1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রেপ্তার সম্রাট, বহিস্কার দল থেকে

৬ অক্টোবর ২০১৯

অবশেষে গ্রেপ্তার হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আলোচিত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট৷ তার সাথে গ্রেপ্তার হয়েছেন সহ সভাপতি এনামুল হক আরমানও৷ দুইজনকেই দল থেকে বহিস্কার করা হয়েছে৷

Bangladesch Ismail Hossain Samrat, Jubo League
ছবি: bdnews24.com

ক্যাসিনো অভিযান শুরুর পর আলোচনায় আসে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি  ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নাম৷ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের ভেতরে মেলে তার বিশাল ছবি৷ এই ক্লাবটির ক্যাসিনো তিনি চালাতেন বলে খবর বের হয়৷ মতিঝিলের ক্লাবপাড়ার ক্যাসিনোগুলো থেকে তিনি চাঁদা আদায় করতেন বলেও অভিযোগ রয়েছে ৷

গত ১৮ সেপ্টেম্বরের র‌্যাবের ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পরই আত্মগোপনে যান সম্রাট৷ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া গ্রেপ্তার হওয়ার পর রাতভর সদলবলে কাকরাইলে সংগঠনের কার্যালয়ে অবস্থান নিয়েছেন বলেও খবর বের হয়৷ সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেনি৷ পরবর্তীতে আত্মগোপনে যান তিনি৷ অবশেষে আরেক যুবলীগ নেতা আরমানসহ তাকে কুমিলার চৌদ্দগ্রাম থানা থেকে গ্রেপ্তার করল র‌্যাব৷ আরমানও দীর্ঘদিন ধরে ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, শনিবার গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করা হয়েছে৷

আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বিডিনিউজ টোয়েন্টফোরের কুমিল্লা প্রতিনিধিকে জানান, ‘‘কুঞ্জশ্রীপুর গ্রামের যে বাড়ি থেকে সম্রাট ও আরমানকে ধরা হয়েছে, সেটি স্টার লাইন পরিবহনের মালিক আলাউদ্দীনের ভগ্নিপতি মনিরের বাড়ি৷ শনিবার সন্ধ্যা থেকেই বাড়িটি ঘিরে রেখেছিল র‌্যাব৷'' মনির কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কীনা সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি৷

এদিকে গ্রেপ্তারের পর সম্রাট ও আরমান দুইজনকেই দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু৷   

উল্লেখ্য চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীর পদত্যাগের পরপরই প্রধানমন্ত্রী এক বৈঠকে যুবলীগ নেতাদের চাঁদাবাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ আওয়ামী লীগ নেতাদের ভাষ্য অনুযায়ী সেই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, যুবলীগের ঢাকা মহানগরের একজন নেতা যা ইচ্ছে করে বেড়াচ্ছে, চাঁদাবাজি করছে৷ আরেকজন এখন দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলেন৷ এসব বন্ধ না করলে যেভাবে জঙ্গি দমন করা হয়েছে, একইভাবে তাদেরকেও দমন করা হবে৷ এরপরই শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযান৷

১৮ সেপ্টেম্বর ঢাকার ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করে র‌্যাব৷ পরদিন কলাবাগান ক্লাব থেকে গ্রেপ্তার হন কৃষক লীগের নেতা শফিকুল আলম ফিরোজ৷ পাশাপাশি ওয়ান্ডারার্স ক্লাব, বঙ্গবন্ধু এভিনিউর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং বনানীর আহমেদ টাওয়ারের একটি ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব৷ পরবর্তীতে অভিযান চালিয়ে ক্যাসিনোর বিভিন্ন সরঞ্জাম আটক করা হয় মতিঝিলের আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকেও

র‌্যাবের এসব অভিযানের ক্যাসিনো কারবারির মূল হোতা হিসেবে বারবারই সম্রাটের নাম উঠে এসেছিল৷

এদিকে গ্রেপ্তারের পর সম্রাট ও আরমানকে দল থেকে বহিস্কার করা হয়েছে৷ কেন্দ্রীয় যুবলীগ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে৷ যুবলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু বিষয়টি ডয়চে ভেলেকে নিশ্চিত করেন৷ তিনি বলেন, যুবলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই ধরনের অভিযোগে যেই গ্রেপ্তার হবেন তাকেই দল থেকে বহিস্কার করা হবে৷ 

এফএস/এআই 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ