1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসন্তুষ্ট ইউরোগ্রুপের মন্ত্রীরা

২৯ জানুয়ারি ২০১৪

সোমবার ইউরোগ্রুপের এক বৈঠকে অর্থমন্ত্রীরা গ্রিসের সংস্কার বাস্তবায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ বেইলআউট প্যাকেজের পরবর্তী কিস্তির অর্থ পেতে গ্রিসকে আলোচনা শুরুর তাগিদ দেয়া হয়েছে৷

Deutschland Wirtschaft EZB Euro Europäische Zentralbank in Frankfurt
ছবি: Reuters

ঋণদাতা তিন সংস্থা –আইএমএফ, ইসিবি ও ইউরোপীয় কমিশন – এর কর্মকর্তারা ইউরোগ্রুপের মন্ত্রীদের জানিয়েছেন, বেইলআউটের অর্থ পেতে গ্রিসের যেসব সংস্কার বাস্তবায়ন করার কথা, সেটা ধীর হয়ে গেছে৷ এ লক্ষ্যে আলোচনাও অনেকদিন ধরে থেমে আছে৷ এই বক্তব্য শোনার পর ইউরোগ্রুপের অর্থমন্ত্রীরা গ্রিসকে ত্রয়িকার সঙ্গে তাড়াতাড়ি আলোচনা শুরুর পরামর্শ দেয়া হয়েছে৷ আগামী মে মাসে গ্রিসের ২৪০ বিলিয়ন ইউরো জরুরি ঋণ পাওয়ার কথা রয়েছে৷

কয়েক বছর আগে শুরু হওয়া আর্থিক মন্দার কবলে পড়ে গ্রিস ইউরোপীয় ইউনিয়নের বেইলআউট সহায়তা নিচ্ছে৷ আর সেটা পেতে দেশটিতে ব্যাপকহারে বেতন ও পেনশন কমানো সহ কর বাড়ানোর মতো অজনপ্রিয় সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে৷

পুঁজিবাজারের হালচাল

সপ্তাহের শুরুতে দুটো কারণে ইউরোপের পুঁজিবাজারের অবস্থা কিছুটা খারাপ ছিল৷ এর মধ্যে একটা কারণ হলো, মার্কিন ফেডারেল রিজার্ভ স্টিমুলাস প্যাকেজের অর্থ আরও কমিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ মার্কিন অর্থনীতির অবস্থা ভালো হতে থাকায় গত মাসেও কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিল ফেড৷ এছাড়া আর্জেন্টিনা, তুরস্ক ও রাশিয়ার মতো দেশগুলোর মুদ্রার অবনমনও, ইউরোপের পুঁজিবাজারের খারাপ অবস্থার একটা কারণ ছিল৷ ‘ইজি মানি পলিসি'-তে ধীরে ধীরে পরিবর্তন আসার কারণে বিনিয়োগকারীরা উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো থেকে অর্থ উঠিয়ে নিচ্ছেন৷ ফলে সেসব দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে৷

ইউরোগ্রুপের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে৷ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর আর্থিক দুরবস্থা ইউরোজোনের ওপর কোনো প্রভাব ফেলতে পারে কিনা, সে ব্যাপারে আলোচনা করেছেন অর্থমন্ত্রীরা৷ তাঁরা মূলত গত সপ্তাহে আর্জেন্টিনার মুদ্রা পেসো-র ব্যাপক অবনমন নিয়ে কথাবার্তা বলেন৷ মন্ত্রীরা উন্নয়নশীল অর্থনীতির অবস্থা নিয়ে চিন্তিত হলেও, সেটা ইউরোজোনকে আক্রান্ত করতে পারবে না, বলেই মনে করছেন৷

জেডএইচ/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ