1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ান

২২ আগস্ট ২০১৩

ফেটেলকে ধরতেই হবে! এই হবে আসন্ন বেলজিয়ান গ্রঁ প্রি-তে ফেটেলের প্রতিদ্বন্দ্বীদের ধ্যান-জ্ঞান৷ ফেরারির ফের্নান্দো আলন্সো, কিমি রাইক্কোনেন, মার্সিডিজের লিউয়িস হ্যামিল্টন কি নিকো রসব্যার্গ, সকলেই মুখিয়ে রয়েছেন৷

ছবি: picture-alliance/dpa

রেড বুলের সেবাস্টিয়ান ফেটেল পর পর তাঁর চতুর্থ চ্যাম্পিয়নশিপ খেতাব নিতে চলেছেন৷ সেক্ষেত্রে আলন্সো তো বাকি প্রতিদ্বন্দ্বীদের ঠাট্টা করবেনই – তা-ও আবার টুইটারে৷ স্পা-ফ্রঁকোরশঁ কিমি রাইক্কোনেনের ফেবারিট কোর্স৷ মার্সিডিজের ড্রাইভাররাও কুড়িয়ে-বাড়িয়ে তাদের যা কিছু আছে, তাই দিয়ে ফেটেলকে রুখতে বদ্ধপরিকর৷

ফেটেল কিন্তু নির্বিকার৷ আর হবেন নাই বা কেন৷ ১৯টা রেসের মধ্যে দশটা শেষ হয়েছে৷ ফেটেল এখন ১৭২ পয়েন্ট নিয়ে রাইক্কোনেনের চেয়ে ৩৮ পয়েন্ট এগিয়ে৷ আলন্সো তারও এক পয়েন্ট পিছনে৷ সামনে বেলজিয়ান গ্রঁ প্রি৷ ইউরোপে আর একটা রেস, তারপর ফর্মুলা ওয়ান তার তাঁবু, হাতিঘোড়া, অ্যাক্রোব্যাটদের নিয়ে পাড়ি দেবে সুদূর এশিয়ায়৷

ফেটেলকে ধরাই এখন প্রতিদ্বন্দ্বীদের ধ্যান-জ্ঞানছবি: AFP/Getty Images

প্রশ্ন হল, স্পা-তে কি হবে? এখানেই ফর্মুলা ওয়ান সার্কিটের সবচেয়ে লম্বা কোর্স, পাক্কা সাত কিলোমিটার৷ গ্রীষ্মের বিরতির আগে হাঙ্গেরির হুঙ্গারোরিং-এ জিতেছেন মার্সিডিজের লিউয়িস হ্যামিল্টন৷ গত ১৩ বছর ধরে দেখা যাচ্ছে, যে হাঙ্গেরিয়ান গ্রঁ প্রি-তে জেতে, সে-ই স্পা-তেও জেতে – মাত্র চারবার এর ব্যতিক্রম ঘটেছে৷

ওদিকে ফর্মুলা ওয়ান ড্রাইভারদের গরমের ছুটিতে কাজ না থাকলে বোধহয় মাথায় ভূত চাপে৷ তাই ফের্নান্দো আলন্সো টুইটারে একটি অদ্ভুত বার্তা পোস্ট করে বসে আছেন, শুনলে মনে হবে কনফিউসিয়াসের বাণী, কিন্তু অর্থ বোঝে কার সাধ্য৷ ‘‘যে যোদ্ধা অপমানিত হলে তরবারির ব্যবহার করে, তাকে বীর বলা চলে না৷ বীরপুরুষরা বিচলিত হয় না, কেননা তাদে দৃষ্টি থাকে অনেক উঁচুতে৷'' ওদিকে আলন্সো বেলজিয়ামে কোনোদিন জোতেননি এবং গত বছরও ক্র্যাশ করে সেই রেস থেকে বিদায় নিয়েছেন৷

এসি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ