1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসের গণতন্ত্রে অশনি সংকেত

ইয়ানিস পাপাদিমিত্রিও/আরবি৫ মে ২০১৩

গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়৷ ‘ডেমোক্রেসি’ শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘ডেমোক্রেসিয়া’ থেকে৷ সেই প্রাচীনকালেই উন্মেষ ঘটেছিল রাষ্ট্র পরিচালনার এই পদ্ধতিটি৷ অথচ আজ, সেই গ্রিসেই গণতন্ত্র অনেকটা নড়বড়ে হয়ে পড়েছে৷

ছবি: Reuters

মূলত অর্থনৈতিক সংকটই গ্রিসের গণতন্ত্রকে বিপন্ন করছে৷ এ ব্যাপারে বিশেষজ্ঞরা একমত৷ সমাজবিজ্ঞানী ও প্রকাশক ইলিয়াস কাটসোলিস সতর্ক করে দিয়ে বলেন, বিশেষ করে সংকটের সময়ে গ্রিকদের অর্জনকে ছোট করে দেখা উচিত নয়৷ ৭৬ বছর বয়সি এই সমাজবিজ্ঞানীর কথায়, ‘‘১৯৭৪ সালে সামরিক শাসকের পতনের পর গ্রিসে পশ্চিমা ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়৷ এতে বিভিন্ন রাজনৈতিক দল পালাক্রমে নির্বাচিত হয়ে শাসন ক্ষমতা হাতে পাচ্ছে৷''

এই ক'বছরে গণতন্ত্রের মোটেও ঘাটতি দেখা যায়নি গ্রিসে, বরং আতিশয্যই চোখে পড়েছে মাঝে মাঝে৷ প্রায়ই ধর্মঘটের কবলে পড়তে হয়েছে দেশটিকে৷ যা সামলাতে হিমশিম খেতে হয়েছে গ্রিস সরকারকে৷

মূলত অর্থনৈতিক সংকটই গ্রিসের গণতন্ত্রকে বিপন্ন করছেছবি: AFP/Getty Images

গণতন্ত্রের কমতি নেই

রাজনৈতিক উপদেষ্টা লেভটেরিস কোসোলিসও মনে করেন, গণতান্ত্রিক সংস্কৃতি গ্রিসে ওতপ্রোতভাবে জড়িত৷ ১৯৮১ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পর গণতন্ত্র আরো বিকশিত হয়েছে দেশটিতে৷ এসব সত্ত্বেও কোথাও যেন একটা ফাঁক লক্ষ্য করা যায়, জানান এই বিশেষজ্ঞ৷ রাজনৈতিক দলের গণতন্ত্রে পরিণত হয়েছে গ্রিস৷ রাজনৈতিক দলগুলি ইচ্ছামতো রাজনীতিকে ব্যবহার করছে৷ রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র চিন্তা করা যায় না৷ কিন্তু তার অর্থ এই নয় যে, অন্যান্য গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দেওয়া৷ রাজনৈতিক দলগুলি নিজস্ব ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির পথ উন্মুক্ত করে দিচ্ছে৷

এক্ষেত্রে একটা দৃষ্টান্ত দেওয়া যায়: গ্রিস সরকার ১০ বছর আগে নাগরিক উদ্যোগে গঠিত কিছু সংস্থা ও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করতে দিয়েছিল৷ এতে সব মিলিয়ে ৪৫০০০ সংগঠন ও সংস্থার নাম উঠে আসে৷ অধিকাংশই রাজনৈতিক দলগুলির নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও আমলাদের দ্বারা গঠিত নাম সর্বস্ব প্রতিষ্ঠান৷ সরকারি অর্থের দিকেই যাদের নজর৷ এর ফলে নাগরিকদের দেখভালের জন্য গঠিত আসল সংস্থাগুলি মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারছে না, হারাচ্ছে বিশ্বাসযোগ্যতা৷

গণমাধ্যমগুলির ভূমিকা

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সময় গণমাধ্যমগুলির ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে৷ বিশেষজ্ঞদের মতে, তারাও অনেক সময় রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রের প্রভাবশালী মহলের সঙ্গে জড়িয়ে যাচ্ছে৷ অন্যায়, অবিচার ও দুর্নীতির বিষয়গুলি ঠিকমতো তুলে ধরছে না৷

সমীক্ষায় জানা গেছে, গ্রিকরা এখন উভয়সংকটে পড়েছেন৷ একদিকে তারা মনে করেন, প্রবীণ রাজনীতিবিদরাই মূলত অর্থনৈতিক সংকটের জন্য দায়ী৷ অন্যদিকে এই অভিজ্ঞ ব্যক্তিরাই আবার এই সংকট থেকে তাদের উদ্ধার করতে পারবেন বলে আশা করেন তারা৷

ইদানীং গ্রিসের বড় বড় রাজনৈতিকদলগুলির দিক থেকে ভোটাররা মুখ ঘুরিয়ে নিচ্ছে৷ ২০১২ সালের নির্বাচনে রক্ষণশীল ও সমাজতান্ত্রিকরা ১৫ শতাংশেরও বেশি ভোটার হারিয়েছে৷ এর ফলে লাভবান হচ্ছে নতুন ও ছোট দলগুলি৷ যেমন গণতান্ত্রিক বামদল৷ রক্ষণশীল দলের প্রধান আনটোনিস সামারাসের সরকারে কোয়ালিশনে যোগ দিয়েছে দলটি৷ গণতান্ত্রিক বামদল আরো ‘বেশি ইউরোপ'-এর কথা বলছে৷ এই দলের সাংসদ মারিয়া জিয়ানাকাকি এ প্রসঙ্গে জানান, ‘‘আমরা ফেডারেল ইউরোপে বিশ্বাসী এবং বুঝে শুনেই এই লক্ষ্যে কাজ করে যেতে চাই৷ ইউরোপীয়রা তো ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছে৷ অর্থনৈতিক ইউনিয়ন সম্পূর্ণ করার আগেই মুদ্রা ইউনিয়ন চালু করে দিয়েছে৷''

অশুভ শক্তি

লক্ষ্য করা যাচ্ছে, গ্রিসের রাজনৈতিক অঙ্গনে একদিকে ছোট ছোট রাজনৈতিক দলের যেমন উদ্ভব হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলি দুর্বল হয়ে পড়ছে৷ এর ফলে অশুভ শক্তিও মাথা চাড়া দিয়ে উঠছে৷ ২০১২ সাল থেকে একটি নব্যনাৎসি দল সংসদে আসীন হয়েছে৷ এই দলটিকে তৃতীয় রাজনৈতিক শক্তি বলে মনে করা হচ্ছে৷ ২০১৪ সালে ইউরোপীয় সংসদের নির্বাচন হলে দলটি ইউরোপীয় পার্লামেন্টেও ঢুকতে পারে৷ তরুণ রাজনীতিবিদ মারিয়া জিয়ানাকাকি বলেন, ‘‘আমি আশা করি, তাদের এই ভোটার – সাফল্য সাময়িক, স্থায়ী রূপ পাবে না৷'' কিন্তু দুর্ভাগ্যবশত সমীক্ষাগুলি ভিন্ন কথা বলছে৷ এই দলটি গ্রিসে আরো শক্তিশালী হবে, যদি না দেশটিতে গণতন্ত্র যথা সময়ে সক্রিয় হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ