1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোলদাতা বনাম গোলরক্ষক

১৯ মার্চ ২০১৪

গোলদাতা না গোলরক্ষক? কে বেশি জনপ্রিয়? এ প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষের ভোটই কিন্তু পড়বে গোলদাতার কপালে৷ কিংবদন্তি ফুটবলার পেলের দেশ ব্রাজিলের কথাই ধরা যাক৷ সেখানেও গোলরক্ষকের চেয়ে গোলদাতারা বেশি জনপ্রিয়৷

ছবি: AFP/Getty Images

ব্রাজিলের শিশুরাও ফুটবল খেলার সময় গোলরক্ষক কে হবে তা নির্বাচন করতে ‘রক, সিজার, পেপার' খেলে, অথবা আকাশে পয়সা ছুড়ে দিয়ে বলে ‘হেড' কিংবা ‘টেইল'৷ অর্থাৎ এ বিষয়ে তাদের আগ্রহ একেবারেই কম৷ অথচ এই শিশুদের কাছেই যদি জানতে চাওয়া হয় তাদের ‘রোল মডেল' কে, তবে তারাও সেই গোলদাতাদের কথাই বলবে৷ এমনকি অভিভাবকরাও জানান যে, শিশুরা সাধারণত বল নিয়ে মাঠের মধ্যেই দৌড়াদৌড়ি করতে ভালোবাসে, ভালোবাসে খেলতে৷ কিন্তু জালের ভেতর থেকে গোল রক্ষা করাকে ভয় পায় তারা৷

পেলের এই জন্মভূমিতে বরাবরই গোলরক্ষকদের তুলনায় গোলদাতাদের পারিশ্রমিক বেশি৷ যাঁরা গোল রক্ষা করেন, তাঁদের চেয়ে যাঁরা গোল দেন অথবা গোল দেয়ার রাস্তা তৈরি করে দেন, যেমন যাঁরা ‘স্ট্রাইকার', তাঁদের প্রতি মনোযোগ সবার৷ তাই অনেকেই ভুলে যান কোন বিশ্বকাপে কে গোলরক্ষক ছিলেন এবং তাঁদের অবদান৷

বরাবরের নিয়ম মেনে ব্রাজিল দলে এবারও সবাচেয়ে বড় আকর্ষণ একজন ফরোয়ার্ডছবি: picture-alliance/dpa

এই যেমন, ২০০২ সালের বিশ্বকাপে ফাইনালে জার্মানির বিপক্ষে ২-০'তে জিতেছিল ব্রাজিল৷অথচ দুটি গোল রক্ষা করে সেই জয় ছিনিয়ে এনেছিলেন যে গোলরক্ষক মার্কোস, তাঁর কথা কারো মনে নেই৷ সবার মনে আছে রোনাল্ডো আর রিভাল্ডোর কথা৷ ঠিক তেমনি ১৯৭০ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের গোলরক্ষক ফেলিক্সের কথাও কারো মনে নেই৷ কিন্তু পেলে, গার্সন, রিভেলিনো এবং তোস্তাও-এর কথা ভোলেননি কেউ৷

এবারও তার ব্যতিক্রম নেই৷ নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজনে ব্যস্ত ব্রাজিল কর্তৃপক্ষ৷ জনগণের আশা এবারও তাদের দেশই জিতবে৷ কিন্তু তারা ভরসা করে আছেন নেইমার, অস্কারের মতো তারকা ফুটবলারদের উপর৷ অর্থাৎ একমাত্র কোনো ভুল করলেই হয়ত এবারে ব্রাজিল দলের গোলরক্ষক জুলিও সিজার সবার মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হবেন, অন্যথায় নয়৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ