গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷
বিজ্ঞাপন
দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যাহকে এ অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে বুধবার নিয়োগ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে৷
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩০ সেপ্টেম্বর উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন নাসিরউদ্দিন৷ তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভর্তি ফি, হল ভাড়া, ক্রেডিট ফি, চিকিৎসা ফি আদায় করেছে শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন৷
এসব নিয়ে ফেইসবুক পোস্টের জন্য গত ১১ সেপ্টেম্বর একটি দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও আইন বিভাগের এক শিক্ষার্থীকে সfময়িক বহিষ্কার করার পর উপাচার্য নাসিরের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা৷ এর মধ্যে ওই শিক্ষার্থী ও উপাচার্যের কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়, যেখানে ওই ছাত্রীকে বকাঝকা ও হুমকি-ধমকি দিতে শোনা যায় উপাচার্যকে৷ মেয়েটির বাবাকে নিয়েও তীর্যক মন্তব্য করেন তিনি৷
দলীয় ভিসিনামা
রাষ্ট্র ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের অনুসারী শিক্ষকরাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে নিয়োগ পেয়ে আসছেন৷ ফলে ক্ষমতাসীন দল ও তাদের ছাত্র সংগঠনের কণ্ঠই যেন ধ্বনিত হচ্ছে তাদের মুখে৷
ছবি: bdnews24.com
চাঁদার ‘ভাগবাটোয়ারায়’ ভিসি!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফান্ড থেকে চাঁদা নেওয়াসহ বেশ কিছু অভিযোগে পদ হারিয়েছেন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা৷ এই বিশ্ববিদ্যালয়ের ভিসি ফারজানা ইসলাম নিজেই এই চাঁদার টাকা ছাত্রলীগকে ভাগ করে দিয়েছেন বলে সংগঠনটির নেতারা দাবি করেছেন৷
ছবি: bdnews24.com
মারামারিতে ছাত্রকল্যাণের টাকা
গ্রামবাসীদের সঙ্গে মারামারির সময় ছাত্রদের আপ্যায়ন বাবদ ৪০ হাজার টাকা, মারামারিতে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের জন্য ১৮ হাজার ৩৬৫ টাকা এবং মারামারির মামলা পরিচালনায় এক ব্যক্তিকে দুই দফায় ৫০ হাজার টাকা দিয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিন৷
ছবি: bdnews24.com
অফিস করেন না তিনি
২০১৭ সালের ১ জুন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর থেকে উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ৬২৫ কার্যদিবসের মধ্যে মাত্র ১৬০ দিন ক্যাম্পাসে ছিলেন, বাকd ৪৬৫ দিন ক্যাম্পাসেই যাননি৷ জরুরি প্রয়োজনে ঢাকায় গিয়ে কাগজপত্রে তাঁর স্বাক্ষর নিতে হয়েছে৷
ছবি: bdnews24.com
ঢাবি ভিসির ত্রাতা ছাত্রলীগ
গত বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে অবরুদ্ধ করেন ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা৷ পরে ছাত্রলীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা এসে শিক্ষার্থীদের পিটিয়ে ভিসিকে উদ্ধার করেন৷ দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর চিত্রও এক৷
ছবি: bdnews24/A.M. Ove
সিনেট আছে, সিনেট নেই
সিনেট থেকে তিন সদস্যের ভিসি প্যানেল করে রাষ্ট্রপতির কাছে পাঠানোর বিধান থাকলেও ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ সময়ই তা মানা হয় না৷ ফলে সরকার তার পছন্দের ব্যক্তিকে ভিসি হিসেবে নিয়োগ দেয়৷
ছবি: bdnews24.com
তদন্তের মুখে ১৪ ভিসি
ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বরিশাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি, ইসলামিক আরবী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি, বেগম রোকেয়া, হাজী দানেশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করছে ইউজিসি৷
ছবি: bdnews24.com/S. Hossain
এটা লজ্জার
পৃথিবীর সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় জায়গা করতে পারেনি৷ বিশ্ববিদ্যালয়গুলোতে এখন দলীয় রাজনীতির চর্চা বেশি হওয়ায় দিন দিন সেগুলোর গবেষণা ও পড়ার মান কমে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে৷
ছবি: DW/M.M. Rahman
7 ছবি1 | 7
ওই অডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নাসিরউদ্দিনের সমালোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে আন্দোলন জোরদার হয়৷ বিক্ষোভের মুখে ১৮ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷
পরদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৪টি বিষয়ে আশ্বাস দেওয়া হলেও তাতে সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনসহ আন্দোলন অব্যাহত রাখেন৷ এই আন্দোলন ঠেকাতে ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন উপাচার্য৷ শিক্ষার্থীরা তার প্রতিবাদ করলে বহিরাগতরা তাদের উপর হামলা চালায়৷
পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে একটি তদন্ত কমিটি করে ইউজিসি৷ তদন্ত প্রতিবেদনে উপাচার্যের পদ থেকে নাসিরউদ্দিনকে সরানোর সুপারিশ করলে ২৯ সেপ্টেম্বর ক্যাম্পাস ছাড়েন তিনি, পরদিন পদত্যাগ করেন৷
নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বরিশাল, ইসলামিক আরবী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি, বেগম রোকেয়া, হাজী দানেশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে ইউজিসি৷ তবে এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এখনও শিক্ষা মন্ত্রণালয়ে জমা পড়েনি৷