1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো

২৫ আগস্ট ২০১২

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আবারও বললেন যে, তিনি চান গ্রিস ইউরো’তে থাকুক৷ এছাড়া ম্যার্কেল বলেন, আর্থিক সংস্কারের প্রশ্নে গ্রিস সঠিক পথেই এগোচ্ছে বলে তিনি বিশ্বাস করেন৷

German Chancellor Merkel and Greek Prime Minister Samaras leave after news conference in Berlin
ছবি: Reuters

বার্লিন সফররত গ্রিক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও সামারাসের সঙ্গে বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ম্যার্কেল এসব মন্তব্য করেন৷ তিনি বলেন, সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী সামারাসের নেতৃত্বে গ্রিসের নতুন সরকার সম্ভাব্য সবকিছু করছে বলে তাঁর মনে হয়েছে৷ ম্যার্কেল বলেন, তিনি জানেন যে, সংস্কার বাস্তবায়নে গ্রিকদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে৷ এক্ষেত্রে জার্মানি সবসময় গ্রিকদের সহায়তা করতে রাজি আছে বলে জানান জার্মান চ্যান্সেলর৷

ম্যার্কেলের পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গ্রিক প্রধানমন্ত্রী সামারাস৷ দায়িত্ব নেয়ার পর এটাই তাঁর প্রথম জার্মানি সফর৷ সামারাস বলেন, সাহায্য পেতে গ্রিস যে সংস্কারের অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করবে৷ তিনি বলেন, গ্রিস যে সঠিক পথে যাচ্ছে, তার প্রমাণ আগামী মাসে প্রকাশিতব্য ‘ত্রয়িকা'র প্রতিবেদনে পাওয়া যাবে৷

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ'এর সমন্বয়ে গঠিত ত্রয়িকা গ্রিসের সংস্কার বাস্তবায়ন নিয়ে ঐ প্রতিবেদনটি তৈরি করবে৷ এই প্রতিবেদনের ওপরই নির্ভর করবে যে, গ্রিস বেইলআউট প্যাকেজের পরবর্তী কিস্তির টাকাটা পাবে, কি না৷

বেইলআউট প্যাকেজের আওতায় গ্রিস মোট ১৩০ বিলিয়ন ইউরো পাবে৷ ইতিমধ্যে বেশ কিছু অর্থ ছাড়ও করা হয়েছে৷ ত্রয়িকার প্রতিবেদনের ভিত্তিতে সাড়ে ৩১ বিলিয়ন ইউরো ছাড় দেয়া হবে৷

গ্রিসের পাশে থাকবে জার্মানিছবি: Reuters

এসব সাহায্য পেতে ২০১৩ এবং ২০১৪ - এই দুই বছরে গ্রিসকে তার বাজেট থেকে সাড়ে ১১ বিলিয়ন ইউরো কমাতে হবে৷ তবে টাকার অংকটা ১৪ বিলিয়ন হতে পারে বলে একটি পত্রিকায় খবর বেরিয়েছে৷

জার্মানি সফর শেষে গ্রিক প্রধানমন্ত্রী সামারাস শনিবার ফ্রান্স যাচ্ছেন৷ সেখানে তিনি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদের সঙ্গে বৈঠক করবেন৷

গ্রিক প্রধানমন্ত্রী সামারাসের সঙ্গে বৈঠকের আগে ম্যার্কেল এবং ওঁলদ নিজেদের মধ্যে আলোচনা করেছেন বৃহস্পতিবার, বার্লিনে৷ সেসময় ওলঁদ বলেছিলেন, তিনি চান গ্রিস ইউরোতে থাকুক৷ তবে সেজন্য যা করা দরকার সেটা গ্রিসকেই করতে হবে৷

জার্মানি ও ফ্রান্সে সফরে বের হওয়ার আগে সামারাস জার্মানির দুটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন৷ এর মধ্যে একটি বহুল প্রচারিত পত্রিকা ‘বিল্ড'৷ সামারাস বলেন, ‘গ্রিক্জিট' মানে ‘গ্রিক এক্জিট' অর্থাৎ ইউরোজোন থেকে গ্রিসকে বের হয়ে যেতে হলে সেটা হবে ইউরোজোনের জন্য ভয়াবহ বিপর্যয়৷

আরেক পত্রিকা ‘স্যুদডয়েচে সাইটুং' পত্রিকাকে সামারাস বলেন, জার্মানি যে ঋণ দিচ্ছে সেটা ফিরিয়ে দেয়া হবে৷ এছাড়া আরও যারা ঋণ দিয়ে সহায়তা করছে তাদের টাকাও ফিরিয়ে দেয়া হবে বলে আশ্বস্ত করেছেন গ্রিক প্রধানমন্ত্রী৷

ম্যার্কেল আর ওলঁদের সঙ্গে বৈঠকের আগে সামারাস এথেন্সে ইউরোজোনের অর্থমন্ত্রীদের সংগঠন ইউরোগ্রুপের প্রধান জ্যঁ ক্লোদ ইয়ুঙ্কারের সঙ্গে বৈঠক করেছেন৷ সেসময় ইয়ুঙ্কার বলেন, গ্রিসের ইউরো থেকে বের হয়ে যাওয়ার ‘পুরোপুরি বিপক্ষে' তিনি৷

এদিকে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শ্যুলজ বলেছেন, আগামী মাসের ত্রয়িকা প্রতিবেদনে যে গ্রিস সম্পর্কে ইতিবাচক ভাবনা আসবে সে ব্যাপারে তিনি নিশ্চিত৷

জেডএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ