1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বরফ গলছে দ্রুত

আইরিন কোয়েল/আরবি১ সেপ্টেম্বর ২০১৪

স্যাটেলাইটের পাঠানো নতুন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে যে, গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কর্টিকায় বছরে ৫০০ কিউবিক কিলোমিটার বরফ গলে যাচ্ছে৷ এছাড়া সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত দ্বিগুণ হয়েছে৷

Grönland Eis schmilzt
ছবি: DW/I. Quaile

মেরু ও সামুদ্রিক গবেষণাকেন্দ্র আলফ্রেড ভেগেনার ইন্সটিটিউট-এর গবেষকরা ইসা-স্যাটেলাইটের সাহায্যে প্রথমবারের মতো গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কর্টিকার বরফের স্তর সম্পর্কে বিস্তারিতভাবে একটি মানচিত্র প্রকাশ করেছেন৷ এতে জানা গেছে, এই দুই অঞ্চলে বরফের স্তর রেকর্ড গতিতে সংকুচিত হচ্ছে৷

সঠিক তথ্য উঠে আসে

ম্যাপসহ গবেষণার ফলাফল ইউরোপিয়ান জিওসাইন্স ইউনিয়নের একটি অনলাইন ম্যাগাজিন ‘দ্য ক্রায়োস্ফিয়ার'-এ প্রকাশিত হয়েছে৷

‘‘এই নতুন ম্যাপ হলো স্ন্যাপশট, যা আমাদের বরফের স্তরের বর্তমান অবস্থা দেখাতে পারে৷'' বলেন গবেষণার নেতৃত্বদানকারী লেখক ভাইট হেল্ম৷

‘‘এতে বরফের উচ্চতা সম্পর্কে সঠিক তথ্য উঠে আসে৷ সব মিলিয়ে ১৬ মিলিয়ন বর্গকিলোমিটারের বেশি একটা চিত্র পাওয়া গিয়েছে৷ আগের বিবরণের চেয়ে ৫০০,০০০ বর্গকিলোমিটার বেশি৷''

নতুন স্যাটেলাইটটি ২০১০ সালে আকাশে ছাড়া হয়েছে৷ এতে সংযুক্ত করা হয়েছে একটি রাডার, যা মেরু অঞ্চলের বরফের স্তর পরিমাপ করতে পারে৷

বরফ গলছে দ্রুত গতিতে

গবেষকরা স্যাটেলাইটের তথ্য-উপাত্ত পরীক্ষা করে ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বরফের স্তরের পরিবর্তনটা লক্ষ্য করেছেন৷ বরফের ওপরে পড়া তুষার জমে গেলে বরফের ঘনত্বও বৃদ্ধি পায়৷ অন্যদিকে বরফ গলে গেলে তার আয়তন ও ঘনত্বও কমে যায়, পতিত হয় সমুদ্রে৷

বরফের উচ্চতার পরিবর্তন বের করার জন্য বিশেষজ্ঞরা অ্যান্টার্কটিকার ২০০ মিলিয়ন পয়েন্ট ও গ্রিনল্যান্ডের প্রায় ১৪.৩ মিলিয়ন পয়েন্ট মাপজোক করেছেন৷ এতে দেখা গিয়েছে শুধু গ্রিনল্যান্ডই প্রতিবছর ৩৭৫ কিউবিক কিলোমিটার বরফ হারাচ্ছে৷

২০০৯ সালের স্যাটেলাইট তথ্য-উপাত্তের সঙ্গে সাম্প্রতিক তথ্য পরীক্ষা করে গবেষকরা লক্ষ্য করেছেন, গ্রিনল্যান্ডে বরফ হারানোর পরিমাণ দ্বিগুণ হয়েছে, আর পশ্চিম অ্যান্টার্কটিকায় হয়েছে তিন গুণ৷

ক্ষতি পোষাচ্ছে না

এই দুই জায়গার ক্ষতির পরিমাণ যোগ করলে বোঝা যায় বর্তমানে প্রতি বছর ৫০০ কিউবিক কিলোমিটার বরফ গলে যাচ্ছে৷ ২০ বছর আগে স্যাটেলাইটের সাহায্যে পরিমাপ শুরু করার পর থেকে এমন ক্ষয় লক্ষ্য করা যায়নি৷ জানান সংশ্লিষ্ট গবেষকরা৷

অন্যদিকে পূর্ব অ্যান্টার্কর্টিকায় বরফের স্তর বৃদ্ধি পাচ্ছে৷ তবে এই পরিমিত বর্ধন মহাদেশের অন্যপ্রান্তের ব্যাপক ক্ষতিটা পুষিয়ে দিতে পারছে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ