1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোবিন্দার নাচে ঝড় তুলেছেন ‘ড্যান্সিং আঙ্কল'

৫ জুন ২০১৮

তিনি ইন্টারনেটে ঝড় তুলেছেন৷ বিয়েবাড়ির আসরে গানের তালে পা মিলিয়েছেন বলিউড নায়ক গোবিন্দার ধাঁচে৷ আর তাতেই ‘ড্যান্সিং আঙ্কল' ঢেউ তুলেছেন সোশ্যাল মিডিয়ায়৷  

Screenshot Youtube Video Tanzender Professor
ছবি: Youtube/NEWS UPDATE

আদতে সঞ্জীব শ্রীবাস্তব অধ্যাপক৷ ভাবা ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউটে তিনি ইলেকট্রনিকস পড়ান৷ কিন্তু এর বাইরেও তাঁর একটা পরিচয় হলো, তিনি নাচেও বেশ দক্ষ৷ বিয়েবাড়ির অনুষ্ঠানে তিনি নায়ক গোবিন্দার স্টাইলে জমিয়ে দিয়েছেন মঞ্চ৷ তবে সেটা আর কেবল বিয়েবাড়িতেই সীমাবদ্ধ নেই৷ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ রাতারাতি হয়েছে ভাইরাল৷

১৯৮৭ সালের ‘খুদগর্জ' সিনেমার গোবিন্দার কথা মনে পড়ে? ‘আপ কে আ যানে সে'গানের সঙ্গে তাঁর নাচের স্টেপ সে সময়ের দারুণ হিট৷ স্ত্রী অঞ্জলিকে পাশে নিয়ে সেই গানের তালেই অবিকল নেচেছেন এই প্রবীণ অধ্যাপক৷ ৫০ বছর বয়সে পৌঁছে তিনি আজও মনকে বুড়িয়ে যেতে দেননি৷ আর তাতেই মন্ত্রমুগ্ধ সোশ্যাল মিডিয়া৷ তিনি হয়ে গেছেন ‘ভাইরাল আঙ্কল' বা ‘ড্যান্সিং আঙ্কল'৷ অগুনতি ভক্ত টুইটারে তাঁর প্রাণশক্তি আর নাচের প্রশংসা করে চলেছে৷  

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে চুপ থাকতে পারেননি৷ সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন৷ মধ্যপ্রদেশের জল-হাওয়ার মধ্যেই একটা বিরল ব্যাপার আছে বলে তিনি মনে করেন৷ নইলে মধ্যপ্রদেশের বিদিশার বাসিন্দা ডাব্বু ওরফে সঞ্জীব এমন নাচতে পারলেন কী করে?

যে যা-ই বলুক, সঞ্জীব নিজে ভিডিও আপলোড করার কথা ভাবতেই পারেন না৷ তিনি নাচের ভক্ত৷ মা কৃতী নৃত্যশিল্পী ছিলেন৷ তাই নাচ তাঁর রক্তে৷ কিন্তু ফিল্ম লাইনে নেমে বা নাচকে কেরিয়ার করার সুযোগ তিনি পাননি৷ বরং তথাকথিত জটিল রসকষহীন ইলেকট্রনিকস তাঁর পেশা হয়ে গিয়েছে৷ বেড়ে গিয়েছে বয়সও৷  কিন্তু তাই বলে মনের বয়স তাঁর বাড়েনি৷ বিয়েবাড়িতে সুযোগ পেয়ে সেটাই দেখালেন৷ আর তাতেই এখন সারা দেশ ‘ডাব্বু আঙ্কল' বলে উল্লসিত৷ 

পিএস/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ