1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোলাম আযম

১৩ মে ২০১২

জামায়াতে ইসলামির সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল৷ তবে আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন গোলাম আযম৷ আগামি ৫ই জুন তার বিচার শুরু হবে৷

ছবি: Harun Ur Rashid Swapan

অভিযোগ

গোলাম আযমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আত্মসমর্পর্ণের নিদেশ দেন ৯ই জানুয়ারি৷ ১১ই জানুয়ারি তিনি আত্মসমর্পণ করলে তাকে জামিন না দিয়ে কারগারে পাঠানো হয়৷ রোবাবার গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুন্যাল৷ বিচারপতি নিজামুল হক নাসিম আদালতে মোট ১৯১ পৃষ্ঠার অভিযোগ পড়ে শোনান৷ আদালত একাত্তরে মানবতা বিরোধী পাঁচ ধরণের ১৬২টি অভিযোগের মধ্যে ১৬১টির অভিযোগ গঠন করেন৷ একাত্তরে গণহত্যার পরিকল্পনা, উস্কানি, হত্যা, নির্যাতন , প্ররোচনা ও অপরাধীদের সংঘবদ্ধ করা এই পাঁচ ধরনের অপরাধের কথা বলা হয়েছে৷ আগামি ৫ই জুন স্বাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হবে, যা সাংবাদিকদের জানান প্রসিকউশনের সদস্য এ্যাডভোকেট জেয়াদ আল মালুম৷

গোলাম আযমকে কারাগারে নেওয়া হচ্ছেছবি: Harun Ur Rashid Swapan

আত্মপক্ষ সমর্থন

গোলাম আযমের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দাবী করেন গোলাম আযম একাত্তরে এধরণের কোন অপরাধ করেননি৷ তিনি পাকিস্তানের সমর্থক ছিলেন৷ পাকিস্তান সমর্থন করা কোনভাবেই যুদ্ধাপরাধ হতে পারেনা৷ তিনি বলেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন আইন সম্মত হয়নি৷ অভিযোগ গঠনের আগে আদালত গোলাম আযমকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়৷ গোলাম আযম আদালতে বলেন, তিনি একাত্তরে কোন মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তিনি সম্পূর্ণ নির্দোষ৷ দালাল আইনের আওতায় তিনি যুদ্ধাপরাধের অভিযোগ থেকে ক্ষমা পেয়েছেন৷ ২০০১ সালের আগে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের কোন অভিযোগ ছিলনা৷ এরপর তিনি ও তার দল বিএনিপ'র সঙ্গে জোট বেঁধে নির্বাচন করলে তিনি রাজনৈতিক বৈরিতার শিকার হন৷

উল্লেখ্য গোলাম আযম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ দিকে বাংলাদেশ ছেড়ে চলে যান৷ সাত বছর পর ১৯৭৮ সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং জামায়াতের হাল ধরেন৷ মুক্তিযুদ্ধ চলাকালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামির আমির ছিলেন৷ একাত্তরের সময় জামায়াতে ইসলামি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ