1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্যুন্টার গ্রাস

মারুফ আহমেদ১২ এপ্রিল ২০১৩

জন্ম পোল্যান্ডে৷ কিন্তু সাহিত্যে নোবেলসহ অনেক স্বীকৃতিই পেয়েছেন জার্মানিতে নতুন জীবন শুরুর পর৷ ৮৭ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন লেখক, চিত্রশিল্পী ও ভাস্কর গ্যুন্টার গ্রাস৷

Der Schriftsteller Günter Grass (3.v.r.) spricht am 11.02.2013 bei einem Übersetzertreffen in seinem Sekretariat im Günter-Grass-Haus in Lübeck (Schleswig-Holstein). Das erste Übersetzertreffen zur Lyrik des 85-jährigen Literaturnobelpreisträgers hat in Lübeck begonnen. Drei Tage lang soll eine Auswahl von Grass' erstem Gedichtband «Die Vorzüge der Windhühner» (1956) bis zu seinem jüngsten Lyrikband «Eintagsfliegen» (2012) besprochen werden. Foto: Christian Charisius/dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

২০১২ সালের ১৪ই অক্টোবর৷ জার্মানির ল্যুবেক শহরে ‘গ্যুন্টার গ্রাস হাউস : ফোরাম ফর লিটারেচার অ্যাণ্ড আর্ট'-এর আবার উদ্বোধন হলো৷ তাঁর সাহিত্য, বিশেষ করে শিল্পকর্মের আরো বিস্তৃত প্রদর্শনের উদ্দেশ্যেই এই নব উদ্বোধন৷

নোবেলজয়ী জার্মান লেখক গ্যুন্টার গ্রাস যে একজন উঁচুমাপের চিত্রশিল্পী এবং ভাস্করও, তা অনেকেই হয়তো জানেন না৷ এই জাদুঘরে রয়েছে তাঁর অঙ্কনচিত্র, এচিং, লিথোগ্রাফি, জলরং ও তেলচিত্রের প্রায় এগারোশো শিল্পকর্ম৷ তাঁর অনন্য সাহিত্যকর্মের কিছু পাণ্ডুলিপিও আছে সেখানে৷ এর বাইরেও দৃষ্টি আকর্ষণ করে খোলা আকাশের নিচে, ভবনের বাগানে রাখা তাঁর ভাস্কর্য৷ ১৯৮৬ সাল থেকে এই শহরেই বাস করেন গ্রাস, তাঁর নিজের অফিসঘরও এ ভবনেই৷ তাই প্রায়ই তাঁকে দেখা যায় সেখানে৷ দর্শনার্থীদের জন্য এটাও দারুণ এক আকর্ষণ৷

১৯৪৫ সালে পোল্যান্ডের ডানজিশ থেকে জার্মানিতে আসেন গ্রাস৷ প্রথমে পাথর খোদাইয়ে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু৷ তারপর ১৯৪৮ থেকে ১৯৫৬ পর্যন্ত ‘ড্যুসেলডর্ফ আর্ট অ্যাকাডেমি'-তে এবং পরে বার্লিনেও ফাইন আর্টসে শিক্ষা গ্রহণ৷ মূলত এ সময়েই শুরু হয় তাঁর সাহিত্যচর্চা৷ বাস্তববাদি শিল্পকর্ম, বিশেষ করে সাদা-কালো গ্রাফিকস চিত্রশিল্পের মোটিভ বা ফিগার, যেমন মাছ, শামুক, বাবুর্চি, নান্ বা মঠবাসিনী, তাঁর পঞ্চাশের দশকের রচনার প্রোটাগনিস্ট৷

নোবেলজয়ী জার্মান লেখক গ্যুন্টার গ্রাসছবি: picture-alliance/dpa

জন্মস্থান ডানজিশ শহরের সঙ্গে গ্যুন্টার গ্রাসের রয়েছে গভীর সম্পৃক্ততা৷ জার্মান অধিকৃত পোল্যান্ড ও এই শহরের শৈশবের স্মৃতিচারণ করেই রচনা করেন বিশ্বখ্যাত উপন্যাস ‘দ্য টিন ড্রাম'৷ ডানজিশ ট্রিলজির প্রথম পর্ব৷ সঙ্গে যোগ হয় পরবর্তী উপন্যাস ‘ক্যাট অ্যাণ্ড মাউস' ও ‘ডগ ইয়ার্স৷ শহরের সর্বত্রই গ্রাসের উপস্থিতি অনুভব করা যায়৷ গ্যুন্টার গ্রাস সমিতিও রয়েছে এখানে৷ ২০০৯ সালে ডানজিশ-এর পুরোনো শহরের প্রাণকেন্দ্রে তাঁর নামে স্থাপন করা হয় একটি গ্যালারি৷ পুরোনো ও অতি সাম্প্রতিক বহু চিত্রকর্ম, গ্রাফিকস ও ভাস্কর্য দিয়ে সাজানো হয়েছে গ্যালারিটি৷ গ্রাফিক ডিজাইনের প্রচুর নমুনাও রয়েছে সেখানে৷ শহরের সাথে গ্রাসের সুসম্পর্কে ছেদ পড়েছিল ২০০৬ সালে৷ এক আত্মকাহিনিতে তিনি নাৎসিদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ভাফেন-এস এস বাহিনীর সদস্য থাকার কথা প্রকাশ করায় পোল্যান্ডে তীব্র সমালোচনার ঝড় উঠেছিল৷ তাঁর ডানজিশ শহরের সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের পক্ষেও মত দিয়েছিলেন অনেকে৷

সেই ক্ষত অনেকটা শুকিয়ে গেছে৷ ডানজিশ শহরবাসী গ্রাসকে নিয়ে গর্বই করেন৷ শহরের আদি ইতিহাস সম্পর্কে অনেক কিছুই যে তাঁর কাছ থেকে জানতে পেরেছেন তাঁরা!

গ্যুন্টার গ্রাস

  • পুরো নাম: গ্যুন্টার ভিলহেল্ম গ্রাস
  • জন্ম : ১৬ অক্টোবর ১৯২৭, ডানজিশ, পোল্যান্ড ( তখন নাম ছিল ফ্রি সিটি অফ ডানজিশ)
  • পেশা: লেখক, নাট্যকার, কবি, চিত্রশিল্পী ও ভাস্কর
  • বাবা: ভিলহেল্ম গ্রাস
  • মা: হেলেনে
  • স্ত্রী: প্রথম স্ত্রী আনা মার্গারেটা শোওয়ার্তস
  • দ্বিতীয় স্ত্রী উটে গ্রুন্যার্ট
  • সন্তান: তিন ছেলে, তিন মেয়ে
  • স্বীকৃতি: সাহিত্যে নোবেল, গেওর্গ ব্যুশনার পুরস্কার, অনারারি ফেলো অফ দ্য রয়েল সোসাইটি অফ লিটারেচার, প্রিন্স অফ অস্ট্রিয়াস পুরস্কার
  • খুব উল্লেখযোগ্য সাহিত্যকর্ম : দ্য টিন ড্রাম, ক্যাট অ্যাণ্ড মাউস, ডগ ইয়ার্স, ক্র্যাব ওয়াক, হোয়াট মাস্ট বি সেইড
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ