1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো কাপ

১৭ জুন ২০১২

উয়েফা ইউরো ২০১২’র কোয়ার্টার ফাইনালে উঠেছে গ্রিস৷ শনিবার রাতে রাশিয়ার বিরুদ্ধে কষ্টার্জিত এই জয়কে অনেকে তুলনা করছেন ২০০৪ সালে সেদেশের ইউরো কাপ জয়ের সঙ্গে৷

Greece's players celebrate victory against Russia after their Group A Euro 2012 soccer match at National stadium in Warsaw, June 16, 2012. REUTERS/Kai Pfaffenbach (POLAND - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

ঋণের ভারে জর্জরিত গ্রিকদের জন্য এখন আনন্দের উপলক্ষ্য নেই বললেই চলে৷ বরং এথেন্সে প্রতিবাদ, বিক্ষোভ নিত্যদিনের ঘটনা৷ গ্রিকদের এই হতাশার মাঝে খানিকটা উচ্ছ্বাস এনে দিল ইউরো কাপ ফুটবল৷ শনিবার রাতে রাশিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় গ্রিস৷ মুহূর্তের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে ওয়ারশ জাতীয় স্টেডিয়ামে হাজারো গ্রিক ভক্তদের মাঝে এবং অবশ্যই পুরো গ্রিসে৷

রাশিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গ্রিসের পক্ষে গোল করেন ইয়রগস কারাগুনিস৷ ৩৫ বছর বয়সি এই গ্রিক অধিনায়ক জানান, গ্রিস ত্যাগ করার সময়ই তাদের প্রতিজ্ঞা ছিল নিজেদের সবটুকু উজাড় করে খেলার৷ এই জয়ের ফলে গ্রিকদের মুখে হাসি ফুটেছে, বলেন তিনি৷ এটি ছিল কারাগুনিস'এর ১২০তম আন্তর্জাতিক ম্যাচ৷ ২০০৪ সালে ইউরো জয়ী গ্রিকদলের একজন সদস্য তিনি৷ অবশ্য সেই দলের আরো কয়েক খেলোয়াড় চলতি আসরেও খেলছে৷

গ্রুপ এ-র পয়েন্ট তালিকা

বলাবাহুল্য, গ্রিসের এই জয়ের সঙ্গে খানিকটা বেদনাও আছে৷ বিশেষ করে ম্যাচ রেফারির সিদ্ধান্তগুলো সেদলের বিপক্ষেই যাচ্ছে বেশি৷ কারাগুনিস নিজেও এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন৷ চেক রিপাবলিক'এর বিরুদ্ধে একটি গোল বাতিল হয় সে দলের৷ রাশিয়ার বিরুদ্ধে জয় পেলেও খেলাটা অত্যন্ত কঠিন ছিল, জানান কারাগুনিস৷ তিনি বলেন, ‘হয়ত, উয়েফার উচিত ম্যাচের ভিডিও দেখা৷ এটা অনৈতিক৷ রেফারির সবগুলো সিদ্ধান্তই আমাদের দলের বিপক্ষে গেছে৷'

দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় পরের ম্যাচ খেলতে পারবেন না কারাগুনিস৷ ইতিমধ্যে অবশ্য গ্রিসের পর্তুগিজ কোচ ফ্যার্নান্ডো সান্টস বিকল্প ভাবতে শুরু করেছেন৷ তিনি বলেন, ‘‘কারাগুনিস যদি পরের ম্যাচ খেলতে না পারে, তাহলে কোচ হিসেবে আমার দায়িত্ব একটি সমাধান খুঁজে বের করা''৷

উল্লেখ্য ইউরো ২০১২'র শুরুর ম্যাচে সহ-আয়োজক পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রিস৷ পরের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-২ গোলে পরাজয়৷ আর সর্বশেষ ম্যাচে রাশিয়ার বিপক্ষে জয়৷ রাশিয়া অবশ্য টুর্নামেন্টের শুরুতে চমক দেখালেও সর্বশেষ পরাজয়ের কারণে গ্রুপ পর্যায় থেকে বাদ পড়েছে৷

এআই / আরআই (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ