গ্রিসের শরণার্থী শিবিরগুলো থেকে ১৩০ জন অভিবাসন প্রত্যাশীকে নেবে ফিনল্যান্ড৷ তাদের মধ্যে ১০০ জনই অভিভাবকহীন শিশু৷
বিজ্ঞাপন
গ্রিসের পাঁচটি শরণার্থী শিবিরের মোট ৩৮ হাজার অভিবাসনপ্রত্যাশীর অধিকাংশই এসেছে সিরিয়া এবং আফগানিস্তান থেকে৷ তাদের শতকরা ৩৬ ভাগ, অর্থাৎ প্রায় ১৩ হাজার ৭০০ জন শিশু৷ ওই শিশুদের মধ্য থেকে ১৬০০ জনকে সদস্য দেশগুলোর মধ্যে ভাগাভাগি করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷
ফিনল্যান্ড জানিয়েছিল গ্রিস থেকে ১৭৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিতে তারা প্রস্তুত৷ এর মধ্যে ১৩০ জনকে নেয়ার বিষয়টি চূড়ান্ত করেছে দেশটি৷ বৃহস্পতিবার গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় জানায়, ফিনল্যান্ডে আপাতত ১৩০ জনকে নেবে, তাদের মধ্যে ১০০ জন অভিভাবকহীন শিশু, বাকি ৩০ জন প্রাপ্তবয়স্ক৷ প্রাপ্তবয়স্করা ফিনল্যান্ডে অবস্থানরত পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসবাসের সুযোগ পাচ্ছেন৷
এর আগে জার্মানি ৪৭ জন এবং লুক্সেমবুর্গ ১২ জন অভিভাবকহীন শিশুকে নেয়ার কথা জানায়৷
এসিবি/কেএম (এপি, ডিপিএ)
সবচেয়ে বেশি অভিবাসী পাঠানো ও গ্রহণের দেশ
বিশ্বের মোট জনসংখ্যা ৭৭০ কোটি৷ তার মধ্যে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা সাড়ে তিন ভাগ বা ২৭ কোটি ২০ লাখ৷ কোথা থেকে কোথায় যাচ্ছেন তারা, দেখুন ছবিঘরে৷
ছবি: Getty Images/S. Gallup
ভারত
অভিবাসীদের সংখ্যায় সবচেয়ে এগিয়ে আছে ভারত৷ দেশটির এক কোটি ৮০ লাখ মানুষ বিদেশে পাড়ি জমিয়েছেন৷
ছবি: Getty Images/Ch. Furlong
মেক্সিকো
দ্বিতীয় অবস্থানে আছে মেক্সিকো৷ লাতিন অ্যামেরিকার দেশটির অভিবাসীর সংখ্যা এক কোটি ২০ লাখ৷
ছবি: Reuters/J.-L. Gonzalez
চীন
তৃতীয় অবস্থানে আছে চীন৷ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির ১ কোটি ১০ লাখ মানুষ অভিবাসী৷
ছবি: Reuters/C. Cameron
রাশিয়া
রাশিয়ার এক কোটি মানুষ জন্মভূমি ছেড়ে বিভিন্ন দেশে বসবাস করছেন৷
ছবি: picture-alliance/dpa/M. Shipenkov
সিরিয়া
চতূর্থ অবস্থানে আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া৷ সেখানকার ৮০ লাখ মানুষ জন্মভূমি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্য কোনো দেশে৷
ছবি: Getty Images/C. McGrath
যুক্তরাষ্ট্র
বিশ্বে সবচেয়ে বেশি অভিবাসী আশ্রয় পেয়েছে যুক্তরাষ্ট্রে৷ সেখানে বিভিন্ন দেশের পাঁচ কোটি ১০ লাখ মানুষ বসবাস করছে৷
ছবি: Reuters/M. Blake
জার্মানি
অভিবাসীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি৷ বিভিন্ন দেশের এক কোটি ৩০ লাখ মানুষ বাস করছে জার্মানিতে৷
ছবি: Getty Images/AFP/O. Andersen
সৌদি আরব
অভিবাসী মানুষের তৃতীয়সেরা গন্তব্য সৌদি আরব৷ এক কোটি ৩০ লাখ বিদেশি আছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে৷
ছবি: picture-alliance/AP/E. Asmare
রাশিয়া
রাশিয়াতে এক কোটি ২০ লাখ অভিবাসীর বসবাস৷ সংখ্যার দিক থেকে যা চতুর্থ সর্বোচ্চ৷
ছবি: picture-alliance/dpa/TASS/S. Savostyanov
যুক্তরাজ্য
যুক্তরাজ্যে বসবাসকারী মানুষের এক কোটি বিভিন্ন দেশের নাগরিক৷ অভিবাসীদের গন্তব্যদেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের অবস্থান পঞ্চম৷