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত৷ রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের মামলায় এই রায় দেয়া হয়েছে বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)৷

বামে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ডানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুজনই অভিযোগ অস্বীকার করেছেন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র সোমবার এএফপিকে বলেছেন, ‘‘সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআই এর ভাইস-প্রেসিডেন্ট কুরেশিকে ‘সাইফার' মামলায় ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷'' পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওযার এক সপ্তাহ আগে এই রায় দেয়া হলো৷

রায়ের প্রতিক্রিয়ায় পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহার খান বলেছেন, ‘‘আমরা এই রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবো৷'' এর আগে ইমরান খানকে দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল৷ কিন্তু ডিসেম্বরে উচ্চ আদালত দণ্ড স্থগিত করে তাকে জামিন দেয়৷

কিন্তু তার বিরুদ্ধে আরো মামলা থাকায় জেল থেকে মুক্ত হতে পারেননি তিনি৷

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল ইমরান খানকে৷ এরপর থেকেই নতুন সরকার তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনতে শুরু করে৷ ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি তারবার্তা ফাঁসের জন্য ইমরান ও তার দলের ভাইস-প্রেসিডেন্টকে দায়ী করে সরকার৷ দুজনই তা অস্বীকার করেছেন৷ ইমরান দাবি করেন, অন্য কোনো সূত্র থেকে গণমাধ্যমের কাছে রাষ্ট্রের গোপনীয় এই তথ্য ফাঁস হয়েছে৷

৭০ বছর বয়সি সাবেক এই ক্রিকেটারের অভিযোগ আসন্ন নির্বাচনে তাকে অংশ নেয়া থেকে বিরত রাখতেই তার বিরুদ্ধে মামলাগুলো করেছে সরকার৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেছেন৷

এফএস/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

গত আগস্টের প্রতিবেদনটি দেখুন...

ইমরান খানের দণ্ড নিয়ে যা বলছেন পাকিস্তানীরা

03:06

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ