1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ান

১১ এপ্রিল ২০১২

সপ্তাহান্তে শাংহাই'তে ফর্মুলা ওয়ান মোটর দৌড়৷ বিভিন্ন দলের কর্মকর্তারা শাংহাই ইন্টারন্যাশনাল সার্কিটে তাঁবু গাড়ছেন৷ কিন্তু এপ্রিলের ২০ থেকে ২২ তারিখ দৌড় হবে বাহরাইনে৷ বিরোধীরা ঠিক তখনই ‘‘তিন দিবস ক্রোধের'' ডাক দিয়েছে৷

ছবি: picture-alliance/dpa

২০১২'র ফর্মুলা ওয়ান মরশুম জমে উঠেছে, তাতে কোনো সন্দেহ নেই৷ গত দুই মরশুমের চ্যাম্পিয়ন, জার্মানির সেবাস্টিয়ান ফেটেল'এর আধিপত্য ভাঙেন ম্যাকলারেনের জেনসন বাটন এ'বছরের প্রথম রেসেই৷ পোল'এ প্রথম দু'টি পোজিশানে ছিল ম্যাকলারেন, অর্থাৎ ইংল্যান্ডের দুই চালক: বাটন এবং সেই সঙ্গে লিউইস হ্যামিল্টন৷ তবুও মূল দৌড়ে একটি সেফটি কার পর্যায়ের সুযোগ নিয়ে হ্যামিল্টনের কাছ থেকে দ্বিতীয় স্থানটি ছিনিয়ে নেন ফেটেল৷

বাহরাইনে চলছে বিক্ষোভছবি: picture-alliance/dpa

এক সপ্তাহ পরে মালয়েশিয়ার গ্রঁ প্রি'তে ঝড়-বৃষ্টিতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়৷ যার একটা ফল হয়, ফেরারি'র ফের্নান্দো আলন্সো ও সাউবার'এর সের্গিও পেরেজ প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন৷ বাটন ও ফেটেল ক্র্যাশ করে রেসের বাইরে৷ হ্যামিল্টন তৃতীয়৷ রবিবার শাংহাই'তে তিনি আবার মাঠে ফিরবেন, বলে হুঙ্কার দিয়েছেন ফেটেল, যিনি দু'টি রেসের পরে এখন ষষ্ঠ স্থানে৷ অপরদিকে মার্সিডিজের দুই জার্মান ড্রাইভার মিশায়েল শুমাখার ও নিকো রসবার্গ আশা করছেন যে, তাদের টায়ার সমস্যার একটা সমাধান খুঁজে পাওয়া যাবে এবং সেটা শাংহাই'এর আগেই৷

কিন্তু বাহরাইনে কী হবে? অথবা বাহরাইনের দৌড় আদৌ ঘটবে কি? গতবছর সহিংস আন্দোলন এবং তার বিরুদ্ধে সরকারের দমন নীতির পর গ্রঁ প্রি দৌড়টাই বাতিল করতে হয়েছিল৷ এবারেও কিছু কিছু দলের কর্মকর্তারা দৃশ্যত চিন্তিত৷ ফর্মুলা ওয়ানের সর্বেসর্বা বার্নি একেলস্টোন বলেছেন, তিনি কোনো দলকেই বাহরাইন যেতে বাধ্য করবেন না৷ কিন্তু রেস হবে কি হবে না, সেটা বাহরাইনের কর্মকর্তারাই নির্ধারণ করবেন৷ অপরদিকে কোনো টিম যে যাবে না বলেছে, এমন কথা একেলস্টোন শোনেননি৷

বাহরাইন’এ ফর্মুলা ওয়ান’এর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাছবি: AP

ওদিকে বাহরাইনের পরিস্থিতি সম্পর্কেও সঠিক করে কিছু বলা যাচ্ছে না৷ এ'সপ্তাহেই সাতজন পুলিশ সেখানে একটি বিস্ফোরণে আহত হয়েছে৷ কারারুদ্ধ আন্দোলনকারী আব্দেল হাদি আল-খোয়াজা'র অবস্থাও নাকি দু'মাস ধরে অনশন ধর্মঘটের পরে আদৌ ভালো নয়৷ বাহরাইনের শিয়াপন্থি বিরোধীপক্ষের সঙ্গে সংযুক্ত একটি যুব গোষ্ঠী টুইটারে গ্রঁ প্রি দৌড়ের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে৷

বাহরাইন ইন্টারন্যাশনাল সার্কিটের চেয়ারম্যান জায়েদ আল-জায়ানি ‘‘আরাম কেদারার পর্যবেক্ষক'' এবং যারা ভীতিকর সব গুজব ছড়াচ্ছে, তাদের তুলোধোনা করেছেন৷ লোটাস দলের দুই সদস্য, বাহরাইনে ব্রিটিশ রাষ্ট্রদূত ইত্যাদিদের ডেকে পাঠিয়ে তাদের সাক্ষাৎকার প্রচার করা হয়েছে৷ কিন্তু ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার খবর অনুযায়ী সব দলই আশা করছে যে, আন্তর্জাতিক মোটর দৌড়ের সংগঠন আইএফএ শেষ পর্যন্ত রেসটি বাতিল করবে৷ অপরদিকে ফর্মুলা ওয়ান দলগুলির সমিতি এফওটিএ বলছে, দলগুলির পক্ষে আর রেসটি ক্যান্সেল করা সম্ভব নয়৷ কিন্তু ব্রিটিশ টাইমস পত্রিকার খবর, একাধিক দল নাকি তাদের সদস্যদের দুটি করে রিটার্ন টিকেট দিয়েছে: একটি বাহরাইন হয়ে, অন্যটি সরাসরি ইউরোপে ফেরার৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী, এএফপি, রয়টার্স
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ