1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জবাব দিলেন ফেডেরার

১৪ জানুয়ারি ২০২০

টেনিস কোর্টের বাইরের বিষয় নিয়ে খুব কমই কথা বলতে দেখা যায় তাকে৷ কিন্তু গ্রেটা টুনব্যার্গ অভিযোগ তোলার পর আর চুপ থাকতে পারেননি৷ সুইডেনের পরিবেশবাদী শিক্ষার্থীকে সম্মান জানিয়েই জবাব দিয়েছেন সুইস টেনিস তারকা ফেডেরার৷

Großbritannien Roger Federer Pressekonferenz in London
ছবি: picture-alliance/Actionplus

২০টি গ্র্যান্ডস্লাম একক শিরোপাজয়ী ফেডেরারের স্পন্সর সুইজারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইসে৷ তারা জীবাশ্মভিত্তিক জ্বালানি শিল্প প্রতিষ্ঠানকেও ঋণ দেয়৷এই ক্রেডিট সুইসে আবার রজার ফেডেরারের অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান৷ এই বিষয়টিই হতাশ করেছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকার জন্য বিকল্প নোবেল জেতা গ্রেটা টুনব্যার্গকে৷ তিনি মনে করেন, এমন প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সনশিপ চুক্তি করে পরোক্ষভাবে জলবায়ু পরিবর্তনে নেতিবাচক ভূমিকা রাখছেন ফেডেরার৷

এ মুহূর্তে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিতে ব্যস্ত ফেডেরার৷ তবে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টটি শুরু হওয়ার আগে ভয়াবহ দাবানলের ক্ষতি সামাল দেয়ায় অর্থ সহায়তার জন্য একটা চ্যারিটি টুর্নামেন্টও খেলবেন ৩৮ বছর বয়সি সুপারস্টার৷ সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদালসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড় অংশ নেবেন সেখানে৷

অস্ট্রেলিয়ান ওপেন এবং তার আগের প্রদর্শনী ম্যাচগুলোর আগেই গ্রেটা টুনব্যার্গের সমালোচনার জবাবে মুখ খুলেছেন রজার ফেডেরার৷এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং হুমকিকে আমি সবসময়ই খুব গুরুত্ব দেই৷ এবার তো আমি পরিবার নিয়ে (অস্ট্রেলিয়ায়) এসেছি এমন সময়ে যখন ভয়াবহ দাবানল চলছে৷'' গ্রেটা টুনব্যার্গের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘‘সবার আচরণ এবং কাজকর্ম নিয়ে চিন্তাভাবনায় উদ্বুদ্ধ করতে চাপ প্রয়োগ করে সমাধানের পথে এগিয়ে নেয়ার জন্য আমি তরুণ পরিবেশকর্মীদের প্রতি কৃতজ্ঞ৷''  বিবৃতিতে বিষয়টি সুরাহার জন্য স্পন্সর কোম্পানির সঙ্গে কথা বলার ইঙ্গিতও দিয়েছেন ফেডেরার৷

এদিকে ক্রেডিট সুইসে জানিয়েছে, ভবিষ্যতে আর কখনো তারা জীবাশ্মভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠানকে ঋণ দেবে না৷

এসিবি/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ