1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশিদেরও তুরস্কে পাঠানো হলো

৪ এপ্রিল ২০১৬

বিতর্কিত ইইউ-তুরস্ক চুক্তির আওতায় কয়েকজন বাংলাদেশি সহ ১৩৫ জন অভিবাসনপ্রত্যাশীকে সোমবার সকালে গ্রিস থেকে তুরস্কে পাঠানো হয়েছে৷ একই চুক্তির আওতায় ১৬ জন সিরীয় জার্মানিতে পৌঁছেছেন৷

গ্রিসের লেসবস থেকে তুরস্কে যাচ্ছেন শরণার্থীরা
ছবি: DW/P. Kouparanis

ক'দিন আগে স্বাক্ষরিত ইইউ-তুরস্ক চুক্তির আওতায় ইউরোপের গ্রিস থেকে তুরস্কে পাঠিয়ে দেয়া সিরিয়ার একজন মানুষের বিনিময়ে ইউরোপ অপর একজন সিরীয়কে বৈধভাবে অভিবাসী হওয়ার সুযোগ দেবে৷ এছাড়া ২০শে মার্চ থেকে কার্যকর হওয়া এই চুক্তি অনুযায়ী, গ্রিসে পৌঁছানো কেউ যদি সেখানেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন না করেন কিংবা তাঁর আবেদন প্রত্যাখ্যাত হয় তাহলে তাঁকে তুরস্কে পাঠিয়ে দেয়া হবে৷

সোমবার প্রথমবারের মতো ১৩৫ জন অভিবাসনপ্রত্যাশীকে গ্রিসের লেসবস দ্বীপ থেকে দু'টি ফেরিতে করে তুরস্কের ডিকিলিতে পৌঁছে দেয়া হয়৷ এদের বেশিরভাগই পাকিস্তানি৷ এছাড়া কয়েকজন বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে রয়টার্স৷

First ship deporting migrants reaches Turkey

00:36

This browser does not support the video element.

সোমবার গ্রিস থেকে প্রায় ৫০০ জন অভিবাসনপ্রত্যাশী তুরস্কে পৌঁছাবে৷

এদিকে, তুরস্কের ইস্তানবুল থেকে ১৬ জন সিরীয়কে বিমানে করে জার্মানির হ্যানোভারে নিয়ে আসা হয়েছে৷ তাঁরা তিনটি পরিবারের সদস্য বলে বার্তা সংস্থাগুলো জানিয়েছে৷

চুক্তির সমালোচনা

জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন, এমনকি ইইউ-র সদস্যরাষ্ট্র অস্ট্রিয়া ইইউ-তুরস্ক চুক্তির সমালোচনা করেছে৷ গ্রিসের লেসবস দ্বীপে এই চুক্তির প্রতিবাদে বিভিন্ন সংগঠনকে বিক্ষোভ করতে দেখেছেন ডয়চে ভেলের প্রতিবেদক অলিভার সালেট৷

জাতিসংঘ বলছে এই চুক্তির কারণে অভিবাসনপ্রত্যাশীরা আশ্রয় আবেদনের সুযোগ পাবেনা, যেটা তাঁদের অধিকার৷ এ কারণে চুক্তিটি অবৈধ বলেও মনে করছে বৈশ্বিক এই সংস্থাটি৷

অস্ট্রিয়া এই চুক্তির সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে৷

গ্রিসে থাকা অভিবাসনপ্রত্যাশীরাও তুরস্কে যেতে আগ্রহী নন৷ তাঁরা ইউরোপ তথা গ্রিসেই থাকতে আগ্রহী৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ