গ্রিসে বেড়াতে গিয়ে মৃত মার্কিন নাগরিক, নিখোঁজ তিন
১৭ জুন ২০২৪
এর আগেও এমন ঘটনা ঘটেছে গ্রিসে। প্রবল গরমে বিদেশি নাগরিকদের মৃত্য়ু হচ্ছে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
গ্রিসের মাথরাকি দ্বীপের একটি সমুদ্র সৈকতে মৃত মার্কিন নাগরিকের দেহ মিলেছে। গত কয়েক সপ্তাহ ধরে গ্রিসে একের পর এক এমন ঘটনা ঘটেছে। অন্তত তিনজন পর্যটক এখনো নিখোঁজ বলে জানিয়েছে গ্রিসের সরকারি কর্মকর্তারা।
এর আগে গত শনিবার সামোসে ৭৪ বছরের এক হল্য়ান্ডের নাগরিকের মৃতদেহ উদ্ধার করে দেশের দমকল বাহিনী। তার আগে যুক্তরাজ্য়ের টেলিভিশনে পরিচিত মুখ মাইকেল মোসলির মৃতদেহ পাওয়া যায় সিমি দ্বীপ থেকে।
পাকিস্তান, ভারতে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ
পাকিস্তানে ২১ মে থেকে হিটওয়েভ চলছে৷ বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে৷ তবে জুনে আরও হিটওয়েভ আসবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া অফিস৷ এদিকে, দিল্লিতে বুধবার প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ পেরিয়েছে৷
ছবি: Akhtar Soomro/REUTERS
সপ্তাহখানেকের বেশি সময় ধরে হিটওয়েভ
পাকিস্তানে ২১ মে থেকে হিটওয়েভ চলছে৷ তবে বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস৷ অবশ্য জুনে আরও হিটওয়েভ আসবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে৷
ছবি: Yasir Rajput/REUTERS
হিটস্ট্রোক
প্রচণ্ড গরম থেকে বাঁচতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সরকার৷ এরপরও হাজার হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷
ছবি: Abdul Ghani Kakar/DW
বছরের সর্বোচ্চ তাপমাত্রা
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে সোমবার তাপমাত্রা ৫২.২ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে দেশটির আবহাওয়া অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা শহীদ আব্বাস রয়টার্সকে জানিয়েছেন৷ চলতি বছরে এটি এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ তাপমাত্রা৷ তবে মহেঞ্জোদারোতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হচ্ছে ৫৩.৫ ডিগ্রি সেলসিয়াস৷
ছবি: Akhtar Soomro/REUTERS
পাকিস্তানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
২০১৭ সালে বেলুচিস্তান রাজ্যের তুরবাত শহরে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস ছিল৷ এটিই এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড৷
ছবি: Akhtar Soomro/REUTERS
কারণ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক সমন্বয়কারী রুবিনা খুরশিদ আলম হিটওয়েভের কারণ জলবায়ু পরিবর্তন বলে জানিয়েছেন৷ জলবায়ু পরিবর্তনের প্রভাবে থাকা পঞ্চম সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ পাকিস্তান বলেও জানান তিনি৷ ছবিতে কয়েকজন ক্রেতাকে বরফ কিনতে দেখা যাচ্ছে৷
ছবি: Akhtar Soomro/REUTERS
দিল্লিতে তাপমাত্রা ৫০ পেরিয়েছে
ভারতের দিল্লির মুঙ্গেশপুরে বুধবার তাপমাত্রা ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস উঠেছে৷ ফলে সেখানে প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে৷ মঙ্গলবার থেকে দিল্লিতে তাপমাত্রা অনেক বেড়েছে৷
রাজস্থানে মঙ্গলবার তাপমাত্রা ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল৷ ২০১৬ সালে রাজস্থানের মরুভূমি এলাকায় তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা৷
ছবি: Matrix Images/picture alliance
7 ছবি1 | 7
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রোববার একটি নির্জন সৈকতে ওই মার্কিন নাগরিকের মৃতদেহ দেখতে পান আরেক পর্যটক। তিনিই পুলিশকে প্রথম খবর দেন। গত বৃহস্পতিবার ওই মার্কিন নাগরিকের নামে নিখোঁজ ডায়েরি করেন তার বন্ধু। ওই বন্ধুর কাছেই এসেছিলেন এই ব্য়ক্তি। দুইজন নারী পর্যটকের সঙ্গে গত মঙ্গলবার শেষবার তাকে দেখা যায় একটি ক্য়াফেতে।
এদিকে শুক্রবার সিকিনোসে দুই ফরাসি নাগরিকের নামে নিখোঁজ ডায়েরি করা হয়। এই দুই নারী পর্যটকের বয়স যথাক্রমে ৬৪ এবং ৭৩। অ্যামোরগস দ্বীপে আরেক মার্কিন নাগরিককে খুঁজছে পুলিশ। গত মঙ্গলবার থেকে তিনিও নিখোঁজ। এই ব্য়ক্তি ক্যালিফোর্নিয়ার শেরিফের সাবেক ডেপুটি অফিসার ছিলেন বলে জানা গেছে। ঘামতে ঘামতে তাকে একটি প্রত্য়ন্ত দ্বীপে হাঁটতে দেখা গেছে বলে পুলিশ জানতে পেরেছে। তারপর থেকেই তাকে খুঁজতে সার্চ পার্টি নামানো হয়েছে।
এবছর ভয়াবহ গরম পড়েছে গ্রিসে। এটিই গ্রিসের পর্যটনের মরসুম। বহু দেশ থেকে মানুষ এসময় গ্রিসে ছুটি কাটাতে আসেন। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, এবছর তাপমাত্রা সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। যাদের দেহ উদ্ধার হয়েছে, তারা বেশির ভাগই প্রবল সূর্যতাপের মধ্য়ে হাইক করতে বেরিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। জুনের প্রথম সপ্তাহে গ্রিসের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। গরমের জন্য় বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাক্রোপলিস।