1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিন নয় এবার ব্লু কার্ড

হাফসা হোসাইন২৩ অক্টোবর ২০০৮

উন্নয়নশীল দেশের দক্ষ কর্মীদের জন্য ব্লু কার্ড নামে শ্রম ভিসা চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ৷ সম্প্রতি এ ব্যাপারে একমত হয়েছেন ইইউ কর্মকর্তারা৷ এই ব্লু কার্ডের মেয়াদ হবে সর্বোচ্চ ৪ বছর৷

ব্লু কার্ডের মেয়াদ হবে সর্বোচ্চ ৪ বছরছবি: chromorange

এটি চালু হলে ভিসা প্রসেসিং-এ সময় লাগবে কম৷ ইইউ দেশে কর্মরত শ্রমিকরা তাদের পরিবারের সদস্যদেরও সহজেই আনতে পারবেন৷ আবাসন সুবিধাও পাওয়া যাবে অনেক বেশি৷

ইইউ আশা করছে, ব্লু কার্ড চালু করে দক্ষ অভিবাসী কর্মীদের এনে অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে সহজেই প্রতিযোগিতায় টিকতে পারবে ইইউ দেশগুলো৷ ইউরোপে দক্ষ টেকনিশিয়ান ও হাসপাতাল কর্মীর ঘাটতি দেখা দেয়ায় এসব ক্ষেত্রে উন্নয়নশীল দেশের কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে৷

ইইউ দেশগুলোতে বর্তমানে অভিবাসী কর্মীর সংখ্যা ২ শতাংশেরও কম৷ তবে অস্ট্রেলিয়ায় এই সংখ্যা ১০ শতাংশ৷ ক্যানাডায় রয়েছে ৭.৩ শতাংশ অভিবাসী শ্রমিক আর যুক্তরাষ্ট্রে রয়েছে ৩.২ শতাংশ৷

ব্লু কার্ডের মাধ্যমে একজন শ্রমিক ইইউভুক্ত কোন একটি দেশে ১৮ মাস কাজ করতে পারবেন৷ এরপর কাজের জন্য এই অঞ্চলের অন্য কোন দেশে যেতে পারবেন৷ নতুন দেশে যাওয়ার এক মাসের মধ্যেই পাওয়া যাবে নতুন ব্লু কার্ড৷

তবে শ্রম বাজার বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে এই এই ব্লু কার্ডে৷ কারণ, এই কার্ড থাকলেও ইইউভুক্ত যে কোন দেশে অভিবাসী শ্রমিকদের চাকরি করার সুযোগ কম৷ যেমনটা রয়েছে যুক্তরাষ্ট্রে৷ গ্রিন কার্ডধারীদের জন্য যুক্তরাষ্ট্রের পুরো শ্রম বাজারই উন্মুক্ত৷

এ বছরের শেষ নাগাদ ইইউ পার্লামেন্টে ব্লু কার্ড বিলটি পাশ হবে বলে আশা করছেন ইইউ মন্ত্রীরা৷ আর তা হলে ২০১০ সালের মাঝামাঝি থেকেই চালু করা হবে ব্লু কার্ড৷ তবে এ ব্যাপারে কিছুটা দেরি করতে চাইছে চেক প্রজাতন্ত্রের মতো ইইউ-এর নতুন দেশগুলো৷ কারণ, তাদের শ্রমিকরাই এই অঞ্চলের সব দেশে কাজ করার সুযোগ পায় নি এখনো৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ