1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোয়েন্দাদের ফেসবুক-টুইটারসহ বিদেশ সফরে কড়াকড়ি

১১ জুলাই ২০১১

গোয়েন্দাদের নিয়ে মানুষের আগ্রহের কখনও কমতি নেই৷ তাই সেই বহুকাল থেকেই গোয়েন্দাদের নিয়ে তৈরি হচ্ছে নানা কল্পকাহিনী৷ তবে গোয়েন্দা এবং নিরাপত্তা দপ্তরের কর্মী ও কর্মকর্তাদের গোপনীয়তা রক্ষায় এবার আরো কড়া বিধান করল রাশিয়া৷

গোয়েন্দা..প্রতীকি ছবিছবি: AP/Montage: DW

গোয়েন্দাদের নিয়ে মানুষের আগ্রহের কখনও কমতি নেই৷ তাই সেই বহুকাল থেকেই গোয়েন্দাদের নিয়ে তৈরি হচ্ছে নানা কল্পকাহিনী৷ তবে গোয়েন্দা এবং নিরাপত্তা দপ্তরের কর্মী ও কর্মকর্তাদের গোপনীয়তা রক্ষায় এবার আরো কড়া বিধান করল রাশিয়া৷

গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী হিসেবে কেজিবি'র খ্যাতি বিশ্বব্যাপী৷ সেই কেজিবি'র উত্তরসূরি হিসেবে কাজ করে যাচ্ছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি৷ রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিনকে সেই কেজিবি ও এফএসবি'র যোগসূত্র নির্মাতা বললেও কিছুমাত্র অত্যুক্তি হয় না৷ কারণ তৎকালীন পূর্ব জার্মানিতে কেজিবি'র এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন পুটিন৷ আবার ১৯৯৯ সালে বরিস ইয়েলৎসিন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার আগ পর্যন্ত এফএসবি'র প্রধান হিসেবে কাজ করেছেন তিনি৷ রাজধানী মস্কোর কেন্দ্রবিন্দু লুবিইয়াঙ্কা চত্বরে বিশাল সদর দপ্তর এই রুশ গোয়েন্দা সংস্থার৷

তবে এই সংস্থার কর্মী এবং কর্মকর্তাদের পেশাগত সাফল্যের জন্য এবার বেশ কিছু সংস্কার সাধন করা হলো৷ চলতি সপ্তাহেই রাশিয়ার সংসদে অনুমোদন করা হলো এমন সব কড়া বিধিমালা যার ফলে এই সংস্থার সাথে জড়িত কেউ রাশিয়ার বাইরে সম্পত্তি কিনতে পারবে না৷ এমনকি এর সদস্যদের বিদেশ সফরে যাওয়ার ব্যাপারেও থাকবে কড়া নিয়ন্ত্রণ৷ সাথে থাকছে সদস্যদের উপর ফেসবুক, টুইটারের মতো ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা৷ এফএসবি'র কাজের ধারা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় এমন কোন তথ্য, ছবি কিংবা ভিডিও চিত্র এসব সাইটে প্রকাশ করতে পারবেন না এফএসবি'র কোন গোয়েন্দা৷

এছাড়া এই সংস্থায় নতুন নিয়োগের ক্ষেত্রে আঙুলের ছাপ, মাদক এবং মদ্যপানের মাত্রা পরীক্ষা করা ছাড়াও থাকবে মিথ্যা চিহ্নিত করতে ব্যবহৃত যন্ত্রের প্রয়োগ৷ এতেও যথেষ্ট নয়, এফএসবি'র প্রধান আলেক্সান্ডার বোর্টনিকভ জানালেন, সংস্থার সদস্যদের যোগাযোগের উপর পুরোপুরি নজর রাখতে মোবাইল ফোন সেবাদানকারী সংস্থাগুলোর সংকেতসমূহেও হস্তক্ষেপের অধিকার থাকতে হবে৷ সম্প্রতি জিমেইল এবং স্কাইপের মতো ইন্টারনেট সেবাকেও রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল এই দপ্তর৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ