1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গোল্ডেন পাম’ জয়ের আশা করছে বাবা-ছেলের সম্পর্ক নিয়ে ইসরায়েলি ছবি

১৬ মে ২০১১

কান চলচ্চিত্র উৎসবে প্রায় ২০টি ছবি সেরা পুরস্কারের দৌড়ে রয়েছে৷ ইসরায়েলি পরিচালক জোসেফ সেডার’এর ভিন্ন স্বাদের এক ছবি তার মধ্যে অন্যতম৷

*** Nur in Verbindung mit der Berlinale zu verwenden *** Beaufort | Beaufort ISR, 2007 Regie: Joseph Cedar Sektion: Wettbewerb
‘বোফর্ট' ছবির একটি দৃশ্যছবি: Berlinale

ইসরায়েল বলতেই বেশিরভাগ মানুষের মনে মধ্যপ্রাচ্য সংকট, ফিলিস্তিনি এলাকায় দখলদারি বা সেনাবাহিনীর হিংসাত্মক অভিযানের কথা মনে আসে৷ কিন্তু ইসরায়েলি সমাজের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক-বিতর্ক, বিভিন্ন প্রজন্মের মধ্যে ভাবনা-চিন্তার ফারাক – এসব বিষয় অজানা থেকে যায়৷ ইসরায়েলি পরিচালক জোসেফ সেডার কান চলচ্চিত্র উৎসবে এমনই এক ছবি নিয়ে এসেছেন, যাতে সমাজের একটা খণ্ডচিত্র ফুটে উঠেছে৷

কান চলচ্চিত্র উৎসবে তিনি সেরা ছবির পুরস্কারের দৌড়ে রয়েছেন ‘ফুটনোট' ছবিটি নিয়ে৷ গোঁড়া সনাতনপন্থী এক ইহুদি পরিবারের বাবা ও ছেলের সম্পর্ক নিয়ে তৈরি এই ছবি৷ বাস্তব জগত থেকে প্রায় বিচ্ছিন্ন এই দুই চরিত্র হিব্রু বিশ্ববিদ্যালয়ে পবিত্র ধর্মগ্রন্থ তালমুট'এর তাত্ত্বিক বিশ্লেষণ ও ব্যাখ্যা নিয়েই মশগুল৷ কিন্তু তাদের মধ্যে আবার রেষারেষিরও শেষ নেই৷ কারণ বাবা প্রাতিষ্ঠানিক কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের বিদ্যাবুদ্ধি অনুযায়ী ধর্মের ব্যাখা দিয়ে চলেছেন৷ আর ছেলে কর্তাব্যক্তিদের মেজাজ-মর্জি অনুযায়ী চলে ক্ষমতার সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে ব্যস্ত৷ ইসরায়েলের বিখ্যাত কৌতুক অভিনেতা শ্লোমো বার আবা ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করেছেন৷ তিনি বলেন, সরাসরি মধ্যপ্রাচ্য সংকটের বিষয়টি ছবিতে না দেখা গেলেও মানুষ কতটা স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পেতে চায়, সেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে৷

লেবাননের দক্ষিণ প্রান্ত থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের প্রেক্ষাপটে যে ছবি তৈরি করেছেন সেডার, সেটি অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল৷ ‘বোফর্ট' নামের এই ছবি বার্লিন চলচ্চিত্র উৎসবেও সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ