1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোলদাতা বনাম গোলরক্ষক

১৯ মার্চ ২০১৪

গোলদাতা না গোলরক্ষক? কে বেশি জনপ্রিয়? এ প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষের ভোটই কিন্তু পড়বে গোলদাতার কপালে৷ কিংবদন্তি ফুটবলার পেলের দেশ ব্রাজিলের কথাই ধরা যাক৷ সেখানেও গোলরক্ষকের চেয়ে গোলদাতারা বেশি জনপ্রিয়৷

ছবি: AFP/Getty Images

ব্রাজিলের শিশুরাও ফুটবল খেলার সময় গোলরক্ষক কে হবে তা নির্বাচন করতে ‘রক, সিজার, পেপার' খেলে, অথবা আকাশে পয়সা ছুড়ে দিয়ে বলে ‘হেড' কিংবা ‘টেইল'৷ অর্থাৎ এ বিষয়ে তাদের আগ্রহ একেবারেই কম৷ অথচ এই শিশুদের কাছেই যদি জানতে চাওয়া হয় তাদের ‘রোল মডেল' কে, তবে তারাও সেই গোলদাতাদের কথাই বলবে৷ এমনকি অভিভাবকরাও জানান যে, শিশুরা সাধারণত বল নিয়ে মাঠের মধ্যেই দৌড়াদৌড়ি করতে ভালোবাসে, ভালোবাসে খেলতে৷ কিন্তু জালের ভেতর থেকে গোল রক্ষা করাকে ভয় পায় তারা৷

পেলের এই জন্মভূমিতে বরাবরই গোলরক্ষকদের তুলনায় গোলদাতাদের পারিশ্রমিক বেশি৷ যাঁরা গোল রক্ষা করেন, তাঁদের চেয়ে যাঁরা গোল দেন অথবা গোল দেয়ার রাস্তা তৈরি করে দেন, যেমন যাঁরা ‘স্ট্রাইকার', তাঁদের প্রতি মনোযোগ সবার৷ তাই অনেকেই ভুলে যান কোন বিশ্বকাপে কে গোলরক্ষক ছিলেন এবং তাঁদের অবদান৷

বরাবরের নিয়ম মেনে ব্রাজিল দলে এবারও সবাচেয়ে বড় আকর্ষণ একজন ফরোয়ার্ডছবি: picture-alliance/dpa

এই যেমন, ২০০২ সালের বিশ্বকাপে ফাইনালে জার্মানির বিপক্ষে ২-০'তে জিতেছিল ব্রাজিল৷অথচ দুটি গোল রক্ষা করে সেই জয় ছিনিয়ে এনেছিলেন যে গোলরক্ষক মার্কোস, তাঁর কথা কারো মনে নেই৷ সবার মনে আছে রোনাল্ডো আর রিভাল্ডোর কথা৷ ঠিক তেমনি ১৯৭০ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের গোলরক্ষক ফেলিক্সের কথাও কারো মনে নেই৷ কিন্তু পেলে, গার্সন, রিভেলিনো এবং তোস্তাও-এর কথা ভোলেননি কেউ৷

এবারও তার ব্যতিক্রম নেই৷ নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজনে ব্যস্ত ব্রাজিল কর্তৃপক্ষ৷ জনগণের আশা এবারও তাদের দেশই জিতবে৷ কিন্তু তারা ভরসা করে আছেন নেইমার, অস্কারের মতো তারকা ফুটবলারদের উপর৷ অর্থাৎ একমাত্র কোনো ভুল করলেই হয়ত এবারে ব্রাজিল দলের গোলরক্ষক জুলিও সিজার সবার মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হবেন, অন্যথায় নয়৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ