গরমে ভয়াবহ অবস্থা গ্রিসে। একাধিক দ্বীপ থেকে পর্যটকদের দেহ উদ্ধার হয়েছে। সকলেই ছুটি কাটাতে গেছিলেন।
বিজ্ঞাপন
সোমবার ক্রিট থেকে উদ্ধার হয়েছে এক জার্মান পর্যটকের দেহ। তিনি সেখানে হাইকিং করতে গেছিলেন। ৬৭ বছরের এই ব্য়ক্তি স্ত্রীর সঙ্গে গ্রিসে বেড়াতে এসেছিলেন। সম্প্রতি তিনি ঠিক করেন ওমালস মালভূমি থেকে হেঁটে তিনি জেলেদের গ্রামে যাবেন। গোটা রাস্তাটি ২৪ কিলোমিটারের কাছাকাছি। আট থেকে ১০ ঘণ্টার এই রাস্তাটি দুর্গম নয়। কিন্তু গরমে সেই রাস্তাই ভয়ংকর হয়ে ওঠে।
ইউরোপে পার্টি করার ১০টি আকর্ষণীয় স্থান
আপনি কি পার্টি করতে ভালবাসেন? ইউরোপের কোথায় সবথেকে ভাল পার্টি, আনন্দ, হইচই করা যায়? ছবিঘরে রইল পার্টি করার জন্য ইউরোপের ১০টি আকর্ষণীয় জায়গার কথা৷
ছবি: Eibner Europa/IMAGO
মায়োর্কা, স্পেন
জার্মানসহ এবং ইউরাপোয়ীদের অনেকের কাছেই গ্রীষ্মকালে পার্টি করার জন্য স্পেনের মায়োর্কা একটি অন্তত আকর্ষণীয় জায়গা৷ স্পেনের এই দ্বীপটির সমুদ্র তীরে রয়েছে প্রচুর ক্লাব আর রয়েছে নানা পানীয় আস্বাদনের সুযোগ৷ দিনের বেলায় আপনি শহরের প্লায়া দে পালমা বিচের সমুদ্রে স্নান করতে পারেন। রাত নামতেই এটি পরিণত হয় পার্টি জোনে৷
ছবি: Jens Kalaene/ZB/picture alliance
রিমিনি, ইটালি
সমুদ্রতীরের রিমিনিকে বলা হয় ইটালির মায়োর্কা৷ অর্থাৎ সেখানকার সমুদ্রতীরে আপনি বার, পাবসহ নানা সুযোগ সুবিধা পাবেন৷ সেখানে পার্টি আর সন্ধ্যার পরই শুরু হয়৷ পার্টি করা ছাড়াও আপনি চাইলে সেখানকার মাছের বাজারে ঘুরে আসতে পারেন৷
ছবি: Josi Donelli/ZUMAPRESS.com/picture alliance
পেসভিল, মাল্টা
দ্বীপরাষ্ট্র মালটার সৌন্দর্য সবসময়ই পর্যটকদের আকৃষ্ট করে৷ দেশটির সবচেয়ে বড় পার্ট জোনটি এই ডিস্ট্রিক্টে অবস্থিত৷ দিনের বেলায় দেখতে পাবেন সূর্যালোকে নিচে সমুদ্রের চকচকে জলরাশি৷ তবে মজা শুরু হয় সূর্য ডোবার পর৷ সেখারকার কিছু কিছু ক্লাব এবং ডিস্কোতে আপনি ভোররাত পর্যন্ত পার্টি করতে পারবেন৷
ছবি: Jonathan Borg/Xinhua News Agency/picture alliance
মিকোনোস, গ্রিস
ছুটির সময়ে বিশেষ কিছু করার ইচ্ছা থাকলে আপনি যেতে পারেন গ্রিসের মিকোনোস দ্বীপে৷ বলা হয়ে থাকে, ইউরোপের সবচেয়ে উন্মত্ত পার্টির আয়োজন নাকি সেখানে হয়ে তাকে৷ রেস্তরাঁ, বার আর প্যারাডাউস বিচ আপনাকে দেবে পার্টি করার সত্যিকারের স্বাদ৷
ছবি: Katja Kreder/ imageBROKER/picture alliance
বোদরুম, তুরস্ক
তুরস্কের বদরোম শহর এজিয়ান সাগরের তীরে অবস্থিত৷ শহরটির পার্টি করার সুযোগসুবিধার জনপ্রিয়তা বড় বড় সেলিব্রেটিদের সেখানে নিয়ে যায়৷ বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ক্লাব কাতামারানা৷ এটি মুলত পার্টি বোট যেটি প্রতি রাতে আপনাকে নিয়ে যাত্রা করবে সমুদ্রের দিকে৷
এটি হলো বুলগেরিয়ার একটি সি বিচ৷ সাড়ে তিন কিলোমাটির দীর্ঘ এই সৈকতে সোনালি সূর্যালোকে স্নান করতে পারার সুবিধা থাকায় এর নাম গোল্ডেন স্যান্ড৷ মজার বিষয় হলো আপনি এখানে টানা পার্টি চালিয়ে যেতে পারবেন৷ মিউজিক, হইচই কিছুই আপনাকে থামাতে হবে না৷ আর খরচও নাকি অনেক কম৷
ছবি: George Popescu/EST&OST/imago
মামাইয়া, রোমানিয়া
পূর্ব ইউরোপের দেশ রুমানিয়ার কৃষ্ণ সাগরের সাত কিলোমিটার দীর্ঘ সৈকত ইউরাপে পার্টি করার আরেকটি জনপ্রিয় গন্তব্য৷ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সেখানকার পানশালা এবং ক্লাবগুলো জেগে উঠতে শুরু করে৷
ছবি: Alexander Farnsworth/picture alliance
পাগ, ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়ার পাগ দ্বীপের জ্রেক সৈকত হলো ইউরোাপের দীর্ঘতম পার্টি বিচ৷ সারি সারি বার পাবে বাজতে থাকা উচ্চস্বরের বাজনা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি পার্টি করতে এসেছেন৷ মজার বিষয় হলো, এখানে একেক দিন একেক ধরনের উৎসবের আয়জন করা হয়ে থাকে৷ বছরের একটি নির্দিষ্ট সময়ে চালু থাকা এই বিচটি তাই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়৷
ছবি: Sime Zelic/PIXSELL/picture alliance
সিওফোক, হাঙ্গেরি
হাঙ্গেরির সিওফোকে অবস্থিত লেক বালাটনকে বলা হয় পার্টির করার তীর্থ৷ সেখানকার বিচে রোদে স্নান শেষে সন্ধ্যা নামলেই দলে দলে ক্লাবগুলোতে ভিড় করেন পর্যটকেরা ৷
ছবি: Boglarka Bodnar/AP Photo/picture alliance
ইসগল, অস্ট্রিয়া
অস্ট্রিয়ার এই জায়গাটিতে ভিড় থাকে শীতকালে৷ আর তাই আপনি যদি তুষার এবং শীত পছন্দ করেন তাহলে আপনার জন্য আদর্শ জায়গা এটি৷ বিকেল থেকে শুরু হয় পার্টি৷ কারণ সেসময়েই স্কি শেষে সবাই দল দলে সবাই সেখানে ভিড় করতে তাকে
ছবি: Felix Hörhager/dpa/picture alliance
10 ছবি1 | 10
সম্ভবত গরমেই এই ব্যক্তি রাস্তা গুলিয়ে ফেলেন এবং গর্জের দিকে যেতে থাকেন। সেখান থেকে স্ত্রীকে ফোনও করেছিলেন এই ব্যক্তি। জানিয়েছিলেন, তার শরীর ভালো লাগছে না। এরপর আর কথা হয়নি তাদের। রোববার নিখোঁজ ডায়েরি করেন স্ত্রী। সার্চ পার্টি খুঁজতে খুঁজতে সোমবার তার দেহ উদ্ধার করে।
হাইকিং করতে গিয়ে এই নিয়ে ছয়জনের মৃত্য়ু হলো গ্রিসে। তিনজন এখনো নিখোঁজ। এর মধ্যে অ্যামেরিকার এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এবং দুইজন নারী আছেন। তারা প্রত্য়েকেই পঞ্চাশোর্ধ।
ঐতিহাসিকভাবে জুন মাসে গ্রিসে সবচেয়ে বেশি পর্যটক ভিড় জমান। কারণ, এই মাসটি গ্রিসের গ্রীষ্ম উপভোগের জন্য় বিখ্য়াত। এবার জুন মাসে রেকর্ড তাপমাত্রা ছুঁয়েছে গ্রিস। তাপমাত্রা জায়গায় জায়গায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
বিশেষজ্ঞদের বক্তব্য, এই গরমে হাইকিং করতে বেরিয়ে হিট স্ট্রোকে মৃত্যু হচ্ছে অধিকাংশ পর্যটকের। লক্ষণীয় অধিকাংশ পর্যটকই বৃদ্ধ। গরমে তারা দিশেহারা হয়ে পড়ছেন। বিশেষজ্ঞদের মতে, বয়স্ক মানুষদের শরীর অনেক তাড়াতাড়ি গরম হয়। এবং সেই গরম কমতে অনেক বেশি সময় লাগে। আরো একটি বিষয় কাজ করছে, যাদের মৃত্য়ু হচ্ছে, তাদের অধিকাংশই ঠান্ডার দেশ থেকে ভূমধ্য়সাগরীয় অঞ্চলে এসেছেন। বেশি গরমে কী পরিস্থিতি হয়, সে বিষয়ে তাদের সুনির্দিষ্ট ধারণা নেই।
প্রশাসনের বক্তব্য়, যাদের মৃত্য়ু হচ্ছে, তারা খুব তৈরি হয়েও হাঁটতে বের হচ্ছেন না। গরমে অ্যাক্রোপলিস বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটকদের বার বার সচেতন করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তারা দুপুর রোদে বাইরে বার হচ্ছেন।