1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোল-লাইন প্রযুক্তি

৬ জুলাই ২০১২

গোল-লাইন প্রযুক্তি নিয়ে আলোচিত সিদ্ধান্তে উপনীত হলেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা৷ এছাড়া মেয়েরা হিজাব পরেও ফুটবল খেলার জন্য মাঠে নামতে পারবে – এমন সিদ্ধান্ত ফিফা’র৷

ছবি: Reuters

আগামী ডিসেম্বর মাসে জাপানে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ ফুটবল আসরেই ফিফা চালু করবে গোল-লাইন প্রযুক্তির প্রয়োগ৷ এরপর ২০১৩ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য কনফেডারেশন্স কাপ এবং ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল আসরেও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করেছে ফিফা৷

বৃহস্পতিবার ফিফা'র প্রেসিডেন্ট সেপ ব্লাটারের সভাপতিত্বে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড - আইএফএবি'র বৈঠকে গোল-লাইন প্রযুক্তি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়৷ বৈঠক শেষে ব্লাটার বলেন, ‘‘আজকের বৈঠকে অনুমোদিত হক-আই এবং গোল-রেফ ব্যবস্থা কার্যকর করা হলে গোলের ব্যাপারে ৯৯ শতাংশ নিশ্চিত সিদ্ধান্ত প্রদান সম্ভব হবে৷ এর ফলে গত বিশ্বকাপে বিতর্কিত গোল নিয়ে ত্রুটিপূর্ণ সিদ্ধান্তের ফলে ইংল্যান্ডকে যেভাবে বিদায় নিতে হয়, তেমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না৷''

তাঁর ভাষায়, ‘‘জীবনে শতভাগ নিশ্চয়তা কোথাও নেই৷ অতীতে আমাদের সামনে সম্পূর্ণ নির্ভুল কোন পদ্ধতি ছিল না৷ তবে আমাকে বলতেই হবে, ধন্যবাদ, ল্যাম্প্যার্ড৷'' গত বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে ইংলিশ দলের মধ্যমাঠের খেলোয়াড় ফ্র্যাঙ্ক ল্যাম্প্যার্ডের একটি সুস্পষ্ট গোল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়৷ ল্যাম্পার্ড'এর সেই ঘটনার প্রেক্ষিতেই এতোদিনে গোল-লাইন প্রযুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিল ফিফা৷ তাই ল্যাম্প্যার্ড'কে ধন্যবাদ দেন ব্লাটার৷

প্রসঙ্গত, ‘হক-আই' হচ্ছে একটি ব্রিটিশ ক্যামেরা ভিত্তিক ব্যবস্থা যা ইতিমধ্যে টেনিস এবং ক্রিকেট খেলায় ব্যবহার করা হচ্ছে৷ আর ‘গোল-রেফ' হলো ড্যানিশ-জার্মান প্রকল্প৷ এক্ষেত্রে বিশেষভাবে বিতর্কিত বলের গতিপথ নির্ধারণে গোলপোস্টের সাথে চৌম্বকীয় সেন্সর ব্যবহার করা হয়৷

ফিফার এই সিদ্ধান্তের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুমের মধ্যেই স্টেডিয়ামগুলোতে গোল-লাইন প্রযুক্তি চালু করা হবে বলে আশা করা হচ্ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার কর্তৃপক্ষও এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলে খবরে প্রকাশ৷ উল্লেখ্য, একেকটি স্টেডিয়ামে এই গোল-লাইন প্রযুক্তি চালু করতে খরচ পড়বে প্রায় আড়াই লাখ ডলার৷

এদিকে, আইএফএবি'র গতকালের বৈঠকে ফুটবল মাঠে নারীদের মাথায় বিশেষ রুমাল পরার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে৷ ফিফার বড়মাপের ফুটবল আসরে নিরাপত্তার কথা বিবেচনা করে ২০০৭ সালে নারী ফুটবলারদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল৷ উত্তর আয়ারল্যান্ড ফুটবল সংস্থার প্রধান নির্বাহী প্যাট্রিক নেলসন বলেন, ফিফার এসব সিদ্ধান্ত ফুটবল জগতে সুদূর প্রসারী এবং অনুস্মরণীয় হয়ে থাকবে৷

এএইচ / এসবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ