1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রাম্য সালিশে নারী নির্যাতনের ঘটনায় তাৎক্ষণিক গ্রেফতার

৩১ জুলাই ২০১১

রংপুরের বদরগঞ্জের গ্রাম্য সালিশে দুই নারী নির্যাতনের ঘটনায় চারজনকে তাৎক্ষণিক গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট৷ সেইসঙ্গে অন্য আসামীদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতারের ও দুই নারীকে আদালতে হাজির করারও নির্দেশ দেয়া হয়েছে৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

রবিবার সকালে বিচারপতি এইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন৷

রংপুরের বদরগঞ্জ থানার মধুপুর ইউনিয়নের রাধারামপুর গ্রামের দুই গৃহবধূকে সালিশে নির্যাতনে জড়িত থাকার অভিযোগে চারজনকে তৎক্ষণিকভাবে গ্রেফতারের নির্দেশ দিয়ে হাইকোর্ট বলেছে, এ ধরনের সালিশ-ব্যবসা অবশ্যই বন্ধ করতে হবে৷ পুলিশ তা বন্ধ না করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷ আদালতের তলবে বদরগঞ্জের চার জন রবিবার হাজির হলে তাদের গ্রেপ্তারের এই নির্দেশ দেওয়া হয়৷ সঙ্গে সঙ্গে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ গ্রেফতারকৃতরা হলেন, স্থানীয় বিএনপি নেতা আব্দুর রউফ মোল্লা, স্থানীয় মাতব্বর সেকেন্দার আলী, শিক্ষক মুজাহিদ আলী ও ইউপি সদস্য ইলিয়াস৷ বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন৷

আগামী ৭ আগস্ট দুই গৃহবধুর কাছে নির্যাতনের ঘটনা শুনবে হাইকোর্ট৷ এর মধ্যে তদন্ত করে ওইদিন অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে৷ এ সময়ের মধ্যে অন্য আসামিদেরও গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত৷ রবিবার সকাল সাড়ে দশটায় সালিশকারীরা আদালতে হাজির হয়ে ২ গৃহবধূকে নির্যাতনের ঘটনা ব্যাখ্যা করেন৷ এর আগে বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী ও সালিশে উপস্থিত মধুপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ সালিশকারীরা আদালতে হাজির হলে আদালত তাদের তিরস্কার করেন৷

আসামী পক্ষের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, যেভাবে গণমাধ্যমে নির্যাতনের ঘটনা এসেছে ঘটনাটি সেরকম নয়৷

উল্লেখ্য, গত ৭ জুলাই একটি সংবাদ মাধ্যমে সালিশে প্রকাশ্যে দুই গৃহবধূকে লাঠিপেটা শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়৷ প্রতিবেদনে বলা হয়, বদরগঞ্জ উপজেলার রাধারামপুর গ্রামে গত ২৬ জুন সালিশে হাফিজা বেগম হ্যাপি ও সাইদা বেগম নামে দুই গৃহবধূর ওপর অমানুষিক নির্যাতন করা হয়৷ মাতব্বরদের নির্দেশে শত শত লোকের সামনে তাদের লাঠি দিয়ে পেটানো হয়৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ডয়চে ভেলে, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ