1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তাপ কমাতে রংও সাহায্য করতে পারে

১৬ নভেম্বর ২০২০

কয়েক বছর আগে পর্যন্তও ইউরোপে গ্রীষ্মকাল বেশ মনোরম ছিল৷ কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ করে শহরাঞ্চলে প্রতি বছর উত্তাপ বেড়ে চলেছে৷ সেই অবস্থা সহনীয় করে তুলতে বিজ্ঞানীরা নানা পথ বাতলে দিচ্ছেন৷

ছবি: picture-alliance/dpa/J. Büttner

ডিয়র্ক ফুংক শহরাঞ্চলের জলবায়ু বিশেষজ্ঞ৷ উত্তাপ কমাতে কার্যকর উপায়ের সন্ধান করছেন তিনি৷ বার্লিন শহরের প্রায় এক নিখুঁত মডেল তাঁকে সেই কাজে সাহায্য করতে পারে৷ শহর হিসেবে বার্লিনও ‘আর্বান হিটিং'-এর সমস্যায় জর্জরিত৷ থার্মাল ইমেজে শহরের বসতি এলাকাগুলি রান্নার চুলার মতো দেখায়৷ ফলে আশেপাশের এলাকার সঙ্গে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পার্থক্য চোখে পড়ে৷

গবেষকেরা এক ক্ষুদ্র সংস্করণে এই সমস্যা থেকে নিষ্কৃতির পথ দেখাচ্ছেন৷ হাজার ওয়াটের একটি বাতি তাতে সূর্যের ভূমিকা পালন করছে৷ মডেলে বসতি এলাকার জায়গায় বরফের এক চাঙড় দেখিয়ে দিচ্ছে, উত্তাপ কীভাবে প্রবেশ করে৷ পরীক্ষামূলক ভবনটি প্রচলিত উপকরণ দিয়েই তৈরি৷ ডিয়র্ক ফুংক বলেন, ‘‘ইটের তৈরি বাড়ির উপর রোদ পড়লে কী ঘটে, কীভাবে তা গরম হয়ে যায়, আমরা তা দেখতে চাই৷ ইটের বদলে অন্য উপকরণ ব্যবহার করলে, বাইরের অংশ ইনসুলেট করলে অথবা সামনে বড় গাছ লাগালে কী হয়, সেটাও জানতে চাই৷’’

টাইম ল্যাপ্স ছবির মাধ্যমে এমন ভবনের বাসিন্দাদের অবস্থা দেখানো হচ্ছে৷ বাড়িটি গরম হতে মাত্র আধ ঘণ্টা সময় লাগে৷ এত কম সময়ের মধ্যে তাপমাত্রার এমন পরিবর্তন ঘটে৷ ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরমে মানুষ কষ্ট পায়৷

এ ক্ষেত্রে তথাকথিত ‘অ্যালবেডো' মাত্রারও একটা ভূমিকা রয়েছে৷ নির্মাণের উপাদানের রং অনুযায়ী সূর্যের রশ্মির প্রতিফলনের তারতম্য দেখা যায়৷ কালো স্লেটের ক্ষেত্রে ‘অ্যালবেডো' মাত্রা যেমন শূন্য দশমিক এক শতাংশ৷ অর্থাৎ সে ক্ষেত্রে মাত্র ১০ শতাংশ রশ্মির প্রতিফলন ঘটে৷ ছাদের উপর লাল টালির মাত্রা শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ৷ সাদা রংয়ের দেওয়ালের ‘অ্যালবেডো' মাত্রা শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক নয়ের মতো৷ বাড়ির বাইরের অংশ বা ছাদের ‘অ্যালবেডো' মাত্রার উপর শহরের কোনো ভবনের উত্তাপ নির্ভর করে৷

সহজ পদক্ষেপের মাধ্যমে সেই অবস্থার উন্নতির চেষ্টা চলছে৷ প্রথমে বাইরে থার্মাল ইনসুলেশন প্যানেল বসানো হলো৷ ডিয়র্ক ফুংক বলেন, ‘‘আমরা এবার ভবনের উপর এই পদক্ষেপের প্রভাব পরীক্ষা করতে চাই৷ কারণ ইনসুলেশনের ফলে উত্তাপ শুধু ঘরের মধ্যে আবদ্ধ থাকে না, বরং সেই উত্তাপ আদৌ ঘরে প্রবেশ করতেই দেওয়া হয় না৷’’

সেইসঙ্গে উজ্জ্বল রং লাগানো হয়েছে৷ ফলে সূর্ষের আলোর প্রতিফলন ঘটিয়ে উত্তাপও দূরে রাখা হচ্ছে৷ ছাদের উপর সবুজ বাগান এবং ভবনের বাইরের অংশে ইনসুলেশন ও উজ্জ্বল রংয়ের ব্যবস্থার পর হাজার ওয়াট সূর্যের আলো আরও আধ ঘণ্টা চালু রাখা হলো৷ সেইসঙ্গে কয়েকটি বড় গাছের ছায়ারও ব্যবস্থা করা হলো৷ হাতেনাতে তার ফল পাওয়া গেল৷ ঘরের মধ্যে ২৩ ডিগ্রি সেলসিয়াস মনোরম তাপমাত্রা কার না ভালো লাগে? ফলে দেখা যাচ্ছে যে শহরে উত্তাপের সমস্যা কমাতে রংও কিছুটা সাহায্য করতে পারে৷

ক্রিস্টিয়ান সেভাল্ড/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ