1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো সংকট

১৬ মে ২০১২

গ্রিসে নতুন নির্বাচন, ফ্রান্সের নতুন প্রেসিডেন্টের ঘোষিত নীতি – একের পর এক অনিশ্চয়তার ফলে ইউরো এলাকার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে৷ মন্দার হাত থেকে আপাতত অল্পের জন্য রক্ষা পেল ইউরোজোন৷

ছবি: dapd

জনরোষ বনাম বাস্তবতা

জনগণের ক্ষোভের প্রকাশ দেখা গেল ইউরোপের একাধিক নির্বাচনে৷ যে দল বা প্রার্থী সরকারি ব্যয় কমানোর কথা বলেছেন, তার পরাজয় ঘটেছে৷ গ্রিস, ফ্রান্স ও জার্মানির সবচেয়ে জনবহুল নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্য – কোথাও মানুষ বাজেট ঘাটতি কমিয়ে সরকারি ব্যয়ের রাশ টানার প্রবক্তাদের রেহাই দেয় নি৷ কিন্তু বাস্তবে তার ফলে কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না৷

গ্রিসে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে ইটালির ধাঁচে শুধু বিশেষজ্ঞদের নিয়ে সরকার গঠনের কথা চলছিল৷ সেই প্রচেষ্টাও ব্যর্থ হওয়ায় আবার নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেই নির্বাচনের ফল যাই হোক না কেন, ভবিষ্যতেও আন্তর্জাতিক আর্থিক সহায়তা পেতে হলে গ্রিসকে বোঝাপড়া অনুযায়ী অপ্রিয় সংস্কার চালিয়ে যেতেই হবে৷ অথবা ইউরো এলাকা থেকে পুরোপুরি বেরিয়ে যেতে হবে, যা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে৷

ইউরোগ্রুপের প্রধান ও লুক্সেমবুর্গ'এর প্রধানমন্ত্রী জঁ ক্লোদ ইয়ুঙ্কার অবশ্য এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘‘এক মুহূর্তের জন্যও আমি এই চিত্র কল্পনা করতে প্রস্তুত নই, যে গ্রিস ইউরো এলাকা ছেড়ে চলে যাবে৷ এটা একেবারেই অর্থহীন৷ এটা একটা প্রচারণা মাত্র৷ গ্রিসের গণতন্ত্রের প্রতি আমাদের শ্রদ্ধা দেখানো উচিত৷''

সরকার গঠনের আলোচনা ব্যর্থ হয়ে গেছেছবি: dapd

ফ্রান্সে নতুন দিশা

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ নির্বাচনের প্রচারে সরকারি ব্যয় বাড়ানোর বিষয়ে যাই বলে থাকুন না কেন, ক্ষমতায় এসে তাঁকে বাস্তব কাঠামোর মধ্যেই কাজ করতে হবে৷ মঙ্গলবার শপথ নেওয়ার সময় তিনি নতুন করে দেশ গড়ার অঙ্কীকার করেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল'এর সঙ্গে প্রথম বৈঠকে সেই বাস্তবেরই মুখোমুখি হলেন ওলঁদ৷ বাজেট ঘাটতি কমানোর দায়িত্ব মেনে নিয়েও অর্থনীতির পুনরুজ্জ্বীবনের লক্ষ্যে সরকারি কর্মসূচির আবেদন জানিয়েছেন তিনি৷ নীতিগতভাবে জার্মানি এই উদ্দেশ্য মেনে নিলেও এর জন্য বাড়তি সরকারি অর্থ ব্যয়ের বিরোধী৷

পুঁজিবাজারে অস্থিরতা

এই অবস্থায় ইউরোপের পুঁজিবাজারেও অস্থিরতা কাটছে না৷ অভিন্ন মুদ্রা ইউরো চালু আছে ১৭টি দেশে৷ সাম্প্রতিক সংকটের সময় মূলত জার্মানির অর্থনৈতিক সাফল্যই গোটা এলাকার চালিকা শক্তি হিসেবে কাজ করেছে৷ মঙ্গলবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী জার্মানির প্রবৃদ্ধির হার ০.৫ শতাংশ৷ ফলে ইউরো এলাকা এযাত্রায় অল্পের জন্য মন্দার হাত থেকে রক্ষা পেল৷ কিন্তু তা সত্ত্বেও পুঁজিবাজার শান্ত হতে পারছে না৷ ইউরোপের দক্ষিণের দেশগুলির বিপর্যস্ত অবস্থার ফলে আশঙ্কা কিছুতেই কাটছে না৷

অদূর ভবিষ্যতেও একদিকে জার্মানি, অন্যদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি'কেই পরিস্থিতি সামলাতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ গ্রিসের ভবিষ্যৎ ও ফ্রান্সে রাজনৈতিক পালাবদলের পর ইউরোপের অবস্থান কী হবে, তা জানার জন্য অপেক্ষা করছে পুঁজিবাজার৷ গ্রিস ইউরো এলাকা ত্যাগ করলে স্পেন ও ইটালিরও একই দশা হতে পারে, এমন আশঙ্কা নিয়েও দুশ্চিন্তায় ভুগছে বাজার৷ সোমবার ইউরো এলাকার অর্থমন্ত্রীরা অবশ্য এমন সব আশঙ্কা উড়িয়ে দিয়েছেন৷

তবে ইউরো এলাকার ঐক্য টিকে থাকবে কি না, তা নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে৷ আইএমএফ'এর এক রিপোর্ট অনুযায়ী এই জোটে একবার ফাটল ধরলে তার ফল মারাত্মক হতে পারে৷ জার্মানি যদি এই অবস্থায় কড়া হাতে রাশ ধরে বাকিদের সঙ্গে নিয়ে এগোতে পারে, তবেই সংকট কাটার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন (এএফপি, এপি, রয়টার্স)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ