1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো সংকট

১০ অক্টোবর ২০১২

গ্রিসের অর্থনৈতিক সংকটের মধ্যেই জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল এথেন্স সফর করলেন৷ এদিকে ইউরোপীয় উদ্ধার তহবিল ইএসএম চালু হয়ে গেছে৷

ছবি: AP

চলতি সপ্তাহ ইউরো এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সোমবার রাতে লুক্সেমবুর্গে ইউরো এলাকার অর্থমন্ত্রীদের সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ কিছু বিষয়ও আগের তুলনায় আরও স্পষ্ট হয়ে গেছে৷ যেমন ৭০,০০০ কোটি ইউরো'র উদ্ধার তহবিল ইএসএম আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেছে৷ ইউরোগ্রুপ'এর সভাপতি জঁ ক্লোদ ইয়ুঙ্কার বলেন, সংকটের মোকাবিলা করতে এবার ইউরো এলাকার জন্য একটি স্থায়ী ও কার্যকর প্রাচীর সৃষ্টি হলো৷ গ্রিস'কে পরবর্তী কিস্তির আর্থিক সহায়তা পেতে হলে আগামী ১৮ই অক্টোবরের মধ্যে ৮৯টি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে৷ এই মুহূর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ইউরোপীয় কমিশনের প্রতিনিধিরা এথেন্সে বসে সরকারের পদক্ষেপগুলি পরীক্ষা করে দেখছেন৷

Staatsbesuch: Merkel in Athen # angie16b # 09.10.2012 16 Uhr # Journal (englisch)

01:30

This browser does not support the video element.

তবে গ্রিস সব শর্ত পূরণ করছে কি না, তা এখনো জানা যায় নি৷ এদিকে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মাত্র ৬ ঘণ্টার জন্য এথেন্স সফরে গিয়েছিলেন৷ ফলে বিশেষজ্ঞদের ধারণা, গ্রিসের সরকার অগ্রগতি দেখাতে না পারলে ম্যার্কেল সেখানে আদৌ যেতেন না৷ তিনি গ্রিসের রক্ষণশীল দলের নেতৃত্বে জোট সরকারকে সংস্কারের কাজ চালিয়ে যেতে উৎসাহ দেন এবং সরকারের কাজের প্রশংসা করেন৷ তিনি গ্রিসের মানুষের আত্মত্যাগের প্রতিও সহানুভূতি দেখান৷ একদিকে যেমন ম্যার্কেল'এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভ দেখা গেছে, অন্যদিকে মানুষ মরিয়া হয়ে জার্মানির সহায়তা ও সংহতিও আশা করছে৷ ইউরো এলাকা ছেড়ে বেরিয়ে যেতে চায় না গ্রিসের মানুষ৷ ম্যার্কেল'ও এথেন্স'এ গিয়ে সেই কথাই বলেন৷

ইউরো এলাকার অর্থমন্ত্রীরা ইএসএম চালু করলেনছবি: Reuters

বেলআউট নেওয়ার প্রশ্নে স্পেনের সরকার এখনো মনস্থির করতে পারছে না৷ গত সপ্তাহে প্রত্যাশা দেখা গেলেও স্পেন এখনো বেলআউট'এর আবেদন করে নি৷ সোমবার ইএসএম চালু হওয়ার পর প্রথম দেশ হিসেবে স্পেন উপকৃত হবে৷ সে দেশের ব্যাংকিং ক্ষেত্রের জন্য ১০,০০০ কোটি ইউরো ধার্য করা হয়েছে, যদিও আপাতত ৬,০০০ কোটি ইউরো প্রয়োজন হবে বলে মনে হচ্ছে৷ নভেম্বর মাসেই তারা প্রথম কিস্তির অর্থ পেয়ে যাবে বলে জানান ইউরোগ্রুপ প্রধান ইয়ুঙ্কার৷ সাইপ্রাসেরও বেলআউটের প্রয়োজন হতে পারে৷ তবে রাষ্ট্র হিসেবে স্পেন এখনো বেলআউট চাইছে না৷

ইউরো এলাকাকে স্থিতিশীল করতে অন্যান্য পদক্ষেপের প্রশ্নেও কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে৷ যেমন ফ্রান্স ও জার্মানির উদ্যোগে ইউরোপে আর্থিক লেনদেনের উপর কর চাপানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে৷ তবে ইইউ'র ২৭টি দেশের মধ্যে কমপক্ষে ৯টি দেশকে রাজি হতে হবে৷ বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখার ইউরোপীয় চুক্তি অনুমোদনের চেষ্টা করছে ফ্রান্স৷ ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি বলেছেন, গোটা ইউরোপকেই বাজেট সামলাতে হবে৷ ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব বাজেটের পাশাপাশি শুধুমাত্র ইউরো এলাকার জন্য এক দীর্ঘমেয়াদি বাজেট স্থির করার পরিকল্পনার ক্ষেত্রেও কিছু অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে৷ আগামী মাসে ইইউ শীর্ষ সম্মেলনেই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে এবং সব পক্ষ প্রস্তুত থাকলে এই সিদ্ধান্ত দ্রুত চূড়ান্ত করাও হতে পারে৷ এই ফিসক্যাল কাঠামোর মধ্যে ইউরো এলাকার দেশগুলি সহজে নিয়ম থেকে বিচ্যুত হতে পারবে না৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ