1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রামীণ ব্যাংকে থেকে যেতে বিকল্প ভাবছেন ইউনূস

৩১ মার্চ ২০১১

বিশ্বকাপ ক্রিকেট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পরিবর্তন আর ড. ইউনূস প্রসঙ্গ – এসবই আজকের ঢাকার পত্রপত্রিকার প্রধান খবর৷

ছবি: public domain

বিশ্বকাপ

সবকটা পত্রিকার প্রথম পাতাতেই বিশ্বকাপের খবর বেশ খানিকটা জায়গা দখল করে নিয়েছে৷ কারণ খেলার প্রতিবেদন ও ছবি ছাড়াও প্রায় সব কাগজেই খেলা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলাদা রিপোর্ট রয়েছে৷ যেমন ইত্তেফাক বলছে খেলা উপলক্ষ্যে মোহালিতে দুই দেশের মানুষের মধ্য মহামিলন ঘটেছিল৷ সমকাল বলছে খেলার মাঝ বিরতিতে দু'দেশের প্রধানমন্ত্রী নৈশভোজে যোগ দিয়েছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করেছেন৷ এর মাধ্যমে দু'দেশের মধ্যে বিরাজমান বৈরী সম্পর্কের বরফ গলবে কি না তা নিয়ে প্রতিবেদন ছেপেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ আর যুগান্তর বলছে টেন্ডুলকারের কাল সেঞ্চুরির সেঞ্চুরি না হয়ে ভালই হয়েছে৷ কারণ ৮৫ রান করার পথেই তিনি চারবার ‘জীবন' পেয়েছেন৷ এভাবে সেঞ্চুরি পেলে সেটা একটা কলংক হয়েই থাকতো বলে মন্তব্য করেছে পত্রিকাটি৷

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতির ক্ষমতা কমানোর ব্যাপারে একমত হয়েছে৷ এই খবরটিকেই শিরোনাম করা হয়েছে সব পত্রিকায়৷ ডেইলি স্টার এটাকেই আজকে তাদের প্রধান শিরোনাম করেছে৷ খবরে বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতি যেন জরুরি অবস্থা ঘোষণা কিংবা অধ্যাদেশ জারির মতো কিছু করতে না পারেন সেজন্য সংবিধানে কিছু বিধান যুক্ত করার সুপারিশ করবে সংসদীয় বিশেষ কমিটি৷ এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালতে একটি শুনানি চলাকালে ব্যারিস্টার রফিক-উল হক ও ড. এম জহির যেসব সংস্কার প্রস্তাব দিয়েছেন সেগুলোও এসেছে বিভিন্ন পত্রিকায়৷

ড. ইউনূস

সমকাল বলছে যেভাবেই হোক গ্রামীণ ব্যাংকে থেকে যাওয়ার বিকল্প নিয়ে ভাবছেন ড. ইউনূস৷ এমনটাই নাকি তিনি বলেছেন আলোচনার সময়৷ এছাড়া বৈঠকে উপস্থিত সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, ব্যাংকের চেয়ারম্যান হিসেবে থাকা যায় কিনা সেই পরিকল্পনা করছেন ড. ইউনূস৷ ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে যে, আজ অ্যামেরিকার আড়াইশো'রও বেশি থিয়েটারে ইউনূসকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র দেখানো হবে৷ আর কালের কন্ঠ বলছে ড. ইউনূসের পক্ষে সাফাই গাওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়েছে৷ এ সংক্রান্ত ছবিও ছেপেছে পত্রিকাটি৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ