1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোবর ছোড়াছুড়ি যখন উৎসব

১০ এপ্রিল ২০১৯

একে অন্যের দিকে দলা পাকানো গোবর ছুড়ছে মানুষ৷ ভারতের একটি গ্রামের এমন একটি উৎসবের ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

Nepal Diwali-Lichterfest
ছবি: Getty Images/AFP/P. Mathema

গ্রামবাসী দুই দলে বিভক্ত৷ দুই দিকেই আগে থেকে জড়ো করা প্রচুর দলা পাকানো গোবরের স্তূপ রয়েছে৷ নির্ধারিত সময়ে হাজারো মানুষ শুরু করলেন সেই গোবর ছোড়াছুড়ি, এক পক্ষ অন্য পক্ষের দিকে৷ চলল যতক্ষণ না গোবরের মজুদ শেষ হয়৷ এরপর নির্ধারিত হবে বিজয়ী দল৷ এটি ভারতের অন্ধ্র প্রদেশের কুর্নুল নামের একটি গ্রামের উৎসবের চিত্র৷ দক্ষিণ ভারতে নববর্ষ পালনের ঠিক পরের দিন এই উৎসবের আয়োজন করা হয়৷ যা এসেছে দেবি ভদ্রকলী ও দেবতা বীরভদ্রস্বামীর বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া পৌরাণিক এক কাহিনীর প্রেক্ষাপটে৷ গ্রামবাসীর বিশ্বাস এই উৎসবের মধ্য দিয়ে সুস্বাস্থ্য, সমৃদ্ধি আসবে এবং বৃষ্টি নামবে৷ গোবর ছোড়াছুড়ির দ্বন্দ্ব শেষে দুই পক্ষের মানুষ নিজেদের জড়িয়ে ধরে সেই কামনাই জানান৷

উৎসবটির বেশ কয়েকটি ভিডিও পাওয়া যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ ডেইলি মেল এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে তাদের ফেসবুক পেইজে৷ মাত্র ১৩ ঘণ্টায় সেটি ৫ লাখ ৬০ হাজার বারের বেশি দেখা হয়েছে৷

এফএস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ