1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিস-তুরস্কে শক্তিশালী ভূমিকম্প

২১ জুলাই ২০১৭

গ্রিক দ্বীপ কস এবং এজিয়ান উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছেন অন্তত দু'জন৷ ভেঙে পড়েছে বেশ কিছু ভবন৷ ভূমিকম্পের পর এখন পর্যন্ত কমপক্ষে ২০টি আফটারশক টের পাওয়া গেছে৷

Griechenland Erdbeben und Zerstörung auf Kos
ছবি: Reuters/M. Tory

গ্রিসের কস দ্বীপে ধ্বংসস্তূপে কেউ আটকা পড়েছে কিনা, খুঁজে বেড়াচ্ছেন উদ্ধারকারীরা৷ শুক্রবারের এই ভূমিকম্পে দু'জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১২০ জন৷ ৬ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পে অন্তত একটি ভবন ভেঙে পড়ার খবর পাওয়া গেছে৷ দ্বীপটির বন্দর এবং বন্দরের প্রবেশমুখে ১৪ শতকের একটি দুর্গ এবং একটি মসজিদ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে৷

গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের একজন সুইডেন এবং একজন তুরস্কের নাগরিক৷ রাতেও ব্যস্ত থাকে এমন একটি এলাকায় ভূমিকম্পের ফলে খসে পড়া দেয়ালের টুকরোর আঘাতে তাঁরা ঘটনাস্থলেই মারা যান৷

ভূমিকম্পে ছোট একটি সুনামি সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের সতর্ক করেছে প্যারিস-ভিত্তিক ইউরোপিয়ান-ম্যাডিটারিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি৷ সতর্কতা থাকা অবস্থায় কাউকে সমুদ্রসৈকতে না যাওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি৷ এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠে এসেছে দ্বীপটির পানিতে ডুবে রাস্তার চিত্র৷

স্থানীয় সময় রাত দেড়টায় আঘাত হানে ভূমিকম্প৷ ইউএস জিওলজিকাল সার্ভে বা ইউএসজিএস বলছে, তুরস্কের বোদ্রুম শহর থেকে ১০ দশমিক ৩ কিলোমিটার (৬ দশমিক ৪ মাইল) দক্ষিণে এবং কস শহর থেকে ১৬ দশমিক ২ কিলোমিটার পূর্বে ছিল এর উৎপত্তিস্থল৷

মা ও বোনকে নিয়ে যুক্তরাজ্য থেকে ঘুরতে এসেছেন ২০ বছরের লরেন ড্যাফি৷ বার্তাসংস্থা এপিকে তিনি জানিয়েছেন, ভূমিকম্পের পর হোটেল আটলান্টিস জুড়ে ছিলো ভাঙা কাঁচের টুকরো৷ কিছুক্ষণের মধ্যেই তার তাদের হোটেল থেকে সরিয়ে নেয়া হয়৷

ছবি: picture alliance/dpa/AP Photo/A. Wieting

তিনি বলেন, ‘‌‘‌আমরা হোটেলে আমাদের রুমে ঘুমাচ্ছিলাম৷ হঠাৎ আমাদের ঘুম ভাঙলো প্রচণ্ড কাঁপুনিতে৷ সবাই চিৎকার করছিল এবং হোটেল থেকে সবাইকে বেরিয়ে যেতে বলা হচ্ছিল৷''

জার্মানির বার্লিনার কুরিয়ারের সাংবাদিক মাইকেল হয়েন টুইটারে পর্যটকদের বাইরে খোলা আকাশের নীচে রাত কাটানোর কয়েকটি ছবি দিয়েছেন৷ সাথে জুড়ে দিয়েছেন মন্তব্যও, ‘‌‘‌রাতে ক্যাম্প করার জন্য এর চেয়েও খারাপ জায়গা আছে৷''

তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, মূল ভূমিকম্পের পর অন্তত ২০টি আফটারশক হয়েছে৷

বোদ্রুম এবং আশেপাশের এলাকা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে স্থানীয় এবং পর্যটকরা খসে পড়া কংক্রিটের টুকরো থেকে বাঁচতে ভবন থেকে বেরিয়ে আসছেন৷

‘‌‘‌শহরের কিছু কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, এটিই এখন সবচেয়ে বড় সমস্যা,'' এনটিভি টেলিভিশনকে জানিয়েছেন বোদ্রুম শহরের মেয়র মেহমেত কোসাডন৷

বোদ্রুমে কারো মারা যাওয়ার খবর এখনও পাওয়া যায়নি৷ তবে ভয়ে জানালা থেকে লাফিয়ে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ মুগলা প্রদেশের গভর্নর৷

ছবি: picture alliance/dpa/AP Photo/A. Wieting

বোদ্রুমের কাছাকাছি এক বাড়িতে থাকেন অবসরে যাওয়া তুর্কি নাগরিক দিলবার আরিকান৷ তিনি বলেন, ‘‌‘‌বিছানা খুব জোরে কাঁপছিল৷ রান্নাঘর এবং বারান্দায় কিছু বোতল পড়ে ভেঙে গেল৷ আমি চিৎকার করে উঠেছিলাম৷ আমার একা ছিলাম, তাই আমার খুব ভয় লাগছিল৷''

তুরস্ক এবং গ্রিসের সীমান্ত এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়৷ জুন মাসে লেসবস দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প হয়৷ এতে মারা যান এক নারী৷

এডিকে/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ