1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিস থেকে ১০০ শিশু  শরণার্থী নিচ্ছে ফিনল্যান্ড

১ মে ২০২০

গ্রিসের শরণার্থী শিবিরগুলো থেকে ১৩০ জন অভিবাসন প্রত্যাশীকে নেবে ফিনল্যান্ড৷ তাদের মধ্যে ১০০ জনই অভিভাবকহীন শিশু৷

ছবি: Reuters/E. Marcou

গ্রিসের পাঁচটি শরণার্থী শিবিরের মোট ৩৮ হাজার অভিবাসনপ্রত্যাশীর অধিকাংশই এসেছে সিরিয়া এবং আফগানিস্তান থেকে৷ তাদের শতকরা ৩৬ ভাগ, অর্থাৎ প্রায় ১৩ হাজার ৭০০ জন শিশু৷ ওই শিশুদের মধ্য থেকে ১৬০০ জনকে সদস্য দেশগুলোর মধ্যে ভাগাভাগি করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

ফিনল্যান্ড জানিয়েছিল গ্রিস থেকে ১৭৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিতে তারা প্রস্তুত৷ এর মধ্যে ১৩০ জনকে নেয়ার বিষয়টি চূড়ান্ত করেছে দেশটি৷ বৃহস্পতিবার গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় জানায়,  ফিনল্যান্ডে আপাতত ১৩০ জনকে নেবে, তাদের মধ্যে ১০০ জন অভিভাবকহীন শিশু, বাকি ৩০ জন প্রাপ্তবয়স্ক৷ প্রাপ্তবয়স্করা ফিনল্যান্ডে অবস্থানরত পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসবাসের সুযোগ পাচ্ছেন৷

এর আগে জার্মানি ৪৭ জন এবং লুক্সেমবুর্গ ১২ জন অভিভাবকহীন শিশুকে নেয়ার কথা জানায়৷

এসিবি/কেএম (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ