1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গোল্ডেন পাম’ জয়ের আশা করছে বাবা-ছেলের সম্পর্ক নিয়ে ইসরায়েলি ছবি

১৬ মে ২০১১

কান চলচ্চিত্র উৎসবে প্রায় ২০টি ছবি সেরা পুরস্কারের দৌড়ে রয়েছে৷ ইসরায়েলি পরিচালক জোসেফ সেডার’এর ভিন্ন স্বাদের এক ছবি তার মধ্যে অন্যতম৷

*** Nur in Verbindung mit der Berlinale zu verwenden *** Beaufort | Beaufort ISR, 2007 Regie: Joseph Cedar Sektion: Wettbewerb
‘বোফর্ট' ছবির একটি দৃশ্যছবি: Berlinale

ইসরায়েল বলতেই বেশিরভাগ মানুষের মনে মধ্যপ্রাচ্য সংকট, ফিলিস্তিনি এলাকায় দখলদারি বা সেনাবাহিনীর হিংসাত্মক অভিযানের কথা মনে আসে৷ কিন্তু ইসরায়েলি সমাজের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক-বিতর্ক, বিভিন্ন প্রজন্মের মধ্যে ভাবনা-চিন্তার ফারাক – এসব বিষয় অজানা থেকে যায়৷ ইসরায়েলি পরিচালক জোসেফ সেডার কান চলচ্চিত্র উৎসবে এমনই এক ছবি নিয়ে এসেছেন, যাতে সমাজের একটা খণ্ডচিত্র ফুটে উঠেছে৷

কান চলচ্চিত্র উৎসবে তিনি সেরা ছবির পুরস্কারের দৌড়ে রয়েছেন ‘ফুটনোট' ছবিটি নিয়ে৷ গোঁড়া সনাতনপন্থী এক ইহুদি পরিবারের বাবা ও ছেলের সম্পর্ক নিয়ে তৈরি এই ছবি৷ বাস্তব জগত থেকে প্রায় বিচ্ছিন্ন এই দুই চরিত্র হিব্রু বিশ্ববিদ্যালয়ে পবিত্র ধর্মগ্রন্থ তালমুট'এর তাত্ত্বিক বিশ্লেষণ ও ব্যাখ্যা নিয়েই মশগুল৷ কিন্তু তাদের মধ্যে আবার রেষারেষিরও শেষ নেই৷ কারণ বাবা প্রাতিষ্ঠানিক কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের বিদ্যাবুদ্ধি অনুযায়ী ধর্মের ব্যাখা দিয়ে চলেছেন৷ আর ছেলে কর্তাব্যক্তিদের মেজাজ-মর্জি অনুযায়ী চলে ক্ষমতার সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে ব্যস্ত৷ ইসরায়েলের বিখ্যাত কৌতুক অভিনেতা শ্লোমো বার আবা ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করেছেন৷ তিনি বলেন, সরাসরি মধ্যপ্রাচ্য সংকটের বিষয়টি ছবিতে না দেখা গেলেও মানুষ কতটা স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পেতে চায়, সেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে৷

লেবাননের দক্ষিণ প্রান্ত থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের প্রেক্ষাপটে যে ছবি তৈরি করেছেন সেডার, সেটি অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল৷ ‘বোফর্ট' নামের এই ছবি বার্লিন চলচ্চিত্র উৎসবেও সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ