1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অভিবাসনগ্রিস

গ্রিস: নৌকাডুবিতে মৃত ৭৮

১৪ জুন ২০২৩

গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে ৭৮ জন প্রাণ হারিয়েছেন। শতাধিক জনকে উদ্ধার করা হয়েছ৷

Griechenland, Kalamata | Rettungskräfte warten auf die Ankunft von Überlebenden
ছবি: EUROKINISSI/REUTERS

অনেকের পরিচয় পাওয়া যায়নি। এই দুর্ঘটনার পর ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 উপকূল রক্ষীবাহিনী জানিয়েছে, দক্ষিণ গ্রিসের উপকূলে অভিবাসীদের নিয়ে একটি মাছ ধরার নৌকা ইটালির দিকে অগ্রসর হওয়ার সময় ডুবে যায়।

 নৌকাটি লিবিয়ার টোব্রুক বন্দর থেকে ৪০০ জনকে ইটালি নিয়ে যাচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। রাতে প্রবল বাতাসের ফলে দক্ষিণ পশ্চিম পেলোপনিস অঞ্চলের কাছে নৌকাটি ডুবে যায়। এরপর বুধবার সকালে একটি বড়সড় উদ্ধার অভিযান চালানো হয়।

এখনো পর্যন্ত দুর্ঘটনাপীড়িত ১০৪ জনকে উদ্ধার করার খবর নিশ্চিত করা হয়েছে। তাদের গ্রিসের কালামাতায় নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে তারা অ্যাম্বুলেন্স পরিষেবা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত আশ্রয়কেন্দ্রে শুকনো কাপড় এবং চিকিৎসা সেবা পেয়েছে।

হাইপোথার্মিয়ার উপসর্গ থাকায় চারজন অভিবাসনপ্রত্যাশীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরকেসি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ