1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসে ‘না’ ভোট জয়ী এবং অর্থমন্ত্রীর পদত্যাগ

৬ জুলাই ২০১৫

‘না' ভোট দিয়ে গ্রিসের জনগণ বেইলআউট প্রত্যাখ্যান করেছে৷ তাতে দেশটির ইউরোজোন থেকে বাদ পড়ার আশঙ্কা বাড়লেও সোমবার অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস পদত্যাগও করেছেন৷ ইইউ-র সঙ্গে আলোচনার স্বার্থেই তাঁর এই পদত্যাগ৷

Griechenland Jubel nach Referendum
ছবি: Reuters/Marko Djurica

রবিবার ঋণদাতাদের পুনরুদ্ধারের প্রস্তাব, অর্থাৎ বেইলআউট নিয়ে গ্রিসে গণভোট হয়েছে৷ সেখানে ৬১ দশমিক ৩ শতাংশ ‘না' ভোটের বিপরীতে মাত্র ৩৮ দশমিক ৭ শতাংশ ‘হ্যাঁ' ভোট পড়ায় বেইলআউটের প্রস্তাব পরিষ্কারভাবেই প্রত্যাখ্যাত হয়েছে৷

ভোটাররা ব্যাপকহারে ‘না' ভোট দেয়ার পর প্রধানমন্ত্রী সিপ্রাস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন৷ টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আপনারা খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছেন৷ আপনারা আমাকে যে কর্তৃত্ব দিয়েছেন সে সম্পর্কে আমি সচেতন, তা যে বিচ্ছেদের জন্য নয় এটাও আমি জানি৷''

গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস পদত্যাগ পদত্যাগ করেছেনছবি: picture alliance/dpa/Y. Kolesidis

এদিকে সোমবার গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস পদত্যাগ পদত্যাগ করেছেন৷ ‘না' ভোটের পক্ষে জনমত গড়ে তোলার পেছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্বঘোষিত ‘মার্ক্সপন্থি অর্থনীতিবিদ' ইয়ানিস তাঁর স্বভাবসুলভ বক্তৃতার মাধ্যমে ইউরোজোনভুক্ত অন্যান্য দেশের নেতাদের বিরাগভাজন হয়েছেন৷ গ্রিসের গণমাধ্যম বলছে, গণভোটের পর ইইউ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টির করার স্বার্থেই পদত্যাগ করেছেন ইয়ানিস ভারুফাকিস৷

নতুন অর্থমন্ত্রী কে হবেন তা নিয়েও শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা৷ সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে ইউক্লিড সাকালোটোস-এর নাম৷ গত কয়েক মাসে ঋণদাতাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় গ্রিসের প্রধান সমঝোতাকারীর ভূমিকা পালন করেছেন৷

গণভোটে গ্রিসের অধিকাংশ ভোটার দাতাদের শর্ত মেনে ঋণ সহায়তা না নেওয়ার পক্ষে সিদ্ধান্ত দেয়ায় প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস স্বাভাবিক কারণেই উচ্ছ্বসিত৷ তবে ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়া এখনো তাঁর প্রত্যাশিত নয়, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেছেন, গ্রিস আলোচনায় বসার জন্য মুখিয়ে আছে৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ