1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসের পথে বাংলাদেশি তরুণের মৃত্যু

১৬ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশি তরুণ অবৈধভাবে তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে তীব্র তুষারপাতে মারা গেছে বলে জানিয়েছে ফেনী থেকে তার পরিবার৷

নজরুল ইসলাম শাহীন তুরস্কে তুষারপাতের কবলে পড়েছিলেনছবি: Huseyin Yildiz/AA/picture alliance

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, নিহত ২৮ বছর বয়সি নজরুল ইসলাম শাহীন ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর এলাকার আবদুর রৌউফ মাস্টারবাড়ির মিজানুর রহমানের ছেলে৷ শাহীনের মামাতো ভাই নাসির উদ্দিন মানিক জানান, শাহীন ফেনীর শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি পাস করেন৷ এবং  ২০১৯ সালে জীবিকার তাগিদে ২০১৯ সালে দেশ ছেড়ে ওমান যান৷ দুই বছর ওমানের থাকার পর তিনি সেখান থেকে তুরস্ক চলে যান৷

নাসির বলেন, ‘‘কিছু বন্ধুর সঙ্গে শাহীন তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন৷ গত ২ ফেব্রুয়ারি পথে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে সবাই৷ এরপর থেকে শাহীনের কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার৷’’

এ বিষয়ে শাহীনের বাবা মিজানুর রহমান বলেন, ‘‘দুই সপ্তাহ ছেলের খোঁজ-খবর না পেয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ছবি ও মুঠোফোন নম্বর দিয়ে সন্ধান চাই৷ মঙ্গলবার তুরস্ক থেকে মশিউর রাব্বী নামে এক প্রবাসী বাংলাদেশি শাহীনের ছবি দেখে এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর বিষয়টি জানায়৷ শাহীনের মরদেহ তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালের হিমঘরে রয়েছে বলেও জানান ওই প্রবাসী৷’’ মিজানুর রহমান ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকার ও দূতাবাসের সহযোগিতা কামনা করেন৷

নজরুল ইসলাম শাহীন তুরস্কে তুষারপাতে নিহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানতে পেরেছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ৷ লাশ দেশে আনার ব্যাপারে নিহতের পরিবার পৌরসভার কোনো সহযোগিতা চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তার চেষ্টা করা হবে বলে জানান তিনি৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ