1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোল্ডেন গ্লোব দিয়ে অস্কারের মরশুম শুরু

১৬ জানুয়ারি ২০১২

২০১২ সালে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল একটি নির্বাক চিত্র: দ্য আর্টিস্ট৷ জিতেছেও সবচেয়ে বেশি: তিনটি গোল্ডেন গ্লোব৷ নামী-দামীদের দিকে জর্জ ক্লুনি ও মেরিল স্ট্রিপ৷

গোল্ডেন গ্লোব হাতে দ্য আর্টিস্ট এর কলাকুশলীরাছবি: dapd

হলিউড ফরেন প্রেস এ্যাসোসিয়েশনের ৯০ জন সাংবাদিকের এই প্রাক-অস্কার বাছাই দিয়ে হলিউডে পুরস্কারের মরশুম ঠিকমতো শুরু হল৷ এ' যেন অস্কারের হাতছানি, যদিও অব্যর্থ নয়৷ গতবছরই দ্য কিংস স্পিচ'কে গোল্ডেন গ্লোব না দিয়ে দ্য সোশাল নেটওয়ার্ক'কে দেওয়া হয়৷ বলতে কি, শেষবার যখন গোল্ডেন গ্লোব সত্যিই পরবর্তীতে অস্কার-বিজয়ীর হাতে যায়, সেটা ছিল ২০০৮ সালে৷ ছবিটির নাম ছিল স্লামডগ মিলিয়নেয়ার৷

ফরাসি চিত্রপরিচালক মিশেল হাজাভাসিয়ুস'এর দ্য আর্টিস্ট বা ‘শিল্পী' ছবিটি একটি সাদা-কালো রোম্যান্টিক কমেডি, এবং সাইলেন্ট মুভি'র যুগের প্রতি নীরব শ্রদ্ধানিবেদন৷ গোল্ডেন গ্লোবের জন্য ছ'টি নমিনেশন পেয়েছিল ছবিটি, জিতেছে তিন বিভাগে: সেরা কমেডি, সেরা কমেডি অভিনেতা এবং সেরা আবহসংগীত৷ এর আগে গত বৃহস্পতিবার ক্রিটিক্স চয়েস এ্যাওয়ার্ড'এও চারটি বিভাগে জেতে দ্য আর্টিস্ট৷

দ্য আয়রন লেডির জন্য গোল্ডেন গ্লোব জেতেন মেরিল স্ট্রিপছবি: dapd

আগামী অস্কারে এই নির্বাক চিত্রের মূল প্রতিদ্বন্দ্বী হবে আলেক্সান্ডার পেইন'এর দ্য ডিসেন্ডান্টস, মানে ‘উত্তরপুরুষ'৷ এটি একটি হাসি-কান্না মেশানো পারিবারিক নাটক৷ খোদ জর্জ ক্লুনি এখানে এক বাবার ভূমিকায় অভিনয় করেছেন, যাকে স্ত্রীবিয়োগের পর দুই টিনেজ কন্যাকে একা মানুষ করতে হচ্ছে৷ বলাই বাহুল্য, ক্লুনি হেসে-খেলে বেস্ট ড্র্যামাটিক এ্যাক্টরের পুরস্কারটি পকেটে পুরেছেন৷ এছাড়া দ্য ডিসেন্ডান্টস বেস্ট ড্রামা পুরস্কারও পেয়েছে৷

সাথে এটাও বলা দরকার যে, বাকি নমিনিরাও কিছু কম যায়নি: মার্টিন স্কর্সেজে'র হিউগো; রাজনৈতিক থ্রিলার দ্য আইডস অফ মার্চ; মানিবল, যার মুখ্য অভিনেতা হলেন ব্র্যাড পিট; স্টিভেন স্পিলবার্গ'এর ওয়ার হর্স; এবং ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলকে পটভূমি করে রচিত এক নাগরিক অধিকার আন্দোলন কাহিনী, দ্য হেল্প৷

দ্য আর্টিস্ট'কেও যুঝতে হয়েছে উডি এ্যালেন'এর মিডনাইট ইন প্যারিস অথবা মাই উইক উইথ মেরিলিন'এর মতো কমেডির সাথে৷ মাই উইক'এর মিশেল উইলিয়াম্স নিজেই সেরা কমেডি এ্যাকট্রেস'এর পুরস্কার পেয়েছেন মেরিলিনের ভূমিকায় অভিনয় করে৷ হ্যাঁ, তবে যার কথা বললে স্বয়ং জর্জ ক্লুনি'কেও সেলাম করতে হবে, সেই স্বনামধন্যা মেরিল স্ট্রিপ আবার অস্কারের কাছাকাছি এসে পড়লেন দ্য আয়রন লেডি'তে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার'এর ভূমিকায় অভিনয় করে এবং গোল্ডেন গ্লোব জিতে৷

৭৪ বছর বয়সী কৃষ্ণাঙ্গ অভিনেতা মর্গান ফ্রিম্যান'এর গতবছর থেকেই লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পাবার হিড়িক চলেছে৷ রবিবার গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণ সভায় তাকে দেওয়া হল সেসিল ডে মিল লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড৷ ফ্রিম্যান'এর ভক্তরা সবাই জানেন, এতে পুরস্কারেরই মূল্য বাড়ল, ফ্রিম্যান'এর নয়৷ তিনি অমূল্য৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ