1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোল বাঁচালো কুকুর

১১ ডিসেম্বর ২০১৮

আর্জেন্টিনায় ফুটবল খেলা চলছিল ডেফেন্সোরেস ডি বেলগ্রানো এবং ইউভেন্টুড ইউনিডার মধ্যে৷ তবে দুই দলের ২২ খেলোয়াড়ের কেউ নন, ম্যাচের নায়কে পরিণত হয়েছে এক কুকুর৷ ‘অবিশ্বাস্য ক্ষিপ্রতায়' কুকুর ফুটবলারই জয় করেছে সবার মন৷

Screenshot Youtube Fußball Argentinien Hund
ছবি: YouTube/ESPN UK

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট প্রায় শেষের দিকে৷ এরই মধ্যে ৩ গোল খেয়ে বসেছে ইউভেন্টুড৷ কিন্তু প্রতিপক্ষের জালে একবারও বল জড়াতে পারেনি তারা৷

শেষ মুহূর্তে বেলগ্রেনোর গোলকিপারের ভুলে এসেছিল সে সুযোগ৷

প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে গোলকিপার ব্রায়ান লেয়ান্দ্রো অলিভেরা বলে শট নিতে গেলে সামনে দাঁড়িয়ে থাকা ইউভেন্টুডের এক খেলোয়াড় পা বাড়িয়ে দেন৷ তাঁর পায়ে লেগে বল দ্রুত গতিতে ছুটছিল গোলপোস্টের দিকে৷ ডি বক্সের ভেতরে বল ঠেকানোর জন্য কেউ নেই৷

স্বাভাবিক সময়ে হয়তো নিশ্চিত গোল ধরে নিয়ে আনন্দে মেতে উঠতে পারতো ইউভেন্টুড৷ কিন্তু তা হতে দিলো না এক নেড়ি কুকুর৷ হঠাৎই দেখা গেল গোলপোস্ট লক্ষ্য করে কুকুরটিকে ছুটে আসতে৷ শুধু তাই নয়, বল গোললাইন পেরোনোর ঠিক আগ মুহূর্তে শরীর দিয়ে আটকে দিল বল৷

খেলার অন্যসব দিক বাদ দিয়ে কুকুরের কাণ্ড নিয়েই মেতে উঠেছেন দর্শকরা৷ শুধু তাই নয়, অনলাইনে শেয়ার হওয়ার পর কুকুরটি রীতিমতো সেনসেশনে পরিণত হয়েছে৷কেউ কেউ কুকুরটিকেই ম্যাচসেরা ঘোষণার দাবিও তুলেছেন৷

ইএসপিএন ইউকের ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া ভিডিওটি দেখা হয়েছে প্রায় দুই লক্ষ বার৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ