1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কোনো রাজনৈতিক লাভ হবে না’

৯ আগস্ট ২০১২

গ্রামীণ ব্যাংকে সরকার তার পছন্দের লোক বসাতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. মির্জা আজিজুল ইসলাম৷ ডিডাব্লিউ’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন৷

ছবি: picture-alliance / Godong

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সম্প্রতি সরকার যে সংশোধনী এনেছে তার ফলে ব্যাংকটির চেয়ারম্যান এখন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করতে পারবেন৷ তবে বর্তমান মহাজোট সরকার বিগত কয়েক বছরে সরকার নিয়ন্ত্রিত একাধিক বাণিজ্যিক ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিয়েছে৷ সেই কথা স্মরণ করিয়ে দিয়ে সাবেক অর্থ উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেন যে, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার৷ এবং সেরকম হলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে সরকারের ঘনিষ্ঠ কাউকেই নিয়োগ করা হবে৷ তাঁর মতে, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে যে সংশোধনী আনা হয়েছে তার যৌক্তিক কারণ সরকার দেখাতে পারে নি৷

BM/090812/INTERVIEW: MIRZA AZIZUL ISLAM ON GRAMEEN BANK - MP3-Mono

This browser does not support the audio element.

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বর্তমান প্রচারণায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, এমনটি জানিয়ে অর্থনীতিবিদ ড. মির্জা আজিজুল ইসলাম বলেন, ইতিমধ্যে অ্যামেরিকার সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ এছাড়া বাইরের দেশগুলোরও ধারণা তৈরি হচ্ছে যে ড. ইউনূসকে খাটো করার জন্যই এইসব করা হচ্ছে৷

ড. ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে সরকারের কোনো রাজনৈতিক লাভ হবে না বলে মনে করেন মির্জা আজিজুল ইসলাম৷ কারণ তিনি কারো বিরুদ্ধে রাজনৈতিক প্রার্থী হবেন না বা নতুন কোনো দলও গঠন করতে যাচ্ছেন না, বলেন তিনি৷ অন্যদিকে ড. ইউনূস বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে যেভাবে তুলে ধরেছেন, তার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে সরকারের জনপ্রিয়তাই বরং কমবে এমন মন্তব্য করেন সামরিক বাহিনী সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ