ইভানজেলিন প্রিসিলা একইসঙ্গে ইংরেজি শিক্ষক এবং ইউটিউব তারকা৷ সবার জন্য ইংরেজি শিক্ষা নিশ্চিত করতে চান তিনি৷
প্রিসিলা বলেন, ‘‘যখন শুরু করেছিলাম তখন ভাবিনি যে আমার ইউটিউব এবং ইন্সটাগ্রাম পাতা এত বড় হবে৷’’
ভারতের তামিলনাড়ুর এক পাহাড়ি শহরের সরকারি স্কুলের শিক্ষক ইভানজেলিন প্রিসিলা৷ ছোটবেলায় প্রিসিলারও ইংরেজি শিখতে বেগ পেতে হয়েছিল৷ তার গ্রামে ইংরেজি শেখার সুযোগ ছিল না৷ প্রিসিলার বাবা বিদেশিদের সঙ্গে কাজ করার সুবাদে ইংরেজি জানতেন৷
ভারতে শিক্ষা বিষয়ক এক সাম্প্রতিক প্রতিবেদন বলছে, দেশটির প্রত্যন্ত অঞ্চলের ৪২% শিক্ষার্থী ঠিকভাবে ইংরেজি বাক্য পড়তে পাড়ে না৷
প্রিসিলা বলেন, ‘‘আমি প্রথম যখন এখানে আসি, আমার শিক্ষার্থীরা ইংরেজি নিয়ে ভোগান্তিতে ছিল৷ আর এখন তারা নির্ভয়ে আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলে৷’’
এতদূর আসতে অনেক বাধা পার হতে হয়েছে৷ তিনি বলেন, ‘‘শুরুর দিকে এমনকি আমার সহকর্মীরাও সহায়তা করেনি৷ তারা শিক্ষার্থীদেরকে আমার ভিডিওতে অংশ না নিতে বলতো৷ অভিভাবকরা রাজি হওয়ার পরও তারা বাধা দিত৷ ’’
তবে প্রিসিলার শিক্ষার্থীরা তার পক্ষ নেন৷ তারা তাকে ভিডিও তৈরিতে সহায়তার মাধ্যমে ইংরেজিও চর্চা করছে৷ ইউটিউব চ্যানেলের আয় দিয়ে স্কুল এবং শিক্ষার্থীদের সহায়তা করেন তিনি৷
জনপ্রিয় এই ইউটিউবার বলেন, ‘‘আমি চাই যারা ভিডিওতে সহায়তা করেছে তারাও লাভবান হোক৷’’
